'ব্যাটেল গ্রাউন্ডে' মুখোমুখি বিগ বস প্রতিযোগীরা
Share Link:

নিজস্ব প্রতিনিধি: আর মাত্র কয়েক ঘণ্টা। কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যাবে বিগ বস ১৪ এর গ্রান্ড ফাইনাল। কে জিতবে বিগ বস ১৪ এর খেতাব, সেই নিয়ে শুরু হয়ে গেছে জল্পনা। বর্তমানে পাঁচজন সদস্য এই মুহূর্তে রয়েছেন বিবি হাউজে, যাঁরা হলেন রাহুল বৈদ্য, রুবিনা দিলায়েক, আলি গনি, রাখি সাওয়ান্ত এবং নিকি তাম্বোলি। সঞ্চালকের ভূমিকায় দেখা যাবে সলমন খানকে। ইতিমধ্যেই ফাইনালে প্রতিযোগীদের নাচের প্রোমো দেখা গেছে। রুবিনা আর রাহুল যাদের প্রথম থেকেই আদায় কাঁচকলার সম্পর্ক, ব্যাটেল গ্রাউন্ডে তাঁদের আজকে মুখোমুখি দেখা যাবে 'আ দেখে জরা, কিসমে কিতনা হ্যায় দম' গানে। অন্যদিকে, আলি আর রাহুলের বন্ধুত্বর চর্চা বাহারি দুনিয়াতেও। তদের আজ দেখা যাবে ' ইয়ে দোসতি হাম নেহি তোরেঙ্গে'র গানে। রাখি সাওয়ান্তকে দেখা যাবে 'পারদেশিয়া সাচ হে পিয়া' গানের তালে তালে। পাশাপাশি নিকি তাম্বোলিকে দেখা যাবে রাহুল ও আলির সঙ্গে।
প্রসঙ্গত, বিগবসের অনুগামীরা স্পটলাইটে রেখেছেন রাহুল ও রুবিনাকে। তবে এখন সবথেকে বড় প্রশ্ন এবছর কে জয়ীর মুকুট মাথায় তুলবেন? সিজন শেষ হওয়ায় মাস খানেক আগেই অবশ্য গুগল দাবি করেছিল, রুবিনা দিলায়েকই এবারের বিজেতা। যদিও শো-র প্রযোজকেরা বিষয়টি উড়িয়ে দিয়েছিলেন। জানানো হয়েছিল, বিষয়টি নিতান্তই অনুমান। তবে রিয়েলিটি শো-টি যত শেষের দিকে এগিয়েছে, নেটিজেনদের উন্মাদনায় কিন্তু শোনা গিয়েছে একটাই নাম, রুবিনা।
প্রত্যেক বছর বিগ বসের বিজেতার হাতে তুলে দেওয়া হয় ট্রফি সহ ৫০ লক্ষ টাকা। কিন্তু এবারের সিজনে দেখা গেছে উল্টো চিত্র। ফাইনালে যাওয়ার জন্য রাখি সাওয়ান্ত ১৪ লক্ষ টাকা ছিঁড়ে কুটিকুটি করে দিয়েছেন আগেই। টাস্কেও বাড়ির সদস্যরা পুরস্কারের অর্থ আত্মত্যাগ করে নিজেদের নমিনেশন থেকে বাঁচিয়েছেন। অতএব পুরস্কারের অর্থ থেকে যদি টাস্কের ওই অর্থ বাদ দেওয়া হয় তবে পুরস্কারের অর্থ দাঁড়াচ্ছে ৩৬ লক্ষ টাকায়। যদিও এখনও কেউই এ বিষয়ে নিশ্চিত করে কিছুই জানেন না। তবে এখন দেখার একটাই বিষয়, শেষ মুহূর্তে সেরার শিরোপা উঠছে কোন প্রতিযোগীর হাতে।
প্রসঙ্গত, বিগবসের অনুগামীরা স্পটলাইটে রেখেছেন রাহুল ও রুবিনাকে। তবে এখন সবথেকে বড় প্রশ্ন এবছর কে জয়ীর মুকুট মাথায় তুলবেন? সিজন শেষ হওয়ায় মাস খানেক আগেই অবশ্য গুগল দাবি করেছিল, রুবিনা দিলায়েকই এবারের বিজেতা। যদিও শো-র প্রযোজকেরা বিষয়টি উড়িয়ে দিয়েছিলেন। জানানো হয়েছিল, বিষয়টি নিতান্তই অনুমান। তবে রিয়েলিটি শো-টি যত শেষের দিকে এগিয়েছে, নেটিজেনদের উন্মাদনায় কিন্তু শোনা গিয়েছে একটাই নাম, রুবিনা।
প্রত্যেক বছর বিগ বসের বিজেতার হাতে তুলে দেওয়া হয় ট্রফি সহ ৫০ লক্ষ টাকা। কিন্তু এবারের সিজনে দেখা গেছে উল্টো চিত্র। ফাইনালে যাওয়ার জন্য রাখি সাওয়ান্ত ১৪ লক্ষ টাকা ছিঁড়ে কুটিকুটি করে দিয়েছেন আগেই। টাস্কেও বাড়ির সদস্যরা পুরস্কারের অর্থ আত্মত্যাগ করে নিজেদের নমিনেশন থেকে বাঁচিয়েছেন। অতএব পুরস্কারের অর্থ থেকে যদি টাস্কের ওই অর্থ বাদ দেওয়া হয় তবে পুরস্কারের অর্থ দাঁড়াচ্ছে ৩৬ লক্ষ টাকায়। যদিও এখনও কেউই এ বিষয়ে নিশ্চিত করে কিছুই জানেন না। তবে এখন দেখার একটাই বিষয়, শেষ মুহূর্তে সেরার শিরোপা উঠছে কোন প্রতিযোগীর হাতে।
More News:
1st March 2021
1st March 2021
1st March 2021
1st March 2021
1st March 2021
1st March 2021
1st March 2021
28th February 2021
28th February 2021
28th February 2021
Leave A Comment