দ্বিতীয় বিয়ে নিয়ে মুখ খুললেন বিগবস বিজয়ী রুবিনা
Share Link:

নিজস্ব প্রতিনিধি: বিগবস ১৪ চ্যাম্পিয়ান হলেন অভিনেত্রী রুবিনা দিলেক। গায়ক রাহুল বৈদ্য হলেন প্রথম রানার আপ। বিখ্যাত এই টেলিভিশনের দ্বিতীয় রানার আপ হয়েছেন অভিনেত্রী নিকি তাম্বোলি। চতুর্থ হয়েছেন আলি গোনি এবং পঞ্চম স্থানে রয়েছেন রাখি সায়ান্ত। গত সপ্তাহ থেকেই সম্ভাব্য বিজয়ী হিসাবে রুবিনা এবং রাহুল-কে বেছে নিয়েছিলেন দর্শকরা। কথায় আছে, জনতা জনার্দন যদি সঙ্গে থাকে তা হলে ভয় কিসের! ট্রফির সঙ্গে ৩৬ লক্ষ পুরস্কারও জিতলেন তিনি।
১৪তম সিজনে স্বামী অভিনব শুক্লার সঙ্গে বিগ বসের বাড়িতে প্রবেশ করেন রুবিনা। অভিনব ফাইনালের দুই সপ্তাহ আগে বাড়ি থেকে বেড়িয়ে যান। প্রায় পাঁচ মাস পর বিগবসের বাড়ি থেকে বেরিয়ে নিজের অনুভূতি-অভিজ্ঞতা নিয়ে প্রথম বার মুখ খুললেন তিনি। অবশেষে স্বপ্ন সত্যি হয়েছে তাঁর। তাঁর কথায়, “কথায় বলে, সব ভাগ্যের খেল… সম্ভবত আমার ভাগ্যতেই এই জয় লেখা ছিল। অসাধারণ একটা জার্নি ছিল আমার। যেখানে নিজেকে খুঁজে পেয়েছি।”
প্রসঙ্গত, বিগ বসের বাড়িতে এসে রুবিনা অভিনব নিজেদের সম্পর্কে চিড় ধরার কথা দেশের জনতার কাছে তুলে ধরেন। তবে এতগুলো দিন তাঁরা এক সঙ্গে কাটিয়ে তাঁরা আবার নিজেদের সম্পর্ক মজবুত করে তুলেছেন। সে প্রসঙ্গে রুবিনা বলেন, “যখন জিতলাম অভিনব এসে জড়িয়ে ধরল। ওই সময়ে ওকে আমার পাশে পাওয়াটা সত্যিই অসাধারণ।” এর পরেই হাসতে হাসতে তাঁর মন্তব্য, “এ বার দ্বিতীয় বিয়ের কথা ভাবতেই হবে (অভিনবের সঙ্গেই)। যে বিয়েতে বাকি জীবন একসঙ্গে কাটানোর অঙ্গীকার নেওয়া হবে।”
১৪তম সিজনে স্বামী অভিনব শুক্লার সঙ্গে বিগ বসের বাড়িতে প্রবেশ করেন রুবিনা। অভিনব ফাইনালের দুই সপ্তাহ আগে বাড়ি থেকে বেড়িয়ে যান। প্রায় পাঁচ মাস পর বিগবসের বাড়ি থেকে বেরিয়ে নিজের অনুভূতি-অভিজ্ঞতা নিয়ে প্রথম বার মুখ খুললেন তিনি। অবশেষে স্বপ্ন সত্যি হয়েছে তাঁর। তাঁর কথায়, “কথায় বলে, সব ভাগ্যের খেল… সম্ভবত আমার ভাগ্যতেই এই জয় লেখা ছিল। অসাধারণ একটা জার্নি ছিল আমার। যেখানে নিজেকে খুঁজে পেয়েছি।”
প্রসঙ্গত, বিগ বসের বাড়িতে এসে রুবিনা অভিনব নিজেদের সম্পর্কে চিড় ধরার কথা দেশের জনতার কাছে তুলে ধরেন। তবে এতগুলো দিন তাঁরা এক সঙ্গে কাটিয়ে তাঁরা আবার নিজেদের সম্পর্ক মজবুত করে তুলেছেন। সে প্রসঙ্গে রুবিনা বলেন, “যখন জিতলাম অভিনব এসে জড়িয়ে ধরল। ওই সময়ে ওকে আমার পাশে পাওয়াটা সত্যিই অসাধারণ।” এর পরেই হাসতে হাসতে তাঁর মন্তব্য, “এ বার দ্বিতীয় বিয়ের কথা ভাবতেই হবে (অভিনবের সঙ্গেই)। যে বিয়েতে বাকি জীবন একসঙ্গে কাটানোর অঙ্গীকার নেওয়া হবে।”
More News:
1st March 2021
1st March 2021
1st March 2021
1st March 2021
1st March 2021
1st March 2021
1st March 2021
28th February 2021
28th February 2021
28th February 2021
Leave A Comment