নিজস্ব প্রতিনিধি: কিছুদিন আগেই পোশাক নিয়ে বিতর্কের মুখে পড়েছিলেন বিগবস ওটিটির প্রাক্তন প্রতিযোগী উর্ফি জাভেদ। জ্যাকেটের নিচ দিয়ে অন্তর্বাস দেখিয়ে নেটদুনিয়ায় ঝড় তুলেছিলেন তিনি। ফের আরও একবার চর্চার কেন্দ্রবিন্দু হয়ে উঠলেন তিনি।
বৃহস্পতিবার ফের ব্যাকলেশ পোশাকে ধরা দিলেন তিনি। উর্ফির এই পোশাকের বিশেষত্ব এটাই যে পোশাকটি ভারতীয় পোশাক বলে মনে হচ্ছিল৷ পোশাকটির সঙ্গে রয়েছে একটি ওড়নাও। সঙ্গে উচু করে বান ও হাই হিল ছিল।
কিছুদিন আগেই বিমানবন্দরে প্যান্টের বোতাম খুলেই রাস্তায় বেরিয়ে পড়লেন বিগ বসের বিতর্কিত প্রতিযোগী উর্ফি জাভেদ। এর আগে ডেনিম জ্যাকেটের নিচ দিয়ে অন্তর্বাস দেখিয়ে তিনি বলেছিলেন স্পোর্টস ব্রা-এর উপর তিনি জিন্সের জ্যাকেট পরেছেন। যা খুবই সাধারণ এবং শুধু তাই নয়, এটা নিয়ে বিতর্কের কোনও কারণই হয় না।
বিগবস ছাড়াও, উর্ফিকে ‘বারে ভাইয়া কি দুলহানিয়া’, ‘চন্দ্র নন্দিনী’, ‘মেরি দুর্গা’, ‘বেপান্নাহ’, ‘ইয়ে রিশতা কেয়া কেহলতা হ্যায়’, ‘কসৌটি জিন্দেগি কায়ে, ‘এ মেরে হামসফর’ প্রভৃতি শোতে দেখা গেছে।