এই মুহূর্তে




মনীশ মালহোত্রার দিওয়ালি পার্টিতে চমক, ববি-প্রীতির পুনর্মিলন দেখে ‘সোলজার ২’-এর দাবি ভক্তদের

নিজস্ব প্রতিনিধি: কালী পুজোর বাকি এখনও ৮ দিন। আগামী ২০ অক্টোবর শুভ দীপাবলি। তবে বাঙালিদের কাছে দীপাবলি উৎসব শুধুমাত্র কালী পুজো হলেও গোটা দেশের কাছে কিন্তু দিওয়ালি অর্থাৎ আলোর উৎসব। ইতিমধ্যেই বলিউডে শুরু হয়ে গিয়েছে দিওয়ালি সেলিব্রেশন। গতকাল জনপ্রিয় সেলিব্রিটি ডিজাইনার মণিশ মলহোত্রার বাড়িতে ছিল জমকালো দিওয়ালি সেলিব্রেশন। প্রতি বছরের মতো এ বছরও আলোয় আলোয় সেজে উঠেছিল মণিশ মালহোত্রার বাড়িঘর। আমন্ত্রিত ছিলেন বলিউডের অসংখ্য তরকারা। যেন চাঁদের হাট বসেছিল ডিজাইনারের বাড়িতে। মেয়েকে উপস্থিত হয়েছিলেন কাজল। এছাড়াও গুজব জুটি তারা সুতারিয়া, বীর পাহাড়িয়া থেকে ববি দেওল, প্রীতি জিন্টাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। যা কিনা বিরল।

‘সোলজার’ জুটিকে একসঙ্গে দেখতে পেয়ে রীতিমতো আনন্দে লাফিয়ে ওঠেন ভক্তরা। তাঁদেরকে আবারও কাস্ট করার জন্যে অনুরোধ করেন ভক্তরা। নব্বই দশকের অন্যতম জনপ্রিয় জুটি ছিলেন প্রীতি এবং ববি। তাদের জুটির ‘সোলজার’ ছবিটি সেই সময় প্রচুর কামিয়েছিল। রবিবার মনীশ মালহোত্রার জমকালো দিওয়ালি পার্টিতে ববি দেওল এবং প্রীতি জিন্টার উষ্ণ আলাপচারিতার বেশ কয়েকটি ছবি এবং ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। যা কিনা ১৯৯৮ সালের হিট ছবি সোলজারের কথা মনে করিয়ে দিয়েছে ভক্তদের। ভাইরাল ক্লিপগুলিতে, ববি এবং প্রীতিকে বেশ হাসিখুশি দেখাচ্ছিল। তাঁদের একে অপরকে শুভেচ্ছা জানাতে দেখা যায়। এই জুটি ফটোগ্রাফারদের কাছে একসঙ্গে পোজও দেন। তাদের একসঙ্গে উপস্থিতি মণিশ মলহোত্রার পার্টির সৌন্দর্য আরও দ্বিগুন করে দেয়। তবে গতকাল ববির স্ত্রী তানিয়া দেওলকেও প্রীতির সঙ্গে কথোপকথন করতে দেখা গিয়েছে।

 

 

View this post on Instagram

 

A post shared by Viral Bhayani (@viralbhayani)

ছবি-ভিডিওগুলি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই ভক্তরা প্রতিক্রিয়ার বন্যা বইয়ে দেন। অনেকেই চলচ্চিত্র নির্মাতাদের তাদের একসঙ্গে অভিনয় করার জন্য অনুরোধ করেছেন, এবং বলেছেন, “আমাদের সোলজার ২ দরকার, এত সুন্দর জুটিকে আবার পর্দায় ফিরিয়ে আনুন।” আরেক ভক্ত মন্তব্য করেছেন, “ববি একজন লাজুক ছেলে। প্রীতি জিন্টার সঙ্গে তাঁর মিথস্ক্রিয়া খুবই সুন্দর।” এদিন অনুষ্ঠানে প্রীতি জিন্টা সোনালী জরির কাজ করা একটি সুন্দর আইভরি আনারকলি পরেছিলেন, অন্যদিকে ববি বেছে নিয়েছিলেন লম্বা মখমলের মেরুন কুর্তা এবং ট্রাউজার। এদিন তারকা খচিত এই অনুষ্ঠানে, চলচ্চিত্র জগতের অনেক বড় বড় নাম উজ্জ্বল ঐতিহ্যবাহী পোশাকে উপস্থিত হয়েছিলেন। যাদের মধ্যে ছিলেন, রেখা, কাজল, সিদ্ধার্থ মালহোত্রা, গৌরী খান, কৃতি শ্যানন, উর্মিলা মাতন্ডকার, মালাইকা অরোরা, করিনা কাপুর খান, সারা আলি খান, ইব্রাহিম আলি খান, করণ জোহর, রিয়া চক্রবর্তী, শিল্পা শেট্টি, সোনাক্ষী সিনহা, জাহির ইকবাল, রীতেশ দেশমুখ, জেনেলিয়া দেশমুখ, আয়ুষ্মান খুরানা, আদিত্য রায় কাপুর এবং অন্যান্যরা।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

অদিতির পর এবার WhatsApp-এ ‘শ্রিয়া শরণ’ সেজে প্রতারণা, ভক্তদের কী বার্তা দিলেন দক্ষিণী নায়িকা?

‘২০২৬-এ স্বাস্থ্য নিয়ে বড় সমস্যায় পড়বেন সলমন’, দুই খানকে নিয়ে জ্যোতিষীর ভবিষ্যদ্বাণী

বিপাকে পরিচালক এসএস রাজামৌলি, ধর্মীয় ভাবাবেগে আঘাতে অভিযোগে দায়ের এফআইআর

অ্যানিমালের বাবা! ধুরন্ধরের ট্রেলারে মুগ্ধ নেটিজেনরা

মুম্বইয়ে তারকাখচিত অনুষ্ঠানে বাবা-মায়ের ৬১তম বিবাহবার্ষিকী উদযাপন ভাইজানের

ধনুশের ম্যানেজারের বিরুদ্ধে কাস্টিং কাউচের অভিযোগ আনলেন তামিল অভিনেত্রী মান্যা আনন্দ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ