নিজস্ব প্রতিনিধি: বলিউডে একের পর এক শোকের ছায়া। মারা গেলেন কিংবদন্তি চিত্রনাট্যকর প্রয়াগ রাজ। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর। বলিউডের একাধিক আইকনিক চলচ্চিত্রের চিত্রনাট্যকর ছিলেন প্রয়াগ রাজ। তাঁর লেখার যাদুতে ফুটে উঠেছিল একাধিক ব্লকবাস্টার চলচ্চিত্রের কাহিনী। ‘অমর আকবর অ্যান্টনি’ থেকে শুরু করে ‘নসিব’ এবং ‘কুলি’, ‘সুহাগ’, ‘মর্দ’, রাজেশ খান্নার ‘রোটি’, ধর্মেন্দ্র-জিতেন্দ্রের ‘ধর্ম বীর’-সহ প্রায় ১০০ টিরও বেশি চলচ্চিত্রের কাহিনী লিখেছেন প্রয়াগ রাজ। তাঁর মৃত্যুতে স্বাভাবিকভাবেই শোকস্তব্ধ বলিউড। এদিকে রাঘব-পরিণীতির বিয়ের দিনেই প্রবীণ চিত্রনাট্যকরের মৃত্যু ব্যথিত করেছে গোটা বলিউডকে। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিগ বি, অনিল কাপুর।
প্রয়াগ রাজ অমিতাভ বচ্চনের ‘অমর আকবর অ্যান্টনি,’ এর মতো একাধিক আইকনিক ব্লকবাস্টারগুলিতে তাঁর অবদানের জন্য পরিচিত। তাঁর মৃত্যুর কারণ হিসেবে জানা গিয়েছে যে, তিনি বয়সজনিত রোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন। প্রবীণ চিত্রনাট্যকার প্রয়াগ রাজ, অমিতাভ বচ্চনের ব্লকবাস্টার হিট ‘অমর আকবর অ্যান্টনি’, ‘নসিব’ এবং ‘কুলি’-তে তাঁর কাজের জন্য সর্বাধিক পরিচিত। তাঁর ছেলে আদিত্য জানিয়েছেন, লেখক শনিবার সন্ধ্যায় তাঁর বান্দ্রার বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। দশ বছর ধরে তিনি হৃদরোগ এবং বয়সজনিত কারণে অসুস্থতায় ভুগছিলেন। তিনি রজনীকান্ত এবং কমল হাসান অভিনীত ‘গ্রেফতার’ ছবির কাহিনীও লিখেছিলেন। লেখক হিসেবে তাঁর শেষ ছবি ছিল প্রয়াত এস রামানাথন পরিচালিত অপ্রকাশিত ‘জামানত’।
রবিবার সকালে দাদারের শিবাজি পার্ক শ্মশানে রাজের শেষকৃত্য সম্পন্ন হয়েছে। তাঁর শেষকৃত্যে পরিবার এবং শিল্প থেকে তাঁর বন্ধুরা উপস্থিত ছিলেন। অমিতাভ বচ্চন শোক প্রকাশ করে লিখেছেন, “গত সন্ধ্যায় আমরা আমাদের মহান চলচ্চিত্র শিল্পের আরেকটি স্তম্ভ হারিয়েছি।”
অনিল কাপুর, যিনি রাজের লেখা ‘হিফাজত’-এ কাজ করেছেন, তিনিও ইন্ডাস্ট্রির প্রবীণ প্রয়াতের মৃত্যুতে শোকাহত। তিনি লিখেছেন, “প্রয়াত প্রয়াগ রাজকে হারিয়ে আমি সত্যিই দুঃখিত। ‘হেফাজত’-এ তাঁর সঙ্গে কাজ করা একটি সৌভাগ্যের বিষয় ছিল। তাঁর আত্মা শান্তিতে থাকুক।” শাবানা আজমিও তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন।