এই মুহূর্তে




টলিউডে কেশশিল্পীকে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে গিল্ডের ১১ কর্মকর্তার বিরুদ্ধে মামলা




নিজস্ব প্রতিনিধি: শনিবার টালিউডের কেশসজ্জা শিল্পী তনুশ্রী দাসের আত্মহত্যার চেষ্টার ঘটনায় তোলপাড় বিনোদন মহল।বিষয়টি প্রথমবার প্রকাশ্যে আনেন অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী। সোশ্যাল মাধ্যমে তনুশ্রীর আত্মহত্যার চেষ্টার খবর জানিয়ে অভিনেত্রী লিখেছিলেন, ”আমার হাত ধরেই ওঁর ইন্ডাস্ট্রিতে আসা। কর্মক্ষেত্রে হেনস্থা কোন পর্যায়ে যেতে পারে তার জ্বলন্ত উদাহরণ এই মুহূর্তে আমার চোখের সামনে। আর এর শেষ দেখে ছাড়ব, কথা দিলাম।” চোখের সামনে মাকে আত্মহত্যার চেষ্টা করতে দেখেছেন তনুশ্রীর মেয়ে। গতকাল থেকেই হাসপাতালে তনুশ্রীকে দেখতে ছুটছেন টলিউডের একাধিক তারকারা। তনুশ্রী এখনও ট্রমায়!

ইতিমধ্যেই বিষয়টি নিয়ে হরিদেবপুর থানায় অভিযোগ দায়ের হয়েছে। এবং আত্মহত্যার প্ররোচনার অভিযোগে পুলিশ সিনে অ্যান্ড ভিডিও হেয়ার স্টাইলিস্ট অ্যাসোসিয়েশনের ১১ কর্মকর্তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। কেন আত্মহত্যা করতে গিয়েছিলেন তনুশ্রী, এই বিষয়ে প্রাথমিকভাবে জানা গিয়েছে, কেশসজ্জা শিল্পী সিলেকশনের পরিবর্তে ইলেকশনের দাবি জানিয়েছিলেন তনুশ্রী। এরপরেই তনুশ্রীকে সাসপেন্ড করা হয়েছিল সিনে অ্যান্ড ভিডিও হেয়ার স্টাইলিস্ট অ্যাসোসিয়েশন থেকে। শিল্পী পুরো এক ঘরে হয়ে যান। দোষ স্বীকার করে ক্ষমা চাইতে বলা হয়েছিল তাঁকে। তনুশ্রী নিজে থেকে কোনও কাজ করতে পারবেন না, সেটাও লিখিতভাবে জানিয়ে দেওয়া হয়েছিল। এরপরেও শনিবার তিনি একটি কাজ ধরার পরেও সেটি করা যাবে না বলে জানিয়ে দেওয়া হয়। আচমকা কাজ চলে যাওয়ায় রোজগারের পথ বন্ধ হয়ে যায় তাঁর, দিনের পর দিন কাজ করতে না পেরে বিপুল ঋণে জর্জরিত হয়ে যান তিনি, এদিকে তাঁর রোজগারে পরিবার চলে। এরপরেই হতাশায় ভেঙে পড়েন তিনি এবং শনিবার আত্মহত্যার চেষ্টা করেন। তবে তনুশ্রীর মেয়ে জানিয়েছেন, তাঁর মায়ের কাজের জায়গায় কোনও সমস্যা হচ্ছিল। তাই সে ভেঙে পড়েছিলেন। কিন্তু ভেতরের বিষয় তিনি জানেন না।

শনিবারই হাসপাতালে তনুশ্রীকে দেখতে গিয়েছিলেন, পরমব্রত চট্টোপাধ্যায়, সৃজিত মুখোপাধ্যায়, সুদীপ্তা চক্রবর্তী, রূপাঞ্জনা মিত্র, সুদেষ্ণা রায়রা। এদিকে অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে হরিদেবপুর থানার পুলিশ। পরমব্রত জানিয়েছেন, “গিল্ডের এই সিদ্ধান্ত বেআইনি, এটা মেনে নেওয়া যায় না।” সূত্রের খবর, আত্মহত্যার আগে শিল্পী একটি অডিও করেছিলেন। যেখানে তিনি সহকর্মীদের উদ্দেশ্যে বলেন, ‘আমি অন্যায় করছিলাম তাই আমাকে ৩ মাস সাসপেন্ড করেছিল। আমি মেনে নিয়েছি। কিন্তু এই ৩ মাসে আমার অনেক দেনা হয়ে গেছে। আমার বর অসুস্থ। মেয়ের পড়াশোনা আছে। পরে আমি বাইরে কাজ ধরেছিলাম কিন্তু আমাকে কাজ করতে দেয়নি। সেক্রেটারি আমাকে দুটো কাজ করতে দেয়নি… আমার দেওয়ালে পিঠ থেকে গেছে। কাল কাজ শুরু ছিল এক জায়গায়, কিন্তু ফোন করে জানানো হয়েছে, আমি কাজ করতে পারব না। গিল্ড থেকে যা দেওয়া হবে তাই করতে পারব। আমার আত্মহত্যা করা ছাড়া উপায় নেই।’ ইতিমধ্যেই এই বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে চিঠি দেওয়া হয়েছে, এবং তাঁকে টলিউডে বিভিন্ন ক্রু সদস্যদের উপর হেনস্থা এড়াতে পদক্ষেপ নেওয়ার আবেদন জানানো হয়েছে।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

পুজো মানেই ছোট্ট টিপ, হালকা লিপস্টিক আর শাড়ি: মধুমিতা সরকার

‘কুলতলির ঘটনাতে তিন মাসের মধ্যে ফাঁসির অর্ডার হোক, সেটাই চাই’, জানালেন মুখ্যমন্ত্রী

৫৮ বছরেও ব্যাচেলর, এবার সলমানের বিয়ের দায়িত্ব নিলেন ধর্মগুরু অনিরুদ্ধাচার্য

পার্ক স্ট্রিট থানায় মহিলা সিভিক ভলান্টিয়ারকে শ্লীলতাহানি

সরলেন বাবুন, এলেন সুজিত, পুজোর আবহেই বদল Hockey Bengal-এ

২০ কেজি ওজনের লেহেঙ্গা পরে র‌্যাম্পে হাঁটতে গিয়ে বেসামাল শ্রদ্ধা

Advertisement

এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর