এই মুহূর্তে




যৌন হেনস্থার অভিযোগ তুলে কটাক্ষের শিকার চিন্ময়ী, ট্রোলারদের একহাতে নিলেন গায়িকা

নিজস্ব প্রতিনিধি: Mee too-আন্দোলনের সময় মেয়েদের যৌন হয়রানি নিয়ে প্রথম মুখ খুলেছিলেন দক্ষিণী ইন্ডাস্ট্রির জনপ্রিয় গায়িকা চিন্ময়ী শ্রীপদা। এছাড়াও তাঁকে নিয়ে নানা সময়ে নানারকম ট্রোলিংও হয়েছে। যদিও কখনই চুপ করে বসে থাকেন নি গায়িকা, সোশ্যাল মিডিয়ায় এসেই উপযুক্ত জবাব দিয়েছেন। ট্রোলার দের একসঙ্গে নিয়েছেন। হ্যাঁ, গায়িকা চিন্ময়ী শ্রীপদা ​​তাঁদের মধ্যে একজন, যিনি কেউ যখন সীমা লঙ্ঘন করে তখন চুপ থাকেন না। সম্প্রতি, তিনি একজন ট্রোলকে উপযুক্ত জবাব দিয়েছেন, যিনি গায়িকা অতীতের যৌন হয়রানির অভিজ্ঞতা তুলে ধরে তাঁকে কটূক্তি করেছিলেন। আর এই ঘটনার সূত্রপাত হয়েছিল তাঁর স্বামী রাহুল রবীন্দ্রনের একটি সোশ্যাল মিডিয়া ভিডিও থেকে। যেখানে একটি সাক্ষাৎকারে রাহুল রবীন্দ্রন বলেছিলেন যে, ‘বিয়ের পর চিন্ময়ী মঙ্গলসূত্র পরবেন কিনা তা সম্পূর্ণ চিন্ময়ীর নিজস্ব পছন্দ।’

আর রাহুলের এই মন্তব্যেই কিছু পুরুষ ক্ষুব্ধ হন। তার উত্তরেই একজন নেটিজেনকে একহাতে নেন চিন্ময়ী। তিনি বলেছেন, ‘সম্পূর্ণ একটি ভিন্ন প্রেক্ষাপটে রাহুল রবীন্দ্রন এই কথাটি বলেছেন, যা এখন ভাইরাল হচ্ছে। কিন্তু সত্যি বলতে, আমি যে পুরুষদের রাগ এবং গালিগালাজ দেখি, তাতে আমি এখনকার মহিলাদের জন্য চিন্তিত।” তার পোস্টের উত্তরে একজন ব্যবহারকারী অত্যন্ত অশ্লীলভাবে লিখেছেন, “তাহলে যখন বৈরামুথু তোমার সঙ্গে খারাপ ব্যবহার করেছিল, তখন তুমি নিজেকে কেন বাঁচাতে পারনি, এখন তুমি অন্য মহিলাদের জন্য চিন্তিত।”এর উত্তরেও চিন্ময়ী কোনও দ্বিধা ছাড়াই বলেছেন, “তাহলে হয়রানি এবং যৌন নির্যাতনের শিকার হওয়াটা আমারই দোষ, তাই না? কোনও তুচ্ছ বিষয় প্রমাণ করার জন্যে কেন তোমাদের মতো পুরুষদের আমার যৌন হয়রানির কথা তুলে আনতে হবে?”

আসলে ২০১৮ সালে ভারতের #MeToo আন্দোলনের সময়, চিন্ময়ী গীতিকার বৈরামুথুর বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ করেছিলেন। তিনি বলেছিলেন, ২০০৫ সালে সুইজারল্যান্ডে একটি কনসার্ট ভ্রমণের সময় গীতিকার বৈরামুথু তাঁকে যৌন নির্যাতন করেছিলেন। এছাড়াও তিনি সঙ্গীত শিল্পের বেশ কয়েকজন বিশিষ্ট ব্যক্তির বিরুদ্ধে একই অভিযোগ এনেছিলেন। তবে, চিন্ময়ীকে তার কাজের জন্য পরিণতি ভোগ করতে হয়েছিল। পরে তাকে দক্ষিণ ভারতীয় সিনেমা, টেলিভিশন এবং ডাবিং আর্টিস্টস ইউনিয়ন (SICTADAU) থেকে বহিষ্কার করা হয়েছিল। চিন্ময়ী ৫ মে, ২০১৪ তারিখে অভিনেতা রাহুল রবীন্দ্রনকে বিয়ে করেন। তারা দুজন প্রায় এক বছর সম্পর্কে ছিলেন এবং ২০১৩ সালের সেপ্টেম্বরে বাগদান করেন। ১৮ জুন, ২০২২ তারিখে এই দম্পতি যমজ সন্তান – কন্যা দৃপ্তা এবং পুত্র শর্বাসকে স্বাগত জানান।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

‘২০২৬-এ স্বাস্থ্য নিয়ে বড় সমস্যায় পড়বেন সলমন’, দুই খানকে নিয়ে জ্যোতিষীর ভবিষ্যদ্বাণী

বিপাকে পরিচালক এসএস রাজামৌলি, ধর্মীয় ভাবাবেগে আঘাতে অভিযোগে দায়ের এফআইআর

অ্যানিমালের বাবা! ধুরন্ধরের ট্রেলারে মুগ্ধ নেটিজেনরা

মুম্বইয়ে তারকাখচিত অনুষ্ঠানে বাবা-মায়ের ৬১তম বিবাহবার্ষিকী উদযাপন ভাইজানের

ধনুশের ম্যানেজারের বিরুদ্ধে কাস্টিং কাউচের অভিযোগ আনলেন তামিল অভিনেত্রী মান্যা আনন্দ

”এই জন্ম থেকে…”, জুবিনের জন্মদিনে আবেগঘন পোস্ট স্ত্রী গরিমার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ