বাড়ি থেকে মাদক উদ্ধার, এনসিবির জেরার পরে গ্রেফতার ভারতী
Share Link:

নিজস্ব প্রতিনিধি: ফের মাদক যোগে বলিউডের পরিচিত মুখ। শনিবার কমেডিয়ান ভারতী সিং ও তাঁর স্বামী হর্ষ লিম্বচিয়াকে নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো বাড়ি থেকে তাদের দফতরে নিয়ে গিয়েছেন জিজ্ঞাসাবাদের জন্য। এদিন সকালে তাঁদের বাড়ি তল্লাশিতে যায় এনসিবি। সেখানে অত্যন্ত অল্প পরিমাণে মাদক পাওয়া যায়। তারপরেই ভারতী সিং ও তাঁর স্বামীকে এনসিবি দফতরে নিয়ে যাওয়া হয়।
দুপুর থেকেই এনসিবি দফতরে তাঁদের জিজ্ঞাসাবাদ চলছে। বিকেল পর্যন্ত তাঁরা কেউই দফতরের বাইরে আসেননি। পরে সন্ধ্যায় জানানো হয় মাদক যোগে ভারতীকে গ্রেফতার করা হয়েছে। যদিও তাঁর স্বামীকে গ্রেফতার করা হয়েছে কিনা, তা এখনও স্পষ্ট হয়নি। এদিন দুপুরে জিজ্ঞাসাবাদের জন্য এনসিবি দফতরে ভারতীর স্বামীকে নিয়ে আসেন তদন্তকারীরা। কিন্তু ভারতী নিজেই গাড়িতে আসেন। দফতরে ঢোকার সময় সাংবাদিকদের ভারতী বলেন, ‘আমাদের কিছু জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছিল। তাই এসেছি।’ যদিও পরে তাঁকে গ্রেফতার করা হয়।
এনসিবি’র পক্ষ থেকে জানানো হয়েছে, এদিন সকালে এঁদের বাড়ি তল্লাশির সময় কিছু পরিমাণ মাদক মিলেছে, সেই মাদক কোথা থেকে এল। এই সংক্রান্ত বিষয়েই তাঁদের কাছ থেকে তথ্য জানা হবে। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকেই বলিউডের একাধিক তারকার নাম মাদকযোগে সামনে এসেছে। প্রথমসারির একাধিক নায়িকাকে যেমন হাজিরা দিতে হয়েছে, তেমনি বহু অভিনেতার বাড়িতে তল্লাশি অভিযানও হয়েছে।
ধারাবাহিকভাবে এনসিবি বলিউডের যে মাদক যোগ তার মাথা খুঁজে পেতে চাইছে। বহু প্রথম সারির অভিনেতার নাম যেমন সামনে আসছে, তেমনি দ্বিতীয় ও তৃতীয় সারির অনেকের নামও সামনে আসছে। কিন্তু এখনও পর্যন্ত রিহা চক্রবর্তী ও তাঁর ভাই ছাড়া সেরকম নামজাদা কাউকে গ্রেফতার করা হয়নি। এদিন ভারতীর গ্রেফতারের পর সেই তালিকা খানিকটা দীর্ঘ হল।
সপ্তাহ খানেক আগেই অর্জুন রামপাল, তাঁর বান্ধবী ও তাঁর ভাইকে জিজ্ঞাসাবাদ করা হয়। তারপর রামপালের বান্ধবীর ভাইকে গ্রেফতারও করা হয়। তবে এদিন শুধু ভারতী সিং-এর বাড়ি নয়, একইসঙ্গে মুম্বইয়ের আন্ধ্রেরির তিন জায়গায় একসঙ্গে তল্লাশি চালায় এনসিবি।
দুপুর থেকেই এনসিবি দফতরে তাঁদের জিজ্ঞাসাবাদ চলছে। বিকেল পর্যন্ত তাঁরা কেউই দফতরের বাইরে আসেননি। পরে সন্ধ্যায় জানানো হয় মাদক যোগে ভারতীকে গ্রেফতার করা হয়েছে। যদিও তাঁর স্বামীকে গ্রেফতার করা হয়েছে কিনা, তা এখনও স্পষ্ট হয়নি। এদিন দুপুরে জিজ্ঞাসাবাদের জন্য এনসিবি দফতরে ভারতীর স্বামীকে নিয়ে আসেন তদন্তকারীরা। কিন্তু ভারতী নিজেই গাড়িতে আসেন। দফতরে ঢোকার সময় সাংবাদিকদের ভারতী বলেন, ‘আমাদের কিছু জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছিল। তাই এসেছি।’ যদিও পরে তাঁকে গ্রেফতার করা হয়।
এনসিবি’র পক্ষ থেকে জানানো হয়েছে, এদিন সকালে এঁদের বাড়ি তল্লাশির সময় কিছু পরিমাণ মাদক মিলেছে, সেই মাদক কোথা থেকে এল। এই সংক্রান্ত বিষয়েই তাঁদের কাছ থেকে তথ্য জানা হবে। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকেই বলিউডের একাধিক তারকার নাম মাদকযোগে সামনে এসেছে। প্রথমসারির একাধিক নায়িকাকে যেমন হাজিরা দিতে হয়েছে, তেমনি বহু অভিনেতার বাড়িতে তল্লাশি অভিযানও হয়েছে।
ধারাবাহিকভাবে এনসিবি বলিউডের যে মাদক যোগ তার মাথা খুঁজে পেতে চাইছে। বহু প্রথম সারির অভিনেতার নাম যেমন সামনে আসছে, তেমনি দ্বিতীয় ও তৃতীয় সারির অনেকের নামও সামনে আসছে। কিন্তু এখনও পর্যন্ত রিহা চক্রবর্তী ও তাঁর ভাই ছাড়া সেরকম নামজাদা কাউকে গ্রেফতার করা হয়নি। এদিন ভারতীর গ্রেফতারের পর সেই তালিকা খানিকটা দীর্ঘ হল।
সপ্তাহ খানেক আগেই অর্জুন রামপাল, তাঁর বান্ধবী ও তাঁর ভাইকে জিজ্ঞাসাবাদ করা হয়। তারপর রামপালের বান্ধবীর ভাইকে গ্রেফতারও করা হয়। তবে এদিন শুধু ভারতী সিং-এর বাড়ি নয়, একইসঙ্গে মুম্বইয়ের আন্ধ্রেরির তিন জায়গায় একসঙ্গে তল্লাশি চালায় এনসিবি।
More News:
15th April 2021
নাগা সন্ন্যাসীদের জমায়েত নিয়ে মন্তব্য, খুনের হুমকি করণ ওয়াহিকে
15th April 2021
15th April 2021
15th April 2021
15th April 2021
14th April 2021
14th April 2021
14th April 2021
Leave A Comment