এই মুহূর্তে




সমস্ত বিতর্কে জল ঢেলে অবশেষে ছাদনাতলায় স্মৃতি-পলাশ, কবে বিয়ে?

নিজস্ব প্রতিনিধি: সুখবর! বিয়েটা হচ্ছে স্মৃতি মান্ধানার। পাত্র গায়ক- সুরকার পলাশ মুচ্ছলই। আগামী ৭ ডিসেম্বর স্মৃতিকে দুলহানিয়া বানাচ্ছেন পলাশ। একটি সংবাদমাধ্যমের কাছে নিজের খুশির খবর ভাগ করে নিলেন গায়িকা পলক মুচ্ছলের ভাই। সুতরাং স্থগিত হয়ে যাওয়া বিয়েটা হচ্ছে স্মৃতি-পলাশের। তাহলে এত গুজব রটেছিল কেন? যদিও পলাশ জানিয়েছেন, তাদের মধ্যে যা যা সমস্যা হয়েছিল, সবটাই মিটে গিয়েছে। গত ২৩ নভেম্বর ভারতীয় দলের সহ-অধিনায়ক স্মৃতি মান্ধানাকে বিয়ে করার কথা ছিল পলাশের। বিয়ের সব আয়োজনও তৈরি ছিল। তাদের গায়ে হলুদ থেকে মেহেন্দি সব ভিডিও ভাইরাল হয়েছিল। কিন্তু বিয়ের দিন আচমকাই বিশ্বকাপজয়ীর বাবা হৃদরোগে আক্রান্ত হন।

তাঁকে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করানো হয়। যে কারণে বিয়ে স্থগিত করেন মান্ধানা পরিবার। বাবা সুস্থ না হলে বিয়ে করবেন না বলে জানিয়ে দেন স্মৃতিও। এর ঠিক পরদিনই পলাশও অসুস্থ হয়ে পড়েন এবং সাঙ্গলি থেকে মুম্বইয়ে এসে হাসপাতালে ভর্তি হন। তবে দুজনেই এখন সুস্থ এবং হাসপাতাল থেকে মুক্তি পেয়েছেন। এদিকে বিয়ে স্থগিত হয়ে হওয়ার পরেই পলাশের বিরুদ্ধে একাধিক অভিযোগ ওঠে।তাঁর সঙ্গে কয়েকজন কোরিওগ্রাফার এর অশ্লীল চ্যাটের স্ক্রিনশট ভাইরাল হয়। দাবি ওঠে যে, এই কারণেই হয়তো বিয়েটা ভেঙে দিয়েছেন স্মৃতি। কিন্তু এখন মনে হচ্ছে সব ঝামেলার সমাপ্তি হয়েছে। স্মৃতি-পলাশ বর-কনে হতে প্রস্তুত। বিয়ে পিছিয়ে যাওয়ার আট দিন পর, পলাশ তাঁর ভক্তদের সুখবর দিলেন। যদিও গতকাল মুম্বই বিমানবন্দরে হাসিমুখে দেখা গিয়েছিল পলাশকে। তার মুখে খুশি ছিল। তখনই ভক্তরা অনুমান করেছিলেন যে, কিছু একটা ঘটতে চলেছে।

অবশেষে একটি সংবাদমাধ্যমকে তিনি জানালেন, ‘স্মৃতি এবং আমি এই রবিবার, ৭ই ডিসেম্বর বিয়ে করছি। তবে এবার আমাদের একটি অন্তরঙ্গ বিয়ে হবে, যেখানে কেবল ঘনিষ্ঠ বন্ধুরা উপস্থিত থাকবেন। মহারাষ্ট্রের সাঙ্গলিতে বিয়ে অনুষ্ঠিত হবে। বিবাহ-পূর্ববর্তী অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছে।’ তবে পলাশের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ ওঠার পরেই তাঁকে আনফলো করে দিয়েছিলেন স্মৃতির দাদা, সতীর্থ জ্যামাইমা, রাধারা। স্মৃতিও সমস্ত ছবি মুছে দিয়েছিলেন ইনস্টাগ্রাম থেকে। তবে, তারকা জুটির পরিবারের পক্ষ থেকে এই বিষয়ে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। সমস্ত কষ্টের পর, পলাশ এবং স্মৃতি অবশেষে বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছেন। 

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

অ্যাশেজ সিরিজের মাঝে শোকের খবর, প্রয়াত ইংল্যান্ডের প্রাক্তন ব্যাটার রবিন স্মিথ

‘সংসদের চিৎকার-চেঁচামেচিতে আজকাল কানে কম শুনছি’, বিস্ফোরক দাবি জয়া বচ্চনের

কাগজে বিজ্ঞাপন দিয়েই মৌবনীর বিয়ে, বাকি মেয়েদের পাত্রের সন্ধান কী পেলেন জাদুকর?

‘দেশদ্রোহিতার’ দায়ে কিংবদন্তি ইরানি পরিচালক জাফর পানাহির জেল

আয়ারল্যান্ডকে গুঁড়িয়ে দিয়ে টি টোয়েন্টি সিরিজ কব্জা লিটনদের

আইরিশদের বিরুদ্ধে ৫ ক্যাচ নিয়ে বিশ্বরেকর্ড গড়লেন তামিম

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ