এই মুহূর্তে

‘ভালবাসার শহর’, ‘খাদান’-এর প্রচারে মালদায় দেব, ইভেন্টে উপচে পড়ছে দর্শকদের ভিড়

নিজস্ব প্রতিনিধি: খ্রিস্টমাসে ভক্তদের বড় উপহার দিতে চলেছেন সুপারস্টার দেব। আগামী ২০ ডিসেম্বর মুক্তি পেতে চলেছে ‘খাদান’। দুর্গাপুর-আসানসোলের কয়লা খনির রাজনীতিতে নিয়েই তৈরি হয়েছে এ ছবি। এই ছবির হাত ধরেই বহুদিন পর অ্যাকশন মুডে ধরা দেবেন সুপারস্টার। ইতিমধ্যেই ছবির টিজার-ট্রেলার সবেতেই দেবের সেই ঝলক উঠে এসেছে। আর তাতেই ভক্তদের অপেক্ষার বাঁধ ভেঙেছে। ফিরছেন পুরনো দেব। ছবির গানগুলিও ঝড়ের বেগে ভাইরাল হচ্ছে, যেখানে দেব একেবারে রোমিও দেব হিসেবেই ধরা দিয়েছেন। তবে এবার তাঁর নায়িকা শুভশ্রী বা কোয়েল মল্লিক কেউই নন। এবার তাঁর নায়িকা ইধিকা পাল। তাঁদের ‘কিশোরি’ গানটি এই মূহুর্তে মার্কেটে নম্বর 1 ট্রেন্ডিং। এছাড়াও বরখার সঙ্গেও দেবের ‘হায় রে নিয়ে বিয়ে হল কেনে’ গানটিও রাজ করছে। যাই হোক, ‘খাদান’ মুক্তির আগেই জোরকদমে প্রচার চালিয়ে যাচ্ছেন ছবির টিম।

একাধিক জেলাতে তাঁরা ইভেন্টের আয়োজন করেছেন। এমন প্রমোশনাল ইভেন্ট আগে বলিউডেই ফেমাস ছিল। কিন্তু এখন দেবের অনুপ্রেরণায় জেলায় জেলায় গিয়ে প্রচার চালাচ্ছেন নায়ক এবং তার টিম।যা বাঙালি দর্শকদের কাছে একেবারে আনকমন বিষয়। আসলে বাংলার গ্রাম-বাংলার অনেক জায়গায় এখনও সিনেমা হল নেই, কিন্তু মানুষ সিনেমা দেখতে চায়। তাই মানুষের মনে সিনেমার প্রতি আগ্রহ বাড়াতেই বাংলার কোণে কোণে খাদানের প্রচার চালাচ্ছেন দেব।আর নায়ককে দেখতে প্রতিটি ইভেন্টে উপচে পড়ছে ভিড়। কারণ যা আগে কলকাতার মধ্যেই সীমাবদ্ধ থাকত, তা এখন প্রতিটি জেলার মানুষের কাছে পৌঁছে যাচ্ছে, তাই দর্শকরাও বিষয়টিতে ব্যপক আগ্রহ দেখাচ্ছেন। তার প্রমাণ পাওয়া যাচ্ছে খাদানের প্রচার ইভেন্টগুলিতে দর্শকদের ভিড়। সেখানে গিয়ে দর্শকদের ধন্যবাদ জানাচ্ছেন দেব। ছবির গানে নাচছেন। ‘খাদান’ এর জন্যে একটি লাক্সারি বাসে করেই ভ্রমণ করছেন খাদান টিম।

যেমন আজ মঙ্গলবার ১০ ডিসেম্বর দেবের খাদান টিম পৌঁছে গিয়েছিলেন মালদায়। সেখানেও অভিনেতাকে দেখতে ইভেন্টে ভিড় উপচে পড়ছিল দর্শকদের। যা সামলাতে পুলিশ হিমসিম খেয়ে যান। শুধু দেব নয়, ছবির পরিচালক, নায়িকা ইধিকা গায়ক সকলেই অনুষ্ঠানে যোগ দিয়েছেন। মঞ্চে ‘কিশোরী’ গানের সঙ্গে দেব-ইধিকাকে নাচতে দেখা যায়। এছাড়াও দেব ভক্তদের সঙ্গে সেলফি তোলেন। পাশাপাশি সংবাদমাধ্যমকে অভিনেতা জানান, ‘আগে কলকাতায় বেশিরভাগ প্রমোশন ইভেন্ট হত। এখন আমরা রাজ্যের কোণে কোণে মানুষের কাছে পৌঁছতে পারছি। যেখানে সিনেমা হল নেই, মানুষের আগ্রহের জন্যে সেখান কালে কালে সিনেমা হল হতে পারে। দর্শকও বিষয়টিতে মজা পাচ্ছেন। মালদা আমার প্রিয় শহর। তাই এখানকার মানুষের কাছে পৌঁছতে পেরে আমি ধন্য।’ দেবের খাদানে আরও একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করছেন যিশু সেনগুপ্ত। তিনি ছবিতে একজন বাউলের ভূমিকায় অভিনয় করছেন।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

সইফের হামলাকারীর নয়া ছবি প্রকাশ্যে, হামলার পরেই বদলে নিয়েছিল পোশাক

আজ থেকেই প্রেক্ষাগৃহে ‘পুষ্পা ২’-এর বাড়তি ২০ মিনিট দেখতে পারবেন ভক্তরা

TRP-তে চমক! গীতা LLB, ফুলকিকে বোল্ড-আউট করে নতুনের জয়জয়কার

সইফের হামলাকারী অধরা, নিরীহ লোককে পাকড়াও পুলিশের

লস অ্যাঞ্জেলসে বিধ্বংসী দাবানলের মধ্যেই ভারতে ফিরলেন প্রিয়াঙ্কা চোপড়া

সইফের ওপরে হামলার ঘটনায় এক সন্দেহভাজনকে আটক করল পুলিশ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর