১৫ বছরের সেলিব্রেশনে ওটিটিতে দেবের ধামাকা
Share Link:

নিজস্ব প্রতিনিধি: দেখতে দেখতে বাংলা চলচ্চিত্র জগতে ১৫টা বছর কেটে গেল টলি অভিনেতা তথা প্রযোজক দেবের। তাঁর এতদিনের সফরে বেশ কিছু হিট ছবি রয়েছে তাঁর ঝুলিতে। এতদিন বড়পর্দায় কাপিয়ে এবার তিনি আসছেন ওটিটি প্ল্যার্টফর্মে। সম্প্রতি তিনি নিজের টুইটার হ্যান্ডেলে তাঁর আসন্ন চারটি ছবির প্রকাশের কথা জানিয়েছেন। তাঁর অভিনীত ছবি 'কবির', 'ককপিট', 'চ্যাম্প' এবং 'হইচই আনলিমিটেড' এই চারটি ছবি মুক্তি পাচ্ছে ওটিটি প্ল্যার্টফর্ম 'হইচই'তে। পাশাপাশি তিনি আরো লিখেছেন, 'দর্শকদের ভালোবাসার সাথে পেরিয়ে এলাম ১৫ বছর.. এবার একটু সেলিব্রেশন হয়ে যাক'। মূলত ২৪শে ফেব্রুয়ারি কবির, ২৫শে ফেব্রুয়ারি ককপিট, ২৬শে ফেব্রুয়ারি চ্যাম্প ও ২৭শে ফেব্রুয়ারিতে মুক্তি পেতে চলেছে হইচই আনলিমিটেড।
প্রসঙ্গত, পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় দেব ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে নিয়ে তৈরি করেছিলেন 'ধূমকেতু'। তবে পোস্ট প্রোডাকশনের কাজ শেষ হয়ে গেলেও এযাবৎকাল মুক্তির নামগন্ধ ছিল না। দীর্ঘ অশান্তির রেশ কাটাতেই গত বছরের ডিসেম্বর মাসে আলোচনা চান প্রযোজক রানা সরকার। কিন্তু দেব তাতে সাড়া দেননি। অবশেষে গত শনিবার দেব ও প্রযোজক রানা সরকারের দীর্ঘ আলোচনায় আশার আলো দেখছে 'ধূমকেতু'।
'ধূমকেতু' ছবিতে আশি বছরের বৃদ্ধের চরিত্রে রয়েছেন দেব। তাঁর এই লুক প্রকাশ্যে আসতেই ছবি নিয়ে সিনেমাপ্রেমীদের মধ্যে বিশেষ আগ্রহ তৈরি হয়। পাশাপাশি এই ছবির মধ্য দিয়ে দেব-শুভশ্রীর কামব্যাক নিয়েও দর্শকদের আগ্রহ তুঙ্গে।
প্রসঙ্গত, পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় দেব ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে নিয়ে তৈরি করেছিলেন 'ধূমকেতু'। তবে পোস্ট প্রোডাকশনের কাজ শেষ হয়ে গেলেও এযাবৎকাল মুক্তির নামগন্ধ ছিল না। দীর্ঘ অশান্তির রেশ কাটাতেই গত বছরের ডিসেম্বর মাসে আলোচনা চান প্রযোজক রানা সরকার। কিন্তু দেব তাতে সাড়া দেননি। অবশেষে গত শনিবার দেব ও প্রযোজক রানা সরকারের দীর্ঘ আলোচনায় আশার আলো দেখছে 'ধূমকেতু'।
'ধূমকেতু' ছবিতে আশি বছরের বৃদ্ধের চরিত্রে রয়েছেন দেব। তাঁর এই লুক প্রকাশ্যে আসতেই ছবি নিয়ে সিনেমাপ্রেমীদের মধ্যে বিশেষ আগ্রহ তৈরি হয়। পাশাপাশি এই ছবির মধ্য দিয়ে দেব-শুভশ্রীর কামব্যাক নিয়েও দর্শকদের আগ্রহ তুঙ্গে।
দর্শকদের ভালোবাসার সাথে পেরিয়ে এলাম ১৫ বছর... এবার একটু celebration #hoyejak!#Kabir, #Cockpit, #Chaamp and #HoichoiUnlimited streaming soon on @hoichoitv. @iammony @DEV_PvtLtd pic.twitter.com/LtbgzyDaE0
— Dev (@idevadhikari) February 22, 2021
More News:
2nd March 2021
1st March 2021
1st March 2021
1st March 2021
1st March 2021
1st March 2021
1st March 2021
1st March 2021
28th February 2021
Leave A Comment