এই মুহূর্তে




‘দিদি নং ওয়ান’ তবে শেষ? জবাবে কী বললেন রচনা




নিজস্ব প্রতিনিধি: এই মূহুর্তে ভোটে জয়ের আনন্দেই আত্মহারা রচনা বন্দোপাধ্যায়। রাজনীতিতে নেমেই গোল। বিরোধী প্রার্থী লকেট চট্টোপাধ্যায়কে বোল্ড-আউট করে এখন হুগলির সাংসদ চেয়ারে রচনা বন্দোপাধ্যায়। অভিনয় থেকে রাজনীতিতে নেমে কেউ কেউ প্রতিষ্ঠা হয়েছেন, আবার কেউ কেউ ব্যর্থতার কাতারে ডুবে গিয়েছেন। সেখানে রচনা রাজনীতির ময়দানে নেমেই ছক্কা হাঁকিয়েছেন। রচনার জয়ে খুশি তৃণমূল। তবে এবার তো অভিনেত্রীর দিদি নং ১-এর সঞ্চালিকা ছাড়াও আরও একটি পরিচয় হল, তাহলে কি দিদি নং ১ ছেড়ে দেবেন তিনি। যে শোয়ের হাত ধরে এতটা জনপ্রিয়তা জনপ্রিয়তা পেয়েছেন তিনি। প্রায় ১৫ বছর ধরে জি বাংলার বিখ্যাত শো দিদি নং ১-এর সঞ্চালিকা তিনি।

প্রতিদিন বিকেল ৫ টা থেকে শুরু হয় এই শো। বাংলার প্রতিটি কোণে কোণে এই শোয়ের দর্শক রয়েছে। এদিকে সাংসদ হয়েছেন অভিনেত্রী, তাই তাঁর এখন কাজও বেড়ে গেল। প্রায়শই তাঁকে হুগলিতে যেতে হবে, রাজনীতির একাধিক কাজ থাকবে, হুগলির মানুষের সবসময় পাশে থাকতে হবে। তাই এতকিছু সামলে তিনি কি আর দিদি নং ১-শোয়ের শুটিং করতে পারবেন নিয়মিত? নতুন দায়িত্ব কাঁধে পেতে কী পুরনো দায়িত্বকে ভুলবেন? অনুরাগীদের মনে হাজার প্রশ্নের উত্তর ‘দিদি নাম্বার ১’-নিজেই দিলেন। ভোটে জিতেই বুধবার সকালে হুগলির এক স্থানীয় মন্দিরে পুজো দিলেন রচনা। তারপরই রওনা হয়েছেন কলকাতার উদ্দেশে। তার মাঝেই এক সংবাদমাধ্যমকে রচনা জানিয়েছেন, ”রাজনীতিক হিসেবে ব্যস্ততা তো বাড়বেই। কিন্তু একাধারে দিদি নাম্বার ওয়ান এবং রাজনীতির দায়িত্ব সামলাতে তেমন অসুবিধা হবে না।

দু-দিকেই সমান দায়িত্ব পালন করব।” এদিকে প্রার্থী হওয়ার পর থেকেই পরিবারকে সময় দিতে পারেননি রচনা। তাই প্রথমে ছেলেকে নিয়ে ঘুরতে যাবেন। এদিকে গতবার বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়কে ভোটে জেতার পর থেকে তাঁকে সংসদীয় কেন্দ্রে তেমনভাবে দেখা যায়নি। তাই একপ্রকার জনরোষ ছিলই তাঁর উপর। সেই ঘাটতি মেটাবেন তো এবার রচনা, সেই আশাতেই তাঁকে জয়ী করেছে হুগলি বাসী। এমনকী পঞ্চায়েত ভোটের প্রচারে গিয়েও ক্ষোভের মুখেও পড়েছিলেন লকেট। তাই রচনা বন্দোপাধ্যায়কে তৃণমূল প্রার্থী ঘোষণা করার পর থেকেই হুগলিতে পদ্মপ্রার্থী লকেট চট্টোপাধ্যায় ব্যাকফুটে ছিলেন। শেষমেশ জনতা জনার্দনই শেষ জবাব দিল ভোটের মাধ্যমে। আর সেই জবাব হল রচনা বন্দোপাধ্যায়। এবার দেখার পালা, সাংসদ হয়ে কতটা সক্রিয় দায়িত্ব তিনি পালন করবেন!




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

কলকাতা বিমানবন্দর এলাকা থেকে ধরা পড়ল ভগবানগোলায় স্বামীকে খুনের ঘটনায় স্ত্রী ও প্রেমিক

বর্ধমানের পালসিট মোড়ে ভয়াবহ দুর্ঘটনায় মৃত ১

ভগবানগোলায় স্ত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার, খুনের অভিযোগে গ্রেফতার স্বামী

ধর্ষণে অভিযুক্ত তৃণমূল নেতার জামিন আর্জি খারিজ জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের

দত্তপুকুরে জলাশয় থেকে বাস কর্মীর মৃতদেহ উদ্ধার, তদন্তে পুলিশ

অল্পের জন্য প্রাণরক্ষা! রেলব্রিজ থেকে কালনাগিনীতে ঝাঁপ দিয়ে বাঁচলেন দাদু-নাতনি

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ