এই মুহূর্তে




পথ দুর্ঘটনায় আহতদের কাছে দেড় ঘন্টা দেরিতে এল অ্যাম্বুলেন্স, ক্ষোভে ফেটে পড়লেন দিশার দিদি

নিজস্ব প্রতিনিধি: দিন দুয়েক আগে মোরাদাবাদে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। যেখানে প্রচুর হতাহতের খবর পাওয়া গিয়েছিল। সেদিন বেঁচে যাওয়াদের সাহায্যের জন্যে এগিয়ে এসেছিলেন বলিউড অভিনেত্রী দিশা পাটানির দিদি খুশবু পাটানি। তিনি তড়িঘড়ি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করেছিলেন। কিন্তু সময়মতো সেখানে অ্যাম্বুলেন্স পৌঁছয়নি। যে কারণে আহতদের হাসপাতালে নিয়ে যেতে দেরি হয়। এবার এই বিষয়েই সোশ্যাল মিডিয়ায় গর্জে উঠলেন খুশবু পাটানি। পাশাপাশি তিনি জরুরি পরিষেবাগুলির সময়োপ যোগী প্রতিক্রিয়া নিয়েও প্রশ্ন তুলেছেন!

খুশবুর ইনস্টাগ্রাম পোস্ট অনুসারে, গত রবিবার (৩০ নভেম্বর) মোরাদাবাদ রামপুর হাইওয়েতে একটি ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছিল। সেই সময় তিনি রাস্তা দিয়ে গাড়ি চালাচ্ছিলেন। তখনই তিনি দুর্ঘটনার ধ্বংসাত্মক দৃশ্য দেখতে পান এবং গাড়ি থামিয়ে দেন। দেখতে পান গুরুতর আহতরা ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছেন। তাদের সাহায্য করতে কেউ এগিয়ে আসেনি। এরপর তিনি দুর্ঘটনার পরের একটি দৃশ্যের ভিডিয়ো ইনস্টাগ্রামে শেয়ার করেন। এবং বলেন যে, এক ঘন্টারও বেশি সময় হয়ে গিয়েছে। এবং কোনও অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছায়নি। এরপর তিনি কয়েকজনের সহায়তায় রাস্তা থেকে হতাহতদের মৃতদেহগুলিকে সরিয়ে নিতে সক্ষম হন। এবং কোনও জরুরি যানবাহন না আসায়, খুশবু নিজেই অটোর ব্যবস্থা করেন এবং চার থেকে পাঁচজন জীবিতকে হাসপাতালে পৌঁছে দেন। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।

 

তিনি পোস্টে আরও বলেছিলেন যে, দুর্ঘটনার প্রায় দেড় ঘন্টা পরে অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছেছিল। কোনও প্রত্যক্ষদর্শী পথচারীরাও এগিয়ে আসেনি, তাঁরা আহতদের সাহায্য করার পরিবর্তে উল্টে ভিডিও ধারণে ব্যস্ত ছিলেন। ঘটনার দিন একটি রোডওয়েজ বাস টেম্পোকে ধাক্কা দেওয়ার পর ঘটনাটি ঘটে। যেখানে একটি পরিবার ছিলেন, যাঁরা বিয়ে বাড়িতে যাচ্ছিলেন। মাঝপথেই দুর্ঘটনাটি ঘটে, পরিবারের সকলে মারা যান। আর আহত পাঁচজনকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করানো হয়। কিন্তু ঘাতক বাসের চালক পালিয়ে যান।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

‘সংসদের চিৎকার-চেঁচামেচিতে আজকাল কানে কম শুনছি’, বিস্ফোরক দাবি জয়া বচ্চনের

কাগজে বিজ্ঞাপন দিয়েই মৌবনীর বিয়ে, বাকি মেয়েদের পাত্রের সন্ধান কী পেলেন জাদুকর?

‘দেশদ্রোহিতার’ দায়ে কিংবদন্তি ইরানি পরিচালক জাফর পানাহির জেল

সমস্ত বিতর্কে জল ঢেলে অবশেষে ছাদনাতলায় স্মৃতি-পলাশ, কবে বিয়ে?

ঋষভ শেট্টির বারণ না শুনে ‘কান্তারা’র দৈব্যকে অপমান, রণবীরের বিরুদ্ধে FIR দায়ের

শ্রেয়স আইয়ারের সঙ্গে প্রেম করছেন ম্রুনাল? গুঞ্জন নিয়ে কি প্রতিক্রিয়া নায়িকার?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ