নিজস্ব প্রতিনিধি: মাদক মামলায় সোমবার মন্নত থেকে বেড়িয়ে ছেলের শুনানিতে কোর্টে পৌঁছালেন গৌরী খান। তবে জানা যাচ্ছে, শাহরুখ-পুত্রকে আরও কয়েক দিন হেফাজতে রাখার অনুমতি চাইতে পারে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো।
আরিয়ান-সহ মুনমুন ধমেচা এবং আরবাজ শেঠ মার্চান্টকে হেফাজতে রাখারও পরিকল্পনা এনসিবির। অন্য দিকে শ্রেয়স নায়ার নামে এক ব্যক্তিকে আটক করেছে এনসিবি। অনুমান, আরিয়ানকে মাদকের জোগান দিতেন তিনি।
এদিন এনসিবি জোনাল ডিরেক্টর সমীর ওয়াংখেড়ে জানিয়েছেন, ‘এনসিবি আরিয়ান খানের আরও হেফাজত চাইবে। গতসন্ধ্যায় জিজ্ঞাসাবাদের ফলাফল প্রকাশ করা হয়নি, এমন কিছু তথ্য উঠে এসেছে যা অনুসন্ধান করার প্রয়োজন।’