নিজস্ব প্রতিনিধি: গতকাল রাতে মুম্বই ছেড়েছেন প্রাক্তন ইংরেজ ফুটবলার ডেভিড বেকহ্যাম। গত বুধবার ইন্ডিয়া নিউজিল্যান্ডের ম্যাচ দেখতে মুম্বই পাড়ি দিয়ে ছিলেন তিনি। মুম্বইতে তাঁকে পেয়ে একেবারে বেকহ্যাম উৎসব শুরু হয়েছিল। ম্যাচ শেষে অভিনেত্রী সোনম কাপুরের বাড়িতে তাঁর নৈশভোজের আমন্ত্রণ, তাঁকে জড়িয়ে একাধিক নায়িকার ছবি দেওয়া, সারা আলি খানের সঙ্গে মেটা ইভেন্টে তাঁর অংশগ্রহণ, মুম্বইতে এসে কয়েকটি সংস্থায় গিয়ে বাচ্চাদের ফুটবল শেখানো সবটাই একটি ভিডিওর মাধ্যমে বেকহ্যাম নিজেই তাঁর ইনস্টাগ্রামে পোস্ট করেছেন। মুম্বই এসে তিনি যে কতটা খুশি হয়েছিলেন তাঁর এই ভিডিওতেই প্রমাণিত। ৯০ দশকের মানুষের কাছে তিনি ছিলেন ইমোশন। যদিও তিনি মুম্বইতে ফুটবলার হিসেবে নয়, এসেছিলেন জাতিসংঘের একজন প্রচারদূত হয়ে। যাই হোক, মুম্বই এসেছেন তিনি মুম্বই বাদশার সঙ্গে দেখায় করবেন না তা কি হয়! বৃহস্পতিবার আম্বানি রেসিডেন্ট অ্যান্টিলিয়া হয়ে রাতে শাহরুখের মন্নতের বাড়িতে নৈশভোজ সারেন বেকহ্যাম।
সেখান থেকেই গতকাল রাতে নিজের ইনস্টাগ্রামে বেকহ্যামের সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন শাহরুখ খান নিজেই। তিনি ইংলিশ ফুটবলারের “দয়া ও কোমল স্বভাবের” প্রশংসা করেছেন। এবং তিনি তাঁকে একটু বেশিক্ষণ ঘুমোনোর নির্দেশ দিয়েছেন।শাহরুখ খান লিখেছেন, “গত রাতে একজন আইকন এবং একজন পরম ভদ্রলোকের সঙ্গে দেখা করলাম। সবসময়ই আমি তাঁর একজন বড় ভক্ত ছিলাম কিন্তু তার সঙ্গে দেখা করে বুঝতে পারলাম তিনি অত্যন্ত দয়া এবং ভদ্র প্রকৃতির মানুষ। আমার তোমার পরিবারের প্রতি ভালোবাসা। ভালো থাকো এবং সুখী হও আমার বন্ধু এবং একটু ঘুমোও”।কিংবদন্তি ফুটবলার ডেভিড বেকহ্যাম বুধবার ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে আইসিসি বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচের জন্য মুম্বাইয়ে এসেছিলেন।
ইউনিসেফের গুডউইল অ্যাম্বাসাডর হিসেবে তিনি তিন দিন মুম্বই সফর করেন, বেশ কয়েকটি হাই-প্রোফাইল পার্টিতে যোগ দেন এবং অনেক সেলিব্রিটিদের সঙ্গে দেখা করেন। বেকহাম ১৬ নভেম্বর আম্বানিদের বাড়িতে গিয়েছিলেন। যেখানে তাঁকে স্বাগত জানান মুকেশ আম্বানি, নীতা আম্বানি, আকাশ আম্বানি, শ্লোকা মেহতা এবং রাধিকা মার্চেন্ট। সবাই ডেভিড বেকহ্যামের সঙ্গে পোজ দেন। সোনম কাপুর এবং আনন্দ আহুজা মুম্বাইতে তাদের বাসভবনে ডেভিড বেকহ্যামের জন্য একটি গেট-টুগেদারের আয়োজন করেছিলেন। শুক্রবার ভোররাতে ভারত ছাড়েন তিনি। এদিকে ইংল্যান্ডে ফিরে গিয়ে সবশেষে যাওয়া শাহরুখ-গৌরী খানের আতিথেয়তা দেখে মুগ্ধ তিনি। বাদশাকে নিজের বাড়িতে আমন্ত্রণ জানালেন। এবং শাহরুখ দেওয়া পোস্টটি পুনরায় তিনি নিজের সমাজমাধ্যমে রি-পোস্ট করে জানালেন, ‘‘তোমার মতো এক জন মানুষের বাড়িতে অতিথি হিসাবে ডাক পেয়ে সম্মানিত। প্রথম বার ভারত ভ্রমণ সত্যিই স্পেশ্যাল ছিল। ধন্যবাদ বন্ধু। তোমার এবং তোমার পরিবারের সকলের নিমন্ত্রণ রইল আমার বাড়িতে।’’