গ্রামি'র আসরে একী দেখালেন প্রিয়াঙ্কা! হট সোশাল মিডিয়া
Share Link:

নিজস্ব প্রতিনিধি: বিশ্বের সবথেকে বড় মিউজিক ফেস্টিভ্যাল বলে প্রথমেই মাথায় আসে গ্রামি অ্যাওয়ার্ড শো-এর কথা। বিশ্বের তাবর তাবর সঙ্গীতশিল্পীরা আসেন এই অনুষ্ঠানে। রেড কার্পেট ভরে ওঠে নক্ষত্রদের আগমনে। আর প্রত্যেকবারই কোনও না কোনও তারকার ওপর থাকে পাপারাৎজিদের বিশেষ নজর। অবশ্যই এই নজরে আসার জন্য তাঁকে অন্য তারকাদের থেকে হটকে লুকে আসতে হবে। আর এবার সেই বিশেষ কাজটি করলেন বলিডিভা প্রিয়াঙ্কা চোপড়া।
.jpg)
হ্যাঁ, গ্রামা ২০২০-তে এবার পাপারাৎজিৎদের প্রাইম ফোকাসে ছিলেন পিগি চপস। কারণ, তাঁর বিশেষ আউটফিট। নিক জোনাসের পাশে তাঁকে লাগছিল বোল্ড এণ্ড সেক্সি গার্ল। তিনি এদিন পরেছিলেন সিলভার কালারের লং গাউন। তবে এটি ডিপ নেকের গাউন, কিন্তু এতটাই ডিপ যে বুক থেকে নেমে সেটা শেষ হয়েছে নাভিতে। মানে পোশাকের মধ্যেই স্পষ্ট শরীরের আকর্ষণীয় অঙ্গগুলি।
ব্যস, মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যান প্রিয়াঙ্কা চোপড়া। দেশী গার্লের সাহসিকতার নমুনা দেখে ঘুম উড়েছে নেটিজেনদের। প্রসঙ্গত, গ্রামি ২০২০-তে নিক-প্রিয়াঙ্কা ছাড়াও উপস্থিত ছিলেন জোনাস বার্দাস। সঙ্গে ছিলে হলিউড অভিনেত্রী সোফি টার্নারও। অ্যাওয়ার্ড শো-তে অনুষ্ঠিত হয়েছিল জোনাস ব্রাদার্সের স্পেশ্যাল পারফর্মেন্সও।
.jpg)
হ্যাঁ, গ্রামা ২০২০-তে এবার পাপারাৎজিৎদের প্রাইম ফোকাসে ছিলেন পিগি চপস। কারণ, তাঁর বিশেষ আউটফিট। নিক জোনাসের পাশে তাঁকে লাগছিল বোল্ড এণ্ড সেক্সি গার্ল। তিনি এদিন পরেছিলেন সিলভার কালারের লং গাউন। তবে এটি ডিপ নেকের গাউন, কিন্তু এতটাই ডিপ যে বুক থেকে নেমে সেটা শেষ হয়েছে নাভিতে। মানে পোশাকের মধ্যেই স্পষ্ট শরীরের আকর্ষণীয় অঙ্গগুলি।
ব্যস, মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যান প্রিয়াঙ্কা চোপড়া। দেশী গার্লের সাহসিকতার নমুনা দেখে ঘুম উড়েছে নেটিজেনদের। প্রসঙ্গত, গ্রামি ২০২০-তে নিক-প্রিয়াঙ্কা ছাড়াও উপস্থিত ছিলেন জোনাস বার্দাস। সঙ্গে ছিলে হলিউড অভিনেত্রী সোফি টার্নারও। অ্যাওয়ার্ড শো-তে অনুষ্ঠিত হয়েছিল জোনাস ব্রাদার্সের স্পেশ্যাল পারফর্মেন্সও।
More News:
25th January 2021
25th January 2021
24th January 2021
23rd January 2021
23rd January 2021
23rd January 2021
22nd January 2021
21st January 2021
21st January 2021
21st January 2021
উত্তরপ্রদেশের ভাবমূর্তি নষ্টের অভিযোগে সুপ্রিম নোটিশ 'মির্জাপুর'কে
Leave A Comment