গুনগুনের আত্মহত্যার চেষ্টা, ক্ষুব্ধ দর্শক
Share Link:

নিজস্ব প্রতিনিধি: কেন আত্মহত্যা করার চেষ্টা করল গুনগুন? 'খড়কুটো' সিরিয়ালে প্রধান চরিত্র গুনগুনের এহেন পদক্ষেপ দেখে ক্ষুব্ধ দর্শকরা। কিছুদিন আগেই সিরিয়ালের আরও এক চরিত্র দেবলীনার আত্মহত্যার চেষ্টা দেখানো হয়েছে। তারপর গুনগুনের এই কাজের কোনও মানে খুঁজে পাচ্ছে না নেটিজেনরা। দর্শকরা এত ঘনঘন আত্মহত্যার দৃশ্যতেও আপত্তি করছেন। এতে মানুষের মনে প্রভাব ফেলে বলে তাদের দাবি।
বেশ কিছুদিন ধরেই এই ধারাবাহিকের একাধিক আগাম ভিডিও ঘুরছে নেটদুনিয়ায়। এতে বোঝাই যাচ্ছে শুরু হবে গল্পের নতুন টুইস্ট। বোঝা গিয়েছে জ্যাঠান, বড়মা, পুটুপিসির কথা থেকেও। ঘরে ঢুকতে ঢুকতে গুনগুন শুনতে পায়, চিটিংয়ের জন্য তার মেয়েকে ত্যজ্যকন্যা করেছে জ্যাঠাই। শোনার পরেই গুনগুন সে কথা সরাসরি জিজ্ঞেস করে জ্যাঠানকে। ইশারায় পুটুপিসির নিষেধ না দেখেই। সঙ্গে সঙ্গে রাগে ফেটে পড়ে গুনগুনকে প্রচণ্ড ধমকে চুপ করিয়ে দেয় জ্যাঠান। ব্যথার জায়গায় হাত পড়তে নিজেকে সামলাতে পারেনি সে।
এরপরই বেঞ্চের ওপর অচৈতন্য অস্থায় অজ্ঞান হয়ে রয়েছে গুনগুন। এদিকে জ্যাঠানের ঘুমের শিশিও ফাঁকা। তবে এর পরবর্তী টুইস্টের জন্য অধীর আগ্রহে অপেক্ষারত দর্শকগন।
বেশ কিছুদিন ধরেই এই ধারাবাহিকের একাধিক আগাম ভিডিও ঘুরছে নেটদুনিয়ায়। এতে বোঝাই যাচ্ছে শুরু হবে গল্পের নতুন টুইস্ট। বোঝা গিয়েছে জ্যাঠান, বড়মা, পুটুপিসির কথা থেকেও। ঘরে ঢুকতে ঢুকতে গুনগুন শুনতে পায়, চিটিংয়ের জন্য তার মেয়েকে ত্যজ্যকন্যা করেছে জ্যাঠাই। শোনার পরেই গুনগুন সে কথা সরাসরি জিজ্ঞেস করে জ্যাঠানকে। ইশারায় পুটুপিসির নিষেধ না দেখেই। সঙ্গে সঙ্গে রাগে ফেটে পড়ে গুনগুনকে প্রচণ্ড ধমকে চুপ করিয়ে দেয় জ্যাঠান। ব্যথার জায়গায় হাত পড়তে নিজেকে সামলাতে পারেনি সে।
এরপরই বেঞ্চের ওপর অচৈতন্য অস্থায় অজ্ঞান হয়ে রয়েছে গুনগুন। এদিকে জ্যাঠানের ঘুমের শিশিও ফাঁকা। তবে এর পরবর্তী টুইস্টের জন্য অধীর আগ্রহে অপেক্ষারত দর্শকগন।
More News:
26th February 2021
26th February 2021
26th February 2021
26th February 2021
25th February 2021
এই অভিনেত্রীর সঙ্গে নিজের তুলনা করলেন বলিউডের কন্ট্রোভার্সি ক্যুইন
25th February 2021
25th February 2021
25th February 2021
25th February 2021
25th February 2021
Leave A Comment