এই মুহূর্তে




‘আমি স্বার্থপর, ওই সিদ্ধান্তে আজও কাঁদি’, কীসের আক্ষেপ প্রিয়াঙ্কা চোপড়ার মায়ের?




নিজস্ব প্রতিনিধি: প্রিয়াঙ্কা চোপড়া, বলিউডের একজন উল্লেখযোগ্য নাম। যদিও বর্তমানে তিনি হলিউডেও রাজত্ব করছেন। পপ তারকা নিক জোনাসকে বিয়ের পরেই অভিনেত্রী পাকা পোক্তভাবে লস অ্যাঞ্জেলসে বসবাস করছেন। সম্প্রতি তিনি শেষ করেছেন ‘সিটাডেল পার্ট 2’-এর কাজ। তবে ভক্তরা এখন তাঁকে বলিউডে দেখতে চায়। ৪৩ বছরের অভিনেত্রীর মাঝে মধ্যে ভারতে আসেন, তাও কাজের প্রতিশ্রুতির জন্যে। এদিকে অভিনেত্রীর মা মধু চোপড়া প্রায়শই অভিনেত্রীয শৈশবের নানারকম কাহিনী ভক্ত দের কাছে প্রকাশ করেন। ছোটবেলা থেকেই বোর্ডিং স্কুলে মানুষ প্রিয়াঙ্কা চোপড়া। বড় হতেই পড়াশোনার জন্যে বিদেশে চলে যান তিনি।

সুতরাং বাড়িতে বাবা-মায়ের সঙ্গে খুব একটা বেশি সময় কাটানো হয়নি অভিনেত্রীর। আর মেয়েকে এমন জীবন দেওয়ার জন্যেই এখন আফসোস করেন গ্লোবাল অভিনেত্রীর মা মধু চোপড়া। সম্প্রতি একটি সাক্ষাৎকারে মধু চোপড়া জানিয়েছেন যে, মাত্র সাত বছর বয়সে প্রিয়াঙ্কাকে বোর্ডিং স্কুলে পাঠিয়ে দিয়েছিলেন তিনি, যা নিয়ে তিনি এখন অনুতপ্ত। সেই সময়ের ব্যক্তিগত সিদ্ধান্ত তাঁর ভুল ছিল। এরপর মধু তাঁর দীর্ঘস্থায়ী অনুশোচনা প্রকাশ করে বলেন, “আমি জানি না, আমি কি একজন খারাপ মা? আমি এখনও এটির জন্য অনুতপ্ত। আমি মেয়েকে বোর্ডিংয়ে পাঠিয়ে খারাপ কাজ করেছি। আমি সত্যিই স্বার্থপর ছিলাম। আমি এখনও এটির জন্য কাঁদি। এটি আমার জন্য খুব কঠিন ছিল।” সেই সময় মধুর সিদ্ধান্তটা মা এবং মেয়ে উভয়ের জন্যে কতটা চ্যালেঞ্জিং ছিল, তা নিয়েও মধু চোপড়া জানিয়ে ছেন, “প্রতি শনিবার, আমি আমার কাজ ছেড়ে মেয়ের সঙ্গে দেখা করতে যেতাম ট্রেনে চেপে। কিন্তু আমার মেয়ে বোর্ডিং স্কুলের সঙ্গে মানিয়ে নিতে পারছিল না। তাই সারা সপ্তাহে সে শনিবারের জন্যে অপেক্ষা করত। কারণ ওইদিন আমি তাঁর সঙ্গে দেখা করতে যেতাম, এবং তারপরে রবিবার, আমি তার সঙ্গে থাকতাম। কিন্তু একবার শিক্ষক আমাকে বলেই দিল তিনি আর মেয়ের সঙ্গে দেখা করতে পারবে না। পরে আমার জন্যে বিষয়টি খুবই চ্যালেঞ্জিং হয়ে দাঁড়িয়েছিল।”

তবে তিনি এখন খুশি, প্রিয়াঙ্কা চোপড়া এখন গ্লোবাল অভিনেত্রী। মেয়ের অগ্রগতি তাঁকে সব অনুশোচনা ভুলিয়ে দিয়েছে। মধুও প্রিয়াঙ্কার সাফল্যে গর্বিত। প্রিয়াঙ্কা চোপড়ার এমন সাফল্যের প্রধান স্তম্ভ হল তাঁর মা মধু চোপড়া। তিনি প্রতিটি চ্যালেঞ্জে অভিনেত্রীর পাশে দাঁড়িয়েছেন, প্রায়শই চলচ্চিত্রের শুটিং এবং ইভেন্টে তাঁর সঙ্গে থেকেছেন। কাজের ফ্রন্টে, প্রিয়াঙ্কা কে পরবর্তীতে কমেডি ফিল্ম ‘হেডস অফ স্টেট’-এ, ইদ্রিস এলবা এবং জন সিনার সঙ্গে দেখা যাবে। এছাড়া তিনি কার্ল আরবানের দ্য ব্লাফ-এ জলদস্যু চরিত্রে অভিনয় করতেও প্রস্তুত।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

শুধু ‘পুষ্পা-২’ নয়, হাজার কোটির বেশি ব্যবসা করেছে আরও ৭ ভারতীয় সিনেমা

দীর্ঘদিনের প্রেমিকের সঙ্গে বাগদান সারলেন সেলেনা গোমেজ

দীর্ঘদিনের প্রেমিককে বিয়ে করলেন কীর্তি সুরেশ, গোয়ায় হল তাঁদের শুভ পরিণয় সম্পন্ন

বিয়ের একবছরের মধ্যেই মা হতে চলেছেন শ্রীপর্ণা, খবরটি কি সত্যি না ভুয়ো?

নাগা-শোভিতা থেকে সুহানা, আলিয়ার বিয়েতে ঐশ্বর্যকে ছাড়া একাই হাজির অভিষেক

লড়াই শেষ, না ফেরার দেশে ওপার বাংলার প্রখ্যাত রবীন্দ্র সঙ্গীত শিল্পী পাপিয়া সারোয়ার

Advertisement

এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর