-273ºc,
Sunday, 4th June, 2023 9:51 am
নিজস্ব প্রতিনিধি: বলিউডে একের পর এক বিয়ের সানাই। গত মাসেই সাত পাকে বাঁধা পড়েছেন বলিউডের পাওয়ারফুল জুটি সিদ্ধার্থ মালহোত্রা এবং কিয়ারা আদভানি। তাঁদের বিয়ের রেশ কাটতে না কাটতেই আচমকাই খবরে আসে, কোর্ট ম্যারেজ সেরে ফেললেন অভিনেত্রী স্বরা ভাস্কর। পাত্র সমাজবাদী পার্টির যুব নেতা ফাহাদ আহমেদ। ধর্ম আলাদা, বয়সে ছোট, রাজনীতি ব্যক্তিত্বকে বিয়ে নিয়ে স্বরাকে একাধিক কটাক্ষের সম্মুখীন হতে হয়। কিন্তু কোনও কিছুই পাত্তা দেননি অভিনেত্রী। বরং দিল্লিতে ধুমধাম করে সামাজিক বিয়ে সেরেছেন তিনি। তাঁদের রিসেপশনে উপস্থিত ছিলেন রাহুল গাঁধী, জয়া বচ্চন, আপনেতা অরবিন্দ কেজরিওয়ালরা। এমনকী পাকিস্তান থেকে পোশাক বানিয়ে পরেছেন স্বরা-ফাহাদ। এই নিয়েও তীব্র সমালোচনা হয় নেটমাধ্যমে। আর এই রেশ কাটতে না কাটতে ফের আরও এক অভিনেত্রীর প্রেমিক হিসেবে চিহ্নিত হলেন রাজনৈতিক ব্যক্তিত্ব। হ্যাঁ, সম্প্রতি অভিনেত্রী পরিণীতি চোপড়াকে দেখা গেল আপনেতা রাঘব চড্ডার সঙ্গে। মুম্বইয়ে এক রেস্তোরাঁ থেকে তাঁদের একসঙ্গে বেরোতে দেখা গিয়েছে। এই ছবি নেটমাধ্যমে প্রকাশ্যে আসা মাত্রই দুইয়ে দুইয়ে চার করেছেন নেটিজেনরা। তবে কি পরিণীতি প্রেমে পড়েছেন রাঘবের? এমনকি এক রেস্তরাঁর বাইরে আলোকচিত্রীরা তাঁদের ঘিরে ধরলে হাসিমুখে পোজও দিয়েছেন দু’জনা। পরিণীতি আর রাঘবকে দেখে ইতিমধ্যেই শুরু হয়েছে জল্পনা। নয়া দিল্লির বাসিন্দা রাঘব সংসদের সবচেয়ে কনিষ্ঠতম নেতা।
শুক্রবার রাঘব চাড্ডা যখন সংসদ ভবনে ঢুকতে গেলেন, তখনই আবারও তাঁকে ঘিরে ধরল পাপারাজ্জিরা। পরিণীতি চোপড়ার সঙ্গে তাঁর বৈঠকের কারণ জিজ্ঞাসা করা হলে তৎক্ষণাৎ প্রশ্ন এড়িয়ে যান রাঘব। তিনি বলেন, “দয়া করে আপনি আমাকে রাজনীতি সম্পর্কে প্রশ্ন করুন, পরিণীতির সম্পর্কে নয়।” সম্প্রতি ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, একটি রেস্তোরাঁ থেকে বেরিয়ে গাড়িতে একসঙ্গে উঠলেন পরিনীতি-রাঘব। এই ভিডিও প্রসঙ্গে তৈরি জল্পনার ব্যাপারে রাঘব বলেন, “বিয়ে হলে আপনাদের জানাব।” প্রতিবেদক তাঁকে আরও প্রশ্ন করেন। বলেন, ‘আপনি কেন সাসপেন্স তৈরি করতে চান? যার জবাবে মিস্টার চাড্ডা বলেন, “কোন সাসপেন্স নেই। আমি আপনাকে বলছি, আমি বিয়ে করলে জানাব।” ২০২২ সালে মাত্র ৩৩ বছর বয়সে, মিঃ চাড্ডা রাজ্যসভার সর্বকনিষ্ঠ সংসদ সদস্য হয়েছিলেন, সংসদের উচ্চকক্ষ তিনি। পাঞ্জাব রাজ্যের প্রতিনিধিত্ব করেন। এই বছরের শুরুতে, লন্ডনে একটি অনুষ্ঠানে তাঁকে ইন্ডিয়া ইউকে আউটস্ট্যান্ডিং অ্যাচিভারস অনারে সম্মানিত করা হয়েছিল।
পরিণীতি চোপড়া ২৪ বছর বয়সে ২০১১ সালে ‘লেডিস ভার্সেস রিকি বাহল’ দিয়ে বলিউডে আত্মপ্রকাশ করেন। কাজের ফ্রন্টে, মিস চোপড়াকে শেষবার অমিতাভ বচ্চন, অনুপম খের, বোমান ইরানি, ড্যানি ডেনজংপা, নীনা গুপ্তার ‘উনচাই’-তে দেখা গিয়েছিল। এরপর তাঁকে দেখা যাবে ‘চামকিলা’ এবং ‘ক্যাপসুল গিল’-এ। রাঘবের পড়াশোনা ইংল্যান্ডে, লন্ডন স্কুল অফ ইকোনমিক্স-এ। অন্যদিকে প্রিয়াঙ্কা চোপড়ার বোন পরিণীতিও ইংল্যান্ডের ম্যাঞ্চেস্টার বিজনেস স্কুলের প্রাক্তনী। শোনা যাচ্ছে ভারতে নয়, লন্ডনেই নাকি দু’জনের প্রথম আলাপ।