নিজস্ব প্রতিনিধি: ‘জওয়ান’ জ্বরে কাবু গোটা বিশ্ব। শাহরুখের অন্য রকম ছবি দেখতে একবার নয় দুবার নয় বারবার ছুটছেন অনুরাগীরা। শাহরুখ প্রেমে একেবারে মুগ্ধ গোটা দেশ, ইতিমধ্যেই ছবি ৮০০ কোটি টাকার ব্যবসায় মেতেছে জওয়ান। দিন কয়েক আগেই জওয়ানের সাফল্য ইভেন্টে দেওয়া শাহরুখের সংলাপ এখনও সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে। সাধারণ মানুষ তো বটেই সেলিব্রিটিরাও কেউ বাদ যাননি, সকলেই জওয়ান দেখতে গিয়েছেন। এবার জওয়ান দেখতে ভিড় জমালেন কার কাছে কই মনের কথা ধারাবাহিকের প্রমিলা বাহিনী।
মজা করে তুললেন ছবিও। কার কাছে কই মনের কথা ধারাবাহিকে উঠে এসেছে পাঁচ বন্ধুর গল্প। ছবির প্রধান চরিত্রে অভিনয় করছেন শিমুল তথা মানালি দে। ধারাবাহিকে উঠে এসেছে শ্বশুরবাড়ির অত্যাচারে বিমুখ শিমূল, তার পাশে দাঁড়িয়েছেন তাঁর পাড়ার বৌদিরা, এখন তাঁরা তাঁর বন্ধু হয়ে উঠেছেন। কিন্তু এবার সেই বন্ধুত্ব কেবল পর্দা অতিক্রম করে সিনেমা হলে পৌঁছে গেল। কার কাছে কই মনের কথা ধারাবাহিকের সবাই মিলে জওয়ান দেখতে গেলেন। এদিন সৃজনী মিত্র প্রথমে পোস্ট করে জানান তাঁরা সকলে মিলে জওয়ান দেখতে গিয়েছেন।
তাঁর পোস্ট করা ছবিতে দেখতে পাওয়া গেল, মানালি, বাসবদত্তা চট্টোপাধ্যায়, স্নেহা চট্টোপাধ্যায়, সৃজনী মিত্র, কুয়াশা বিশ্বাসীদের। সঙ্গে ছিলেন দ্রোণ মুখোপাধ্যায়, মধুরিমা বসাক, মির্জা ফারহাদ, মৌসুমী সেন, রাজশ্রী ভৌমিক। সকলে হাতে পপকর্ন, কোল্ড ড্রিংকস নিয়ে হলের মধ্যে দাঁড়িয়েই পোজ দিয়ে ছবি তুললেন, ছবি দেখে মনে হচ্ছে তাঁরা বেহালার অজন্তা সিনেমা হলে জওয়ান দেখতে ভিড় জমিয়ে ছিলেন।