নিজস্ব প্রতিনিধি: দেখতে দেখতে চলেই এলো ‘মিস ইউনিভার্স’ প্রতিযোগিতার মহেন্দ্রক্ষণ। এ বছর ‘মিস ইউনিভার্স’ প্রতিযোগিতায় ভারতের হয়ে প্রতিনিধিত্ব করছেন চণ্ডীগড়ের শ্বেতা শারদা। মিস ইউনিভার্স ফাইনাল রাউন্ডটি অনুষ্ঠিত হতে চলেছে ১৮ নভেম্বর শনিবার এল সান সালভাদরে জোসে অ্যাডলফো পিনেদা এরিনাতে। এই বছর মিস ইউনিভার্স প্রতিযোগীতায় নাম দিয়েছেন ৯০ টি দেশের সুন্দরীরা। তার মধ্যে একজন ভারতের ২২ বছরের সুন্দরী শ্বেতা শারদা। যিনি এ বছর অগস্ট মাসে মিস ডিভা ইউনিভার্সের বিজয়ী মুকুট পড়েছিলেন তাঁর মাথায়। গতকাল মিস ইউনিভার্স ২০২৩ সালের টপ ১০ জন ফাইনালিস্টদের মধ্যে নাম লিখিয়েছেন শ্বেতা শারদা। ২৩ বছর বয়সী শ্বেতা শারদা ভারতের হয়ে প্রতিনিধিত্ব করছেন৷ যা কিনা চরম গর্বের বিষয়।
২০২৩ সালটা ভারতের কাছে গর্বের বছর। কারণ এ বছর আন্তর্জাতিক খাতে দেশকে উচ্চস্তরে নিয়ে গিয়েছে একাধিক খবর। বছরের শেষটাও যে তেমনই কিছু ঘটবে বলাই বাহুল্য! একদিকে ক্রিকেট বিশ্বকাপে পৌঁছেছে ভারত, অন্যদিকে মিস ইউনিভার্সে ফাইনালে উঠেছেন ভারতীয় প্রতিযোগী। সব মিলিয়ে নভেম্বরের শেষ মরসুম একেবারে জমে যাবে।
কিন্তু কে এই শ্বেতা শারদা, তাঁর আসল পরিচয় কী? শ্বেতা ইতিমধ্যেই ‘ডান্স ইন্ডিয়া ড্যান্স’, ‘ডান্স দিওয়ানে’ এবং ‘ডান্স প্লাস’-সহ বিভিন্ন রিয়েলিটি শো-এর মাধ্যমে রূপালী পর্দায় একাধিকপত্য বিস্তার করেছেন। শ্বেতা শারদা ২৪ মে, ২০০০ সালে চণ্ডীগড়ে জন্মগ্রহণ করেছেন। তিনি একজন সিঙ্গেল মায়ের যত্নে বড় হয়েছেন। তিনি ১৬ বছর বয়স থেকে মডেলিং ক্যারিয়ারের জন্য মুম্বাইতে চলে আসেন। এরপর মিসেস শারদা ডান্স ইন্ডিয়া ড্যান্স, ডান্স দিওয়ানে এবং ডান্স প্লাস সহ বিভিন্ন রিয়েলিটি শো-এর মাধ্যমে রূপালী পর্দায় তার প্রতিভা প্রদর্শন করেন। তিনি ডান্স রিয়েলিটি শো, ‘ঝলক দিখলা জা’-তেও তিনি একজন কোরিওগ্রাফার হিসেবে কাজ করেছেন। শ্বেতা শারদা ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন। সম্প্রতি তিনি জুবিন নৌটিয়াল এবং তুলসী কুমারের মাস্ত আঁখিন গানের মিউজিক ভিডিওতে কাজ করেছেন। তিনি ভিডিওতে গাঙ্গুবাই কাঠিওয়াড়ি অভিনেতা শান্তনু মহেশ্বরীর সঙ্গে স্ক্রিন শেয়ার করেছিলেন।
মিস সারদা গত ২৮ শে আগস্ট মিস ডিভা ইউনিভার্স ২০২৩-এর মুকুট পেয়েছিলেন। ইভেন্ট চলাকালীন, তিনি মিস বডি বিউটিফুল এবং মিস ট্যালেন্টেডের পুরস্কার জিতেছিলেন। ফেমিনার সঙ্গে একটি সাক্ষাৎকারে, মিসেস শারদা বলেছেন, “আমার লক্ষ্য হল মেয়েদেরকে তাদের স্বপ্নের পেছনে ছুটতে ক্ষমতা দেওয়া। আমি নিজেকে বিশ্বাস করি। কিন্তু আপনাকে অনাকাঙ্খিত ব্যক্তিদের থেকে দূরে থাকতে হবে। এবং লক্ষ্যগুলিকে সামনে রাখতে হবে এবং আপনার ভিতরের কণ্ঠের প্রতি মনোযোগ দিতে হবে। কারণ এটি আপনাকে একটি উচ্চাকাঙ্ক্ষী বাস্তবতা তৈরি করতে সাহায্য করবে। আমি এখানে দাঁড়িয়ে সবাইকে অনুপ্রাণিত করতে এবং নির্ভয়ে তাদের স্বপ্নের পেছনে ছুটতে সাহায্য করার জন্য।” মিস ইউনিভার্স প্রতিযোগিতার চূড়ান্ত ইভেন্টটি আপনি মিস ইউনিভার্সের ইউটিউব চ্যানেল এবং X অ্যাকাউন্টে দেখতে পারবেন, ১৯ নভেম্বর সকাল ৬:৩০ টা থেকে।