এই মুহূর্তে




‘দেশদ্রোহিতার’ দায়ে কিংবদন্তি ইরানি পরিচালক জাফর পানাহির জেল

আন্তর্জাতিক ডেস্ক: দেশদ্রোহিতার আভিযোগে কিংবদন্তি পরিচালক এবং কান চলচ্চিত্র উৎসবের স্বর্ণ পামজয়ী জাফর পানাহিকে এক বছরের কারাদণ্ড দিয়েছে ইরানের আদালত। সাজা ঘোষণার পাশাপাশি পানাহির ওপর দুই বছরের ভ্রমণ নিষেধাজ্ঞা এবং যে কোনও রাজনৈতিক ও সামাজিক সংগঠনে যোগদানের ক্ষেত্রে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। ওই রায়ের বিরুদ্ধে আপিল করা হবে বলে জানিয়েছেন পানাহির আইনজীবী মোস্তফা নিলি। যদিও কী-কী কারণে জাফর পানাহিকে দেশদ্রোহিতার দায়ে জেলের সাজা শোনানো হল, তা নিয়ে আদালতের তরফে বিস্তারিত কিছু জানানো হয়নি।

বর্তমানে ফ্রান্সে বসবাসরত ৬৩ বছর বয়সী এই নির্মাতা সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়েছেন তার নতুন চলচ্চিত্র ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট–এর প্রচারে অংশ নিতে। নিউইয়র্কে অনুষ্ঠিত গথাম অ্যাওয়ার্ডসে চলচ্চিত্রটি তিনটি পুরস্কার জিতেছে। এছাড়া মরক্কোর মারাকেশ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও তাঁর উপস্থিত থাকার কথা রয়েছে। পানাহি বরাবরই যুদ্ধ ও নিপীড়নের বিরুদ্ধে কথা বলেছেন। তার নির্মিত সিনেমাগুলিও যুদ্ধ বন্ধের বার্তা দেয়। তাঁর পরিচালিত ‘ট্যাক্সি তেহরান’, ‘নো বিয়ারস’ এবং ‘দিস ইজ নট আ ফিল্ম’- সবগুলি ছবিতেই তিনি ব্যক্তি স্বাধীনতা, দমন-পীড়ন ও অগণতান্ত্রিকতার বিরুদ্ধে কথা বলেছেন। যার জন্যে তাঁকে একবার গ্রেফতারের মুখোমুখিও হতে হয়েছিল। কিন্তু তিনি থেমে যাননি।

জাফর পানাহির সঙ্গে ইরানের বর্তমান শাসকদের দ্বন্দ্ব দীর্ঘদিনের। ২০১০ সালে ইরানে সরকার বিরোধী বিক্ষোভে সমর্থন ও রাজনৈতিক সমালোচনামূলক চলচ্চিত্র নির্মাণের কারণে তাঁর চলচ্চিত্র নির্মাণের উপরে এবং বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করা হয়। এমনকি তাঁকে ছয় বছরের কারাদণ্ড দেওয়া হলেও মাত্র দুই মাস পর তিনি জামিনে মুক্তি পান।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

‘সংসদের চিৎকার-চেঁচামেচিতে আজকাল কানে কম শুনছি’, বিস্ফোরক দাবি জয়া বচ্চনের

কাগজে বিজ্ঞাপন দিয়েই মৌবনীর বিয়ে, বাকি মেয়েদের পাত্রের সন্ধান কী পেলেন জাদুকর?

সমস্ত বিতর্কে জল ঢেলে অবশেষে ছাদনাতলায় স্মৃতি-পলাশ, কবে বিয়ে?

পথ দুর্ঘটনায় আহতদের কাছে দেড় ঘন্টা দেরিতে এল অ্যাম্বুলেন্স, ক্ষোভে ফেটে পড়লেন দিশার দিদি

ঋষভ শেট্টির বারণ না শুনে ‘কান্তারা’র দৈব্যকে অপমান, রণবীরের বিরুদ্ধে FIR দায়ের

শ্রেয়স আইয়ারের সঙ্গে প্রেম করছেন ম্রুনাল? গুঞ্জন নিয়ে কি প্রতিক্রিয়া নায়িকার?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ