এই মুহূর্তে




পবন সিংহের স্ত্রীর ভাগ্য ঝুলে! বিপুল সংখ্যক ভোটে পিছিয়ে নির্দল প্রার্থী জ্যোতি, কারাকাটে এগিয়ে NDA

নিজস্ব প্রতিনিধিঃ বিহারের ভোট গণনা প্রায় শেষ পর্যায়ে। এখনও পর্যন্ত গণনায় এগিয়ে আছে মুখ্যমন্ত্রী নীতীশ সরকারের দল এনডিএ। শুক্রবার (১৪ নভেম্বর) সকাল ৮ টা থেকে শুরু হয়েছে বিহার বিধানসভা নির্বাচনের ভোটগণনা পর্ব। আর এই ফলাফলের দিকে তাকিয়ে আছে গোটা দেশ। এবার বিহারের নির্বাচনে বিজেপি-কংগ্রেসের জোর টক্কর চলেছে। তবে প্রাথমিক প্রবণতায় NDA তথা নীতীশের দল অনেকটা এগিয়ে রয়েছে। যাতে স্পষ্ট, NDA কে টেক্কা দিতে ব্যার্থ তেজস্বী যাদবের RJD। যার ফলে অনেকেই অনুমান করছেন, এবার জোট ‘২০০ পার’ পাবে কিনা। কেননা গণনার শুরু থেকেই মহাগঠবন্ধনের থেকে এগিয়ে রয়েছে NDA। এখনও পর্যন্ত ১৯৬ আসনে এগিয়ে রয়েছে NDA। মহাগঠবন্ধন ৪৬ আসনে পিছিয়ে। সুতরাং NDA-এর জেতার সম্ভাবনা বিপুল পরিমাণে। এদিকে বিহার নির্বাচনের আগে থেকেই বিজেপি মাস্টারস্ট্রোক হিসেবে ব্যবহার করেছে সেলিব্রিটিদের। তবে বিজেপিকে সমর্থন করলেও বিহারের বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেননি ভোজপুরি সুপারস্টার পবন সিংহ। কেননা তখন তাঁর স্ত্রী জ্যোতি সিংহের সঙ্গে গার্হস্থ্য বিবাদ চলছিল।

তবে স্বামীর বিরোধিতা করে বিহারের কারাকাট আসন থেকে নির্দল প্রার্থী হিসেবে লড়েছেন জ্যোতি। তাই তাঁর দিকেই সকলের নজর। ২০২৫ সালের বিহার বিধানসভা নির্বাচনে কারাকাট আসনটি তিনি জয় করতে পারবেন কিনা সেটাই দেখার অপেক্ষায় বিহারবাসী। তবে একটি প্রতিবেদন অনুসারে, জ্যোতি সিংহ মাত্র ৬,৭৪০ ভোট পেয়ে পিছিয়ে আছেন। কিন্তু সকালে, জ্যোতির এগিয়ে থাকার খবর পাওয়া গিয়েছিল। এদিকে অরুণ সিংহ এবং মহাবালী সিংহের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে। অরুণ সিপিআই(এমএল)(এল)-এর হয়ে ২৪,৫৬৪ ভোট পেয়ে এগিয়ে আছেন। অন্যদিকে, মহাবালী ২২,০৩১ ভোট পেয়ে পিছিয়ে আছেন। বিহারে মোট ২৪৩টি বিধানসভা আসন রয়েছে। ২০২৫ সালের নির্বাচন দুটি ধাপে অনুষ্ঠিত হয়েছিল, ৬ এবং ১১ নভেম্বর। এনডিএ বর্তমানে ১৯৬টি আসনে এগিয়ে রয়েছে, যেখানে মহাগঠন ৪৬টি আসনে পিছিয়ে রয়েছে। প্রাথমিক প্রবণতা অনুসারে, বিজেপি ৮৩টি আসনে, জেডি(ইউ) ৭৬টি আসনে, আরজেডি ৩৪টি আসনে, কংগ্রেস ৭টি আসনে এবং সিপিআই(এমএল) ৬টি আসনে এগিয়ে রয়েছে।

পবন সিংহ এবং তার স্ত্রী জ্যোতি সম্প্রতি তাদের বিয়ের কারণে সংবাদ শিরোনামে এসেছিলেন। দেশব্যাপী তার ক্রমবর্ধমান জনপ্রিয়তার মধ্যে, তার ব্যক্তিগত জীবন, বিশেষ করে জ্যোতির সঙ্গে তার গার্হস্থ্য বিতর্ক প্রায়শই খবরের শিরোনাম দখল করে। নির্বাচনের আগে জ্যোতি কিছু বিষয় নিয়ে পবনের বাড়িতে গিয়ে আলোচনা করার পর এই দম্পতির মধ্যে অনলাইনে বিরোধ দেখা দেয়। এই দম্পতি ২০১৮ সালে বিয়ে করেছিলেন, কিন্তু পরে তাদের সম্পর্কের অবনতি ঘটে, যার ফলে পবন সিং। আরার পারিবারিক আদালতে বিবাহবিচ্ছেদের আবেদন করেন। জ্যোতি সিংহ তার বিরুদ্ধে শারীরিক ও মানসিক হয়রানির অভিযোগ করেছিলেন এবং ৩০ কোটি টাকার ভরণপোষণ দাবি করেছিলেন। তাই তাদের ডিভোর্স মামলাটি এখনও ঝুলে রয়েছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

পুকুরে ঝাঁপ দিয়ে জেলেদের সঙ্গে মাছ ধরেছিলেন রাহুল, সেই বেগুসরাইতেও হারল কংগ্রেস

বিহারে ২০২ আসনে জয়ী NDA, কোনও ক্রমে বিরোধী দলের মর্যাদা ধরে রাখল RJD

‘বাংলা থেকেও জঙ্গলরাজ উপড়ে ফেলব’, হুঙ্কার মোদির

‘শিগগিরই ভেঙে টুকরো হবে কংগ্রেস’, বিহার জয়ের পর বড় দাবি মোদির

বিহারে এনডিএ’র বিপুল জয়ের গোপন রহস্য ফাঁস করলেন মোদি

‘মুখ্যমন্ত্রী হিসাবে থাকবেন নীতীশই’, বিজেপির ‘রক্তচাপ’ বাড়ালেন চিরাগ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ