কৃষক আন্দোলনের জের, বন্ধ জাহ্নবীর 'গুড লাক চেরি'
Share Link:

নিজস্ব প্রতিনিধি: ফের বিপাকে জাহ্নবীর ছবির শ্যুটিং। গত শনিবার ২৩ জানুয়ারি ছবির শ্যুটিং চলাকালীন ফের বাধার সম্মুখীন হয় জাহ্নবীর 'গুড লাক চেরি'। পঞ্জাবের পাতিয়ালায় ভূপিন্দর রোডে শ্যুটিং চলছিল। তখনই একদল কৃষক চড়াও হয় শ্যুটিং টিমের উপর। তারা চড়াও হয়ে ছবির শ্যুটিং বন্ধ হওয়ার কথা বলে। শ্যুটিং টিমের তরফে ওই কৃষকদের বোঝানোর চেষ্টা করা হলেও তারা নাছোরবান্দাই থাকে।
কৃষকদের এই মনোভাব দেখে গতকাল শ্যুটিং বন্ধ রেখে হোটেলে ফিরে যায় গোটা টিম। কিন্তু ওই কৃষকেরা তাদের পিছুপিছু শ্লোগান দিতে দিতে হোটেলের বাইরে পৌঁছে যায়। ওই কৃষকদের বোঝাতে এগিয়ে আসে পুলিশের আধিকারিকরা। প্রশাসনের তরফে কৃষকদের আশ্বস্ত করা হয় যে সিনেমার শ্যুটিং বন্ধ করা হয়েছে। কৃষকদের দাবি, কেন্দ্রের নতুন কালা কৃষি বিলের বিরুদ্ধে বলিউডের কোনও অভিনেতা পাশে দাঁড়ায়নি। তাই তারা পঞ্জাবে কোনও ছবির শ্যুটিং করতে দেবেন না। সূত্রের খবর, আগামী সপ্তাহে সলমন খান পাতিয়ালায় যাবেন শ্যুটিং করতে। সূত্রের খবর, তাঁর বিরুদ্ধেও আন্দোলন করবেন কৃষকেরা।
এই ঘটনা প্রথম নয়, এর আগেও জাহ্নবীর 'গুড লাক চেরি' ছবির শ্যুটিং বন্ধ করে দেন কৃষকেরা। তারা জানান কৃষি বিল নিয়ে জাহ্নবীর মত জানাতে হবে তবেই ছবির শ্যুটিং শুরু করতে দেবে। যার পরেই জাহ্নবী নিজের ইন্সটাগ্রামে কৃষকদের সমর্থনে একটি পোষ্টে জানান, কৃষকেরা আমাদের দেশের গর্ব। জমিতে ফসল ফলানোর গুরুত্ব বুঝি। তাদের পরিশ্রমেই আজ গোটা দেশ খেতে পাচ্ছে। আশা করি কৃষকদের ভালোর জন্য কিছু একটা করা হবে।
আনন্দ এল রাইয়ের প্রযোজনায় সিদ্ধার্থ সেনগুপ্তের পরিচালনায় 'গুড লাক চেরি' ছবিতে অভিনয় করছেন জাহ্নবী কাপুর। ২০১৮ তামিল অভিনেত্রী নয়নতারা অভিনীত একটি ছবির হিন্দি রিমেক হল জাহ্নবীর 'গুড লাক চেরি'। ছবিতে মুখ্য চরিত্রে রয়েছেন সূশান্ত সিং, দীপক দোব্রিয়াল, নীরজ সুদ, মিতা ব্যাসিস্ট।
কৃষকদের এই মনোভাব দেখে গতকাল শ্যুটিং বন্ধ রেখে হোটেলে ফিরে যায় গোটা টিম। কিন্তু ওই কৃষকেরা তাদের পিছুপিছু শ্লোগান দিতে দিতে হোটেলের বাইরে পৌঁছে যায়। ওই কৃষকদের বোঝাতে এগিয়ে আসে পুলিশের আধিকারিকরা। প্রশাসনের তরফে কৃষকদের আশ্বস্ত করা হয় যে সিনেমার শ্যুটিং বন্ধ করা হয়েছে। কৃষকদের দাবি, কেন্দ্রের নতুন কালা কৃষি বিলের বিরুদ্ধে বলিউডের কোনও অভিনেতা পাশে দাঁড়ায়নি। তাই তারা পঞ্জাবে কোনও ছবির শ্যুটিং করতে দেবেন না। সূত্রের খবর, আগামী সপ্তাহে সলমন খান পাতিয়ালায় যাবেন শ্যুটিং করতে। সূত্রের খবর, তাঁর বিরুদ্ধেও আন্দোলন করবেন কৃষকেরা।
এই ঘটনা প্রথম নয়, এর আগেও জাহ্নবীর 'গুড লাক চেরি' ছবির শ্যুটিং বন্ধ করে দেন কৃষকেরা। তারা জানান কৃষি বিল নিয়ে জাহ্নবীর মত জানাতে হবে তবেই ছবির শ্যুটিং শুরু করতে দেবে। যার পরেই জাহ্নবী নিজের ইন্সটাগ্রামে কৃষকদের সমর্থনে একটি পোষ্টে জানান, কৃষকেরা আমাদের দেশের গর্ব। জমিতে ফসল ফলানোর গুরুত্ব বুঝি। তাদের পরিশ্রমেই আজ গোটা দেশ খেতে পাচ্ছে। আশা করি কৃষকদের ভালোর জন্য কিছু একটা করা হবে।
আনন্দ এল রাইয়ের প্রযোজনায় সিদ্ধার্থ সেনগুপ্তের পরিচালনায় 'গুড লাক চেরি' ছবিতে অভিনয় করছেন জাহ্নবী কাপুর। ২০১৮ তামিল অভিনেত্রী নয়নতারা অভিনীত একটি ছবির হিন্দি রিমেক হল জাহ্নবীর 'গুড লাক চেরি'। ছবিতে মুখ্য চরিত্রে রয়েছেন সূশান্ত সিং, দীপক দোব্রিয়াল, নীরজ সুদ, মিতা ব্যাসিস্ট।
More News:
26th February 2021
26th February 2021
26th February 2021
25th February 2021
এই অভিনেত্রীর সঙ্গে নিজের তুলনা করলেন বলিউডের কন্ট্রোভার্সি ক্যুইন
25th February 2021
25th February 2021
25th February 2021
25th February 2021
25th February 2021
24th February 2021
Leave A Comment