নিজস্ব প্রতিনিধি: ৫৭ বছরে পা রাখলেন জেমস। যার গান শুনেই ঘুম কেটে যায় তরুণ প্রজন্মের। বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ডের দল নগর বাউলের কর্ণধার এবং ভোকালিস্ট মাহফুজ আনাম, যিনি জেমস নামেই পরিচিত।
আজ তাঁর জন্মদিন উপলক্ষে ৬৪টি জেলায় নানান আয়োজনে পালিত হচ্ছে জন্মদিন। প্রিয় তারকার জন্মদিন নিয়ে মেতেছেন অনুগামীরাও। এবারের জন্মদিন উপলক্ষ্যে ভক্তদের উদ্দেশ্যে বিশেষ একটি বার্তা দিয়েছেন জেমস। তিনি বলেছেন, ‘যতদিন তোমরা আছ, ততদিন আমি আছি।’
এদিন জেমসের সহকারী রুবাইয়াৎ ঠাকুর রবিন জানিয়েছেন, বাড়িতেই থাকবেন জেমস, গানের প্র্যাকটিস করবেন তিনি।
১৯৮৭ সালে তার প্রথম অ্যালবাম ‘স্টেশন রোড’ প্রকাশিত হয়। ১৯৮৮ সালে ‘অনন্যা’ নামের অ্যালবাম প্রকাশ করে সুপারহিট হয়ে যান তিনি। এরপর ১৯৯০ সালে ‘জেল থেকে বলছি’, ১৯৯৬ সালে ‘নগর বাউল’, ১৯৯৮ সালে ‘লেইস ফিতা লেইস’ এবং ১৯৯৯ সালে ‘কালেকশন অফ ফিলিংস’ অ্যালবামগুলো ‘ফিলিংস’ থেকে বের করা হয়।
জেমসের একক অ্যালবামগুলো হলো ‘অনন্যা’, ‘পালাবি কোথায়’, ‘দুঃখিনী দুঃখ করো না’, ‘ঠিক আছে বন্ধু’, ‘আমি তোমাদেরই লোক’, ‘জনতা এক্সপ্রেস’, ‘তুফান’ ও ‘কাল যমুনা’।