এই মুহূর্তে




‘সংসদের চিৎকার-চেঁচামেচিতে আজকাল কানে কম শুনছি’, বিস্ফোরক দাবি জয়া বচ্চনের

নিজস্ব প্রতিনিধি: সংসদের চিৎকার চেঁচামেচিতে শ্রবণশক্তি কমে গিয়েছেন জয়া বচ্চনের। হ্যাঁ, সম্প্রতি ‘উই দ্য ওম্যান’ ইভেন্টে এমনটাই দাবি করলেন সমাজবাদী সংসদ তথা প্রবীণ অভিনেত্রী। যেখানে তিনি মুম্বই পাপারাৎজিদের বিরুদ্ধেও ক্ষোভ প্রকাশ করেছিলেন। সে যাই হোক, অভিনয়ের পাশাপাশি রাজনীতিতেও যথেষ্ঠ সক্রিয় জয়া বচ্চন। নিয়মিত সংসদে উপস্থিত হন এবং গুরুতর বিষয় নিয়ে বক্তব্য রাখেন। আর সংসদে এমন চিৎকার চেঁচামেচিতেই নাকি তাঁর কানের বারোটা বেজেছে। এখন তাঁর কানে শুনতে সমস্যা হয়।

আসলে উই দ্য ওম্যান-এর সাক্ষাৎকারে একটি প্রশ্ন জিজ্ঞাসা করা হলে অভিনেত্রী সঞ্চালিকা র সেই কথা কেটে বলেন, “জোরে বলুন। আমার শ্রবণশক্তি কমে গিয়েছে। কারণ আমাকে সংসদে এত চিৎকার শুনতে হচ্ছে। তবে ধন্যবাদ, তাতে আমার মস্তিষ্কের ক্ষতি হয়নি।” তবে এই বিষয়টি প্রকাশ্যে এনে তিনি বিরোধীদের কটাক্ষ করলেন কিনা, তা স্পষ্ট নয়! জয়া প্রায়ই সংসদে খোলাখুলিভাবে নিজের মনের কথা বলেন।

এর আগে সংসদে তাঁকে কেউ ‘মিসেস জয়া অমিতাভ বচ্চন” বলে সম্বোধন করলে তিনি রাগ প্রকাশ করেছিলেন। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঝড়ের বেগে ভাইরাল হয়েছিল। প্রতিক্রিয়ায় অভিষেকের মা জানিয়েছিলেন, ‘আপনি আমার অনেক দিনের বন্ধু। বছরের পর বছর ধরে আপনি আমাকে জয়াজি বলে ডাকছেন। এখন যেহেতু আপনি বিরোধী দলে আছেন, আপনি আমাকে জয়া অমিতাভ বচ্চন বলে ডাকছেন। কেবল জয়া বচ্চন বললেই যথেষ্ট হত।’

সম্প্রতি পাপারাজ্জি সংস্কৃতির উপর অসন্তোষ প্রকাশ করে জয়া বলে ছিলেন, “আমি মিডিয়ার একজন পণ্য, কিন্তু পাপারাজ্জিদের সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই। এরা কারা? এরা কি দেশের প্রতিনিধিত্ব করার জন্য প্রশিক্ষিত? যারা নোংরা প্যান্ট পরে এবং মোবাইল ফোন বহন করে ঘুরে বেড়ায় তারা মনে করে যে কেবল মোবাইল ফোন থাকলেই তারা যে কারো ছবি তুলতে পারে এবং যা খুশি বলতে পারে।” জয়ার এই মন্তব্য ব্যাপক আলোড়ন তুলেছিল সোশ্যাল মিডিয়ায়। জয়াকে পরবর্তীতে দেখা যাবে ‘দিল কা দরওয়াজা খুল না ডার্লিং’ ছবিতে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

কাগজে বিজ্ঞাপন দিয়েই মৌবনীর বিয়ে, বাকি মেয়েদের পাত্রের সন্ধান কী পেলেন জাদুকর?

‘দেশদ্রোহিতার’ দায়ে কিংবদন্তি ইরানি পরিচালক জাফর পানাহির জেল

সমস্ত বিতর্কে জল ঢেলে অবশেষে ছাদনাতলায় স্মৃতি-পলাশ, কবে বিয়ে?

পথ দুর্ঘটনায় আহতদের কাছে দেড় ঘন্টা দেরিতে এল অ্যাম্বুলেন্স, ক্ষোভে ফেটে পড়লেন দিশার দিদি

ঋষভ শেট্টির বারণ না শুনে ‘কান্তারা’র দৈব্যকে অপমান, রণবীরের বিরুদ্ধে FIR দায়ের

শ্রেয়স আইয়ারের সঙ্গে প্রেম করছেন ম্রুনাল? গুঞ্জন নিয়ে কি প্রতিক্রিয়া নায়িকার?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ