এই মুহূর্তে




‘জোশ’ খ্যাত শরদ কাপুরের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, মামলা দায়ের




নিজস্ব প্রতিনিধি: বিনোদন মহলে তারকাদের দ্বারা অভিনেত্রীরা যৌন হেনস্থার শিকার হয়েছেন বা কাস্টিং কাউচের শিকার হয়েছেন, এমন ঘটনা নতুন নয়। বিভিন্ন সময়ে এ কথা শিকারও করেছেন অভিনেত্রীরা। উঠতি নায়িকারাও প্রায়শই যৌন হেনস্থার শিকার হন। এই ঘটনা অবিরত চলছেই। এবার ৩২ বছর বয়সী একজন মহিলাকে যৌন হয়রানির অভিযোগ উঠল বলিউড অভিনেতা শরদ কাপুরের বিরুদ্ধে। ‘তামান্না’, ‘দস্তক’, ‘ত্রিশক্তি’, ‘জোশ’-এর মতো একাধিক ছবিতে অভিনয় করেছেন শরদ কাপুর।

বিশেষ করে, শাহরুখ খান, ঐশ্বর্য রাই বচ্চনের ছবি ‘জোশ’-এর পরেই তাঁকে চিনতে শুরু করে সবাই। যেখানে অভিনেতা খল চরিত্রে অভিনয় করেছিলেন। যাই হোক, এবার তাঁর বিরুদ্ধে যৌন  হয়রানির অভিযোগ উঠল৷ ভুক্তভোগী মহিলা দাবি করেছেন যে, শরদ কাপুর তাঁকে পেশাদার কাজের আলোচনার অজুহাতে বাড়িতে আমন্ত্রণ জানিয়ে যৌন নির্যাতনের চেষ্টা করেছেন। গত ২৭ নভেম্বর তিনি খার থানায় অভিযোগ জানিয়েছেন। তাঁর অভিযোগের ভিত্তিতে পুলিশ ভারতীয় ন্যায় সংহিতার বিভিন্ন ধারায় একটি মামলা দায়ের করেছে এবং তদন্ত শুরু করেছে। তবে এই বিষয়ে অভিনেতা শরদ কাপুর এখনও কোনও বিবৃতি দেননি। ভুক্তভোগী আরও জানিয়েছেন যে, তিনি প্রথমে ফেসবুকের মাধ্যমে শরদ কাপুরের সঙ্গে যোগাযোগ করেছিলেন। এরপর তাঁরা ভিডিও কলের মাধ্যমে আরও ভাল পরিচিত হন। এরপরই একদিন শারদ একটি শুটিং প্রজেক্ট নিয়ে আলোচনার জন্য ওই মহিলার সঙ্গে দেখা করার আগ্রহ প্রকাশ করেন। এরপর তাঁকে তিনি নিজের অফিসে ডাকেন। যেটি খার থানার আশেপাশে অবস্থিত। কিন্তু যেটিকে অভিনেতা অফিস বলেছিলেন সেটি আদতে তাঁর বাসভবন ছিল।

মহিলার অভিযোগ, তিনি যখন খারে একটি বিল্ডিংয়ের তৃতীয় তলায় অবস্থিত শরদের বাড়িতে পৌঁছন। তখন শরদ তাঁকে ড্রইং রুম থেকে বেডরুমে যেতে বলেন। এরপরে বেডরুমের দরজায় পৌঁছতেই মহিলা দেখতে পান শরদ বস্ত্রহীন বসে রয়েছেন। হতবাক হয়ে, তিনি তাঁকে পোশাক পরতে বলেন এবং যে কারণে তিনি শরদের বাড়ি গিয়েছিলেন, সেই বিষয়ে আলোচনা করতে বলেন। কিন্তু শরদ তা না করে ওই মহিলাকে অনুপযুক্তভাবে আলিঙ্গন করার চেষ্টা করেন শরদ, তাকে পেছন থেকে জড়িয়ে ধরে। এরপর তিনি কোনক্রমে অভিনেতাকে ধাক্কা দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হন। পরে অভিযোগকারীও খার পুলিশের কাছে শরদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ধারা ৭৪ (একজন মহিলার বিরুদ্ধে আক্রমণ বা ফৌজদারি শক্তির ব্যবহার), ৭৫ (যৌন হয়রানি) এবং ৭৯ (যে কোনও মহিলার শালীনতার অবমাননা) ধারায় একটি এফআইআর দায়ের করেন।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

স্বামীর অপহরণ কাণ্ড নিয়ে মুখ খুললেন কৌতুকাভিনেতা সুনীল পালের স্ত্রী, কী বললেন?

প্রেমে শিলমোহর! বিচ্ছেদের গুঞ্জনের মাঝেই রাহুলের সঙ্গে মধ্যরাতে ‘বড়া পাউ’ ডেটিং শ্রদ্ধার

শুধু ‘পুষ্পা-২’ নয়, হাজার কোটির বেশি ব্যবসা করেছে আরও ৭ ভারতীয় সিনেমা

দীর্ঘদিনের প্রেমিকের সঙ্গে বাগদান সারলেন সেলেনা গোমেজ

দীর্ঘদিনের প্রেমিককে বিয়ে করলেন কীর্তি সুরেশ, গোয়ায় হল তাঁদের শুভ পরিণয় সম্পন্ন

বিয়ের একবছরের মধ্যেই মা হতে চলেছেন শ্রীপর্ণা, খবরটি কি সত্যি না ভুয়ো?

Advertisement

এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর