নিজস্ব প্রতিনিধি: মারা গেলেন দক্ষিণী ইন্ডাস্ট্রির বর্ষীয়ান পরিচালক কেজি জর্জ। শোকের ছায়া মালয়ালম ইন্ডাস্ট্রিতে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর। ২৪ সেপ্টেম্বর কোচির উপকণ্ঠে কাক্কানাদে এর্নাকুলামের একটি বৃদ্ধাশ্রমে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন পরিচালক। আগামী ২৬ সেপ্টেম্বর তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে। তাঁর মৃত্যুর কারণ হিসেবে জানা গিয়েছে, সম্প্রতি পরিচালক হৃদ্রোগে আক্রান্ত হয়েছিলেন তিনি। চলছিল চিকিৎসা। কিন্তু শেষ রক্ষা হল না।
প্রায় ৩ দশক তিনি দক্ষিণী মহলে রাজত্ব করেছেন, দিয়েছেন বহু হিট ছবি উপহার। ১৯৪৬ সালে কেরলে জন্মগ্রহণ করেন জর্জ। কলেজে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক হয়ে তিনি এফটিআইআই (পুনে ফিল্ম ইন্সটিটিউট)-এ পরিচালনার পাঠ নেওয়া শুরু করেন। পড়াশোনা শেষে তিনি মালয়লম ছবির জনপ্রিয় পরিচালক রামু কারিয়াটের সহকারী হিসেবে তাঁর কেরিয়ার শুরু করেন। তাঁর প্রথম ছবি ছিল ‘স্বপ্নদনম’। প্রথম ছবিতেই জাতীয় পুরস্কার জিতে নেন তিনি। এরপর ১৯৭৭ সালে মালয়লম সঙ্গীতশিল্পী সেলমা জর্জকে বিয়ে করেন তিনি। তাঁর সব ছবিগুলিই ছিল সমালোচকদের দ্বারা প্রশংসিত। “নতুন সিনেমা আন্দোলনে” জর্জের অবদান অনস্বীকার্য।
কেজি জর্জ প্রায় ২৬ বছর চলচ্চিত্র শিল্পে রাজত্ব করেছেন, তাঁর সবকটি চলচ্চিত্র মালায়ালাম সিনেমার ইতিহাসে পরিণত হয়েছিল। কেজি জর্জের উল্লেখযোগ্য কাজগুলি হল, ‘যবানিকা,’ ‘পঞ্চবাদী পালাম’ এবং ‘ইরাকাল।’ ১৯৯৮ সালে মুক্তি পায় তাঁর পরিচালিত শেষ ছবি ‘একমকোড়ু দেশম’। জর্জের প্রয়াণে অনুরাগীদের পাশাপাশি দক্ষিণী ইন্ডাস্ট্রির বিশিষ্টরা সমাজমাধ্যমে শোকবার্তা জানিয়েছেন।