এই মুহূর্তে




হাঁটুর বয়সী নায়িকার ঠোঁটে চুমু খাচ্ছেন ৭০-এর কমল হাসান, সমালোচনার ধুম নেটপাড়ায়




নিজস্ব প্রতিনিধি: কমবয়সী নায়িকাদের সঙ্গে বেশি বয়সী হিরোদের রোমান্স! বলিউডে এই ট্রেন্ডিং চলছে যুগ যুগ ধরেই। সে কারণে ব্যাপক ট্রোলের শিকারও হন খ্যাতনামা বলিউড হিরোরা। দক্ষিণী তারকারাও এই ট্রেন্ডিংয়ে বিশ্বাসী। কিন্তু জনপ্রিয়তা কুড়নোর লোভে নির্মাতাদের এমন কর্মকাণ্ড মাঝে মধ্যেই বিতর্কের সৃষ্টি করে সোশ্যাল মিডিয়ায়। পাশাপাশি সমালোচিত হন হিরোরাও। যাঁরা পর্দায় হাঁটুর বয়সী নায়িকাদের সঙ্গে রোমান্স করেন। যদিও পর্দায় ছোট বয়সী নায়িকাদের সঙ্গে অভিনয় করতে চান না, এমন হিরোও রয়েছেন।

যাই হোক, এবার দক্ষিণী সুপারস্টার কমল হাসানের সঙ্গে অভিনেত্রী তৃষা কৃষ্ণনের একটি রোমান্টিক দৃশ্য ঘিরে তোলপাড় শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সম্প্রতি প্রকাশিত হয়েছে কমল হাসানের বহু প্রতীক্ষিত চলচ্চিত্র ‘দ্য থাগ লাইফ’-এর ট্রেলার। যা ভক্তদের কাছে প্রশংসাও পেয়েছে আবার দুর্নামও কুড়িয়েছে। ছবিটি পরিচালনা করছেন কিংবদন্তি পরিচালক মণি রত্নম। ছবিতে কমল হাসানের নায়িকা হয়েছেন তৃষা কৃষ্ণন এবং অভিরামি। ট্রেলারটি বেশ অ্যাকশনে ভরপুর। কিন্তু তার মধ্যেই দুটি দৃশ্য দর্শকদের অবাক করেছে।

কারণ একটি দৃশ্যে দেখা গিয়েছে, ৭০ বছর বয়সী কমল হাসান, ২৮ বছর বয়সি অভিরামির সঙ্গে ঠোঁটে ঠোট রেখে চুম্বন করছেন। যা দর্শকদের মোটেও ভাল লাগেনি। আরেকটি দৃশ্যে তৃষার গায়ে গা ঘেঁষে রোমান্স করছেন কমল হাসান। এই দুইটি দৃশ্যই সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় তুলেছে। ক্লিপ গুলি শেয়ার করে নেটিজেনরা লিখেছেন, ৭০ বয়সী কমল হাসানের এমন দৃশ্য করা মানায় না। দুই অভিনেত্রীই তাঁর থেকে অনেক ছোট। আসলে চরিত্রের স্বার্থে এমনটা অভিনয় করতে হয় তারকাদের। জানিয়ে রাখি, ছবিতে আরও অভিনয় করছেন ঐশ্বর্য লক্ষী, সান্যা মলহোত্রা, রবি মোহন।আগামী ৫ জুন মুক্তি পাবে ছবিটি।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

‘আমি কারও কাজ ছিনিয়ে নিতে চাই না’, এবার বলিউড ছাড়লেন স্বনামধন্য কোরিওগ্রাফার

৩ বছর বাদে ফের ছোটপর্দায় ফিরছেন জনপ্রিয় শিশু অভিনেত্রী

বাস্তবে সঙ্গমে লিপ্ত হয়েছিলেন নায়ক নায়িকা, এই সিনেমাগুলি ভেঙে দিয়েছিল যাবতীয় ট্যাবু

‘পুষ্পা ২’-এর বিরাট সাফল্যের পরেও পারিশ্রমিক কমছে রশ্মিকার, তবে কী অভিনয় ছাড়ছেন?

ভক্তদের ভিড়ে নাজেহাল অবস্থা, চিৎকার করে দেহরক্ষীকে খুঁজতে হল নুসরতকে

‘আমার সংসার ভেঙেছে প্রীতি’, শেখর কাপুরের সঙ্গে বিচ্ছেদের কারণ জানালেন সুচিত্রা

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ