নিজস্ব প্রতিনিধি: বর্তমানে সবচেয়ে জনপ্রিয় কমেডি শো ‘দ্য কপিল শর্মা শো’তে সঞ্চালকের ভূমিকায় রয়েছেন কপিল শর্মা। কয়েক বছর ধরে নিজস্ব কমেডি শো দিয়ে ভারতীয় টেলিভিশনের পর্দা কাঁপাচ্ছেন কপিল।
তবে সম্প্রতি ফিবার এফএম আয়োজিত বাউন্স ব্যাক ভারতের এক অনুষ্ঠানে নিজের কেরিয়ারের বেস কিছু অজানা তথ্য তুলে ধরেন তিনি।
তিনি জানিয়েছেন, ‘আমি কালার্সের অফিসে গিয়েছিলাম। তাঁরা আমাকে ডেকেছিল একটি শো সঞ্চালনার জন্য। শোটি ছিল ঝলক দিখলাজা। মণীশ পালের সঙ্গে ওই শো আমাকে হোস্ট করতে হবে’। এরপরই চ্যানেল কর্তৃপক্ষের পক্ষ থেকে তাঁকে বলা হয়, আপনি বড্ড মোটা, একটু ওজন কম করুন। এই বিষয়টা আমি চ্যানেল কর্তৃপক্ষকে জানাই। তাঁরা আমাকে আশ্বাস দেন এবং প্রযোজনা সংস্থাকে বোঝায়।
তবে এখানেই শেষ নয়, কপিল সরাসরি চ্যানেল কর্তৃপক্ষকে কমেডি শো চালু করার প্রস্তাব দেয়। এরপরই নিজের ভাবনা তুলে ধরেন তিনি। যা পছন্দ হয় চ্যানেলর। ২০১৩ সালে একই সঙ্গে ‘ঝলক দিখলা জা’ এবং ‘দ্য কমেডি নাইটস উইথ কপিল’ হোস্ট করেছিলেন এই তারকা। মাত্র ২৫টি এপিসোডের পরিকল্পনা নিয়ে পথচলা শুরু হয়েছিল ‘কমেডি নাইটস উইথ কপিল’-এর। কিন্তু ৫০০ এপিসোডের মাইলস্টোন ছুঁয়ে ছিল এই শো। ২০১৩ সাল থেকে শুরু হওয়া এই কমেডি শো চলেছিল দীর্ঘ তিন বছর। উল্লেখ্য, বর্তমানে সোনি টিভিতে ‘দ্য কপিল শর্মা’ শো সঞ্চালনা করছেন কপিল।