Comm Ad 2020-LDC Haringhata Meet

নতুন সিজনে 'বিগবসে'র ঘরে করণ জোহর!

Share Link:

নতুন সিজনে 'বিগবসে'র ঘরে করণ জোহর!

নিজস্ব প্রতিনিধি: শুরু হতে চলেছে 'বিগবস ১৫'। তবে এবারে একটু অন্যরকম ভাবে শুরু হতে চলেছে জনপ্রিয় এই রিয়্যালিটি শো। চ্যানেলে নয়, এবার বিগবস প্রিমিয়ার হতে চলেছে ওটিটিতে। ‘ভুট’ সম্প্রতি ‘বিগ বস’ ওটিটির প্রিমিয়ারের বিষয় ঘোষণা করেছে। অত্যন্ত প্রত্যাশিত রিয়েলিটি শোয়ের প্রথম ছয় সপ্তাহ অনুরাগীদের হাতের মুঠোয় সারাদিন থাকবে। তবে এই শোয়ের হোস্টের ভুমিকায় দেখা যাবে এবার করণ জোহরকে।

প্রথম ছ’সপ্তাহ শো-টি হোস্ট করবেন বলিউডের বিখ্যাত নির্মাতা ও পরিচালক করণ জোহর। নতুন এই বিগ বস ওটিটির বিষয়ে মন্তব্য করে সলমন খান বলেন, 'এটা দুর্দান্ত যে বিগ বসের এই সিজন টেলিভিশন থেকে ছ’সপ্তাহ আগে বিগ বস ওটিটির সঙ্গে ডিজিটালে প্রথম দেখানো হবে। প্ল্যাটফর্মটি অতুলনীয় ইন্টারঅ্যাকটিভিটি দেখতে পাবে যেখানে দর্শক কেবল বিনোদন পাবে তা নয় বরং এতে অংশ নেবে, জুড়বেন থাকবে, টাস্ক দেবে এবং আরও অনেক কিছু। সমস্ত প্রতিযোগীদের কাছে আমার পরামর্শ সক্রিয় থাকুন, বিনোদন দিতে থাকুন এবং বিগ বস হাউসে নিজেকে ভালভাবে পরিচালনা করুন।'

উল্লেখ্য, ওটিটিতে সঞ্চালনার জন্য প্রথমে উঠে এসেছিল সিদ্ধার্থ শুক্লার নাম। পাশাপাশি, বিগবস সিজন ১৫ শুরু হওয়ার খবর নিশ্চিত করেছেন এই স্ট্রিমিং প্ল্যাটফর্মের প্রধান ফেরজাদ পালিয়া। টেলিপাড়ায় জোর গুঞ্জন, অনুষা দাণ্ডেকর, দিশা বকানি, পার্থ সামন্থন, ক্রুষ্ণা অভিষেক, মোহসিন খান, নিয়া শর্মার মতো হিন্দি টেলিভিশনের এ-লিস্টারদের দেখা যাবে বিগ বস সিজন ১৫-তে। 

   

Comm AD 12 Myra

Leave A Comment

Don’t worry ! Your email & Phone No. will not be published. Required fields are marked (*).

এই মুহূর্তে Live

Comm Ad 2020-himalaya RC

Stay Connected

Get Newsletter

Featured News

Advertisement

corona 02

নিউ ইয়র্কে শুরু হল মেট গালা ২০২১। নিউইয়র্কে এই অনুষ্ঠানে ছিল তারকাদের ভিড়। ফ্যাশন, স্টাইল ও দুর্দান্ত ডিজাউনে সব তারকারা হাজির হয়েছিলেন বিচিত্র সব পোশাক পরে। মেট গালার রেড কার্পেটে হাঁটার জন্য কী পরবেন সেলেবরা, তার প্রস্তুতি চলতে থাকে বছরের পর বছর ধরে। করোনার কারণে গত বছর আসরটি বসেনি। তাই এবার যেন তারার মেলা বসে গিয়েছিল।

নিউ ইয়র্কে শুরু হল মেট গালা ২০২১। নিউইয়র্কে এই অনুষ্ঠানে ছিল তারকাদের ভিড়। ফ্যাশন, স্টাইল ও দুর্দান্ত ডিজাউনে সব তারকারা হাজির হয়েছিলেন বিচিত্র সব পোশাক পরে। মেট গালার রেড কার্পেটে হাঁটার জন্য কী পরবেন সেলেবরা, তার প্রস্তুতি চলতে থাকে বছরের পর বছর ধরে। করোনার কারণে গত বছর আসরটি বসেনি। তাই এবার যেন তারার মেলা বসে গিয়েছিল।

দৃষ্টি আকর্ষণ করেছেন লিল নাসকের রাজকীয় পোশাক। সোনালি সুপারহিরোর পোশাকে হাজির ছিলেন তিনি।

দৃষ্টি আকর্ষণ করেছেন লিল নাসকের রাজকীয় পোশাক। সোনালি সুপারহিরোর পোশাকে হাজির ছিলেন তিনি।

সম্পূর্ণ কালো পোশাক নজর কাড়লেন কিম কারদাশিয়ান।

সম্পূর্ণ কালো পোশাক নজর কাড়লেন কিম কারদাশিয়ান।

রালফ লরেনের তৈরি পশমের পোশাকে ধরা দিয়েছেন জেনিফার লোপেজ। সঙ্গে ছিলেন বেন অ্যাফ্লেক। এ বার সামাজিক অনুষ্ঠানেও দেখা দিলেন যুগলে। মেট গালা ২০২১-এর হোয়াইট কার্পেটে অবশ্য আলাদাই হাঁটলেন জেনিফার ও বেন। ভিতরে গিয়ে মাস্ক পরেই চুম্বনে মগ্ন হলেন দুই তারকা।

রালফ লরেনের তৈরি পশমের পোশাকে ধরা দিয়েছেন জেনিফার লোপেজ। সঙ্গে ছিলেন বেন অ্যাফ্লেক। এ বার সামাজিক অনুষ্ঠানেও দেখা দিলেন যুগলে। মেট গালা ২০২১-এর হোয়াইট কার্পেটে অবশ্য আলাদাই হাঁটলেন জেনিফার ও বেন। ভিতরে গিয়ে মাস্ক পরেই চুম্বনে মগ্ন হলেন দুই তারকা।

সুপার মডেল ইমন চমত্কার পালকযুক্ত স্বর্ণ এবং বেইজ হেডড্রেস এবং স্কার্ট বেছে নিয়েছিল। মাথার পিছনে বসানো সাদা আর সোনালি হেড পিস দেখাল চক্রের মতো।

সুপার মডেল ইমন চমত্কার পালকযুক্ত স্বর্ণ এবং বেইজ হেডড্রেস এবং স্কার্ট বেছে নিয়েছিল। মাথার পিছনে বসানো সাদা আর সোনালি হেড পিস দেখাল চক্রের মতো।

Voting Poll (Ratio)

corona 02
Comm Ad 026 BM