এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

45th BIRTHDAY RANI MUKHERJEE: করণ জোহরের রক্ষাকবচ, অস্কারে মনোনয়ন, লেখিকা হিসেবে আত্মপ্রকাশ!

নিজস্ব প্রতিনিধি: রানি মুখোপাধ্যায়। বলিউড ইন্ডাস্ট্রির একজন সুপারস্টার অভিনেত্রী। বাঙালি কন্যা হয়ে মুম্বই ইন্ডাস্ট্রিতে কয়েক দশক ধরে চুটিয়ে রাজ করছেন অভিনেত্রী। একাধিক সুপারস্টারের সঙ্গে বেঁধেছেন জুটি, সবার সঙ্গেই রানি রসায়ন একেবারে জমজমাট। সাধে কি তিনি রানি, কুইন। শাহরুখ বলুন কি আমির বা সলমন বা গোবিন্দা, সবার সঙ্গেই তাঁর কেমিস্ট্রি আজও দর্শকের মনে চিরস্থায়ী। আজ রানি মুখার্জির ৪৫ তম জন্মদিন। মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে-ছবির জন্যে ইতিমধ্যেই সংবাদের শিরোনামে নিজেকে বসিয়েছেন অভিনেত্রী। তাঁর অভিনয় দেখে এখনও ভক্তরা মুগ্ধ। জন্মদিনের আগেই পাপারাজ্জিদের সঙ্গে জমিয়ে জন্মদিন সেলিব্রেশন করলেন অভিনেত্রী। আজ তাঁর জন্মদিন উপলক্ষে একটু ব্যক্তিগত জীবনে ঢোকা যাক রানির। বলিউডের অন্যতম বিতর্কিত নায়িকা। তাঁর ব্যক্তিগত জীবনও খুব একটা লাইমলাইটে আসেনা বললেই চলে। বিখ্যাত পরিচালক যশ চোপড়ার বহুরানী তিনি। ছেলে আদিত্য চোপড়ার দ্বিতীয় স্ত্রী। কিন্তু কিভাবে প্রেমে পড়লেন তিনি আদিত্যর?

আদিত্য এবং রানি দুজনেই এখন ৭ বছর বয়সী কন্যা আদিরার বাবা-মা। ১৯৯৭ সালে ‘রাজা কি আয়েগি বারাত’ চলচ্চিত্রের মাধ্যমে বলিউডে অভিষেক ঘটে রানির। ঠিক তার পরের বছরই, করণ জোহরের পরিচালনায় আইকনিক সিনেমা শাহরুখ-কাজলের ‘কুছ কুছ হোতা হ্যায়’ দিয়ে লাইমলাইটে আসেন তিনি। পরবর্তীতে, ভির জারা, চলতে চলতে, হাম তুম, কভি আলবিদা না কেহনা, এবং বান্টি অর বাবলি-সহ বেশ কয়েকটি ব্যবসায়িকভাবে সফল চলচ্চিত্রে নজরকাড়া অভিনয়ের মাধ্যমে নিজেকে সেই সময়ের অন্যতম শীর্ষ অভিনেত্রী হিসাবে প্রতিষ্ঠিত করেন রানি।

লেখিকা হিসেবে আত্মপ্রকাশ

তবে তাঁর পারিবারিক ইতিহাস এবং চলচ্চিত্র শিল্পের বিষয়ে অনেকেই অনেক তথ্য জানেন না। তিনি মুখোপাধ্যায় পরিবারে জন্মগ্রহণ করেন। কাজল এবং তানিশা মুখোপাধ্যায়ের কাজিন রানি মুখোপাধ্যায়। তাঁর বাবা শমু মুখার্জিও একজন পরিচালক ছিলেন। তিনি তাঁর আত্মজীবনী Candid and Intimate দিয়ে তিনি একজন লেখক হিসেবেও আত্মপ্রকাশ করতে চলেছেন। যেটি হার্পার কলিন্স ইন্ডিয়া দ্বারা প্রকাশিত আজ তাঁর জন্মদিন উপলক্ষে মুক্তি পাওয়া কথা৷

করণ জোহরের রক্ষা কবচ

করণ জোহর রানিকে সবসময়ই তাঁর ভাগ্যবান কবজ হিসাবে বিবেচনা করেন। কারণ অভিনেত্রী তাঁর চলচ্চিত্র কাভি খুশি কাভি গম এবং কাল হো না হো সহ একাধিক ছবিতে অনেক ক্যামিও ভূমিকা পালন করেছেন।

আদিত্য চোপড়ার সঙ্গে বিয়ে

হিন্দি চলচ্চিত্রের অন্যতম শক্তিশালী অভিনেত্রী রানি মুখোপাধ্যায়। ২০১৪ সালে, তিনি হিন্দি সিনেমার অন্যতম বড় প্রযোজক আদিত্য চোপড়াকে বিয়ে করেন রানি। বর্তমানে তিনি ফিল্ম প্রোডাকশন হাউস যশ রাজ ফিল্মসের চেয়ারম্যান। কিন্তু জানেন কি, আদিত্য চোপড়াই করণ জোহরের ‘কুছ কুছ হোতা হ্যায়v-এর জন্য রানির নাম প্রস্তাব করেছিলেন। যখন প্রায় ৮ জন অভিনেত্রী টিনার চরিত্র করতে মানা করে দিয়েছিলেন। তবে আদিত্য চোপড়া এর আগে পায়েল খান্নাকে বিয়ে করেছিলেন। তাঁদের সম্পর্ক ৮ বছর স্থায়ী ছিল। তাঁদের বিচ্ছেদের পাঁচ বছর পর ইতালিতে আদিত্য ও রানি বিয়ে করেন। তাঁদের বিয়ে গোপন রাখা হয়েছিল, শুধুমাত্র দম্পতির বন্ধু এবং পরিবারের সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

রানি মুখার্জির আইকনিক চলচ্চিত্র

রানী খুব অল্প বয়সে ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রাখেন এবং তারপর থেকে তিনি বেশ কিছু ব্যতিক্রমী চরিত্রে অভিনয় করেছেন। তাঁর কিছু শক্তিশালী ভূমিকার মধ্যে রয়েছে ব্ল্যাক-এ মিশেল ম্যাকনালি এবং নো ওয়ান কিল্ড জেসিকা-তে মীরা গেইটি। এছাড়াও বান্টি অউর বাবলি, সাথিয়া, হাম তুম, yuv এবং আরও অনেকগুলি ব্যবসায়িকভাবে সফল রোমান্টিক ছবিতে অভিনয় করেছেন রানি।
তবে তার মধ্যে দুটি চলচ্চিত্র পহেলি এবং হে রাম-ছবি দুটি অস্কারে মনোনীত হয়েছিল।

সহশিল্পীদের সঙ্গে তার সম্পর্ক

একটি সাক্ষাৎকারে, অভিনেত্রী প্রকাশ করেছেন যে, তার পুরুষ সহ-অভিনেতা যেমন শাহরুখ খান, সাইফ আলী খান এবং আমির খানের সঙ্গে আজও তাঁর ভাল সম্পর্ক রয়েছে। তাঁকে প্রায়ই এই অভিনেতাদের সঙ্গে আড্ডা দিতে দেখা যায় এবং একসঙ্গে অনেক চ্যাট শোতে উপস্থিত হতে দেখা যায়। তিনি চলচ্চিত্র নির্মাতা করণ জোহরের সঙ্গেও বন্ধুত্ব বজায় রেখেছেন।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

‘যদি ব্যান হয়ে যাই’, রাজনীতিকে খুব ভয় পান বিদ্যা বালন, কিন্তু কেন?

অবৈধ অ্যাপে IPL-স্ট্রিমিংয়ের প্রচার, মহারাষ্ট্র সাইবার সেলের সমন পেলেন তামান্না

বিশাল অফার! এবার থেকে মাত্র ২৯ পয়সায় দেখতে পারবেন হলিউড সিনেমা, কোথায়?

‘ডান্স দিওয়ানে’-র মঞ্চে ২৭ বছরের স্মৃতি তাজা করলেন মাধুরী-করিশ্মা

আবির বা যীশু নয়, ‘সারেগামাপা’র নয়া সিজনের দায়িত্বে অন্য কেউ, কে তিনি?

বিরতি ছাড়াই রোজ ‘৯-৫’ টার ডিউটি, গাড়িতেই লাঞ্চ, হঠাৎ এমন হাল কেন বিগ বি-র?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর