পুত্র সন্তানের জন্মের পর শুভেচ্ছা বার্তা সইফ-করিনাকে
Share Link:

নিজস্ব প্রতিনিধি: অবশেষে অপেক্ষার অবসান। পুত্র সন্তানের জন্ম দিলেন বেবো। কাপুর পরিবারে এখন খুশির হাওয়া। সবেমাত্র বাড়িতে এসেছে বাড়ির ছোট সদস্য। মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে গত তিনদিন আগেই ভর্তি হন করিনা। ফেব্রুয়ারির ১০ তারিখ নাগাদ বেবো-র বাবা রণধীর কাপুর জানিয়েছিলেন, ১৫ ফেব্রুয়ারি নাগাদ চিকিৎসকরা ডেট দিয়েছেন। ফলে সেরকম সময় ভূমিষ্ঠ হবে সন্তান। তার আগে অবশ্য ছোটে নবাব জানিয়েছিলেন ফেব্রুয়ারিতেই তিনি চতুর্থ সন্তানের বাবা হবেন। ১৫ ফেব্রুয়ারি পেরিয়েছে। কিন্তু করিনাকে ১৫ ফেব্রুয়ারি রাতের পরে আর বাড়ির বাইরে দেখা যায়নি। এরই মধ্যে করিনার বাবা-মা, রণধীর কাপুর এবং ববিতাকে মুম্বইয়ের বান্দ্রার মাউন্ট মেরি চার্চে প্রার্থনা করতে দেখা গিয়েছে। অপেক্ষায় ছিল ছোট্ট তৈমুরও।

অন্যদিকে, পুত্র সন্তানের জন্ম দেওয়ার খবর পাওয়া মাত্রই ডিজাইনার মনীশ মালহোত্রা-সহ অনেক ঘনিষ্ঠরাই সইফ-করিনাকে সোশ্যাল মিডিয়া পোস্টে শুভেচ্ছা জানিয়েছেন। এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে করিনার বাবা জানিয়েছেন, "আপাতত সুস্থ আছেন মা ও সন্তান। যদিও এখনো পর্যন্ত আমি তাঁদের দেখিনি। তবে করিনার সঙ্গে আমার কথা হয়েছে, সে জানিয়েছে যে তাঁরা সুস্থ আছে। আমি আবার দাদু হতে পেরে খুবই খুশি। ওদের জন্য আমি প্রার্থনা করছি।" এছাড়া তিনি আরো জানিয়েছেন, "তৈমুর ভীষণ উৎসাহিত, তাঁর ছোট ভাইকে দেখার জন্য। এমনকি সইফ খুব খুশি। আমি ওদের সবার জন্য প্রার্থনা করেছি।" উল্লেখ্য, করিনা দ্বিতীয়বার মা হলেও এই চতুর্থবার বাবা হতে চলেছেন সইফ। অভিনেতার প্রথম পক্ষের স্ত্রী অমৃতা সিং ও সইফের দুই সন্তান-সারা ও ইব্রাহিম।

অন্যদিকে, পুত্র সন্তানের জন্ম দেওয়ার খবর পাওয়া মাত্রই ডিজাইনার মনীশ মালহোত্রা-সহ অনেক ঘনিষ্ঠরাই সইফ-করিনাকে সোশ্যাল মিডিয়া পোস্টে শুভেচ্ছা জানিয়েছেন। এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে করিনার বাবা জানিয়েছেন, "আপাতত সুস্থ আছেন মা ও সন্তান। যদিও এখনো পর্যন্ত আমি তাঁদের দেখিনি। তবে করিনার সঙ্গে আমার কথা হয়েছে, সে জানিয়েছে যে তাঁরা সুস্থ আছে। আমি আবার দাদু হতে পেরে খুবই খুশি। ওদের জন্য আমি প্রার্থনা করছি।" এছাড়া তিনি আরো জানিয়েছেন, "তৈমুর ভীষণ উৎসাহিত, তাঁর ছোট ভাইকে দেখার জন্য। এমনকি সইফ খুব খুশি। আমি ওদের সবার জন্য প্রার্থনা করেছি।" উল্লেখ্য, করিনা দ্বিতীয়বার মা হলেও এই চতুর্থবার বাবা হতে চলেছেন সইফ। অভিনেতার প্রথম পক্ষের স্ত্রী অমৃতা সিং ও সইফের দুই সন্তান-সারা ও ইব্রাহিম।
Kareena Kapoor Khan and Saif Ali Khan blessed with a baby boy, announces their relative Riddhima Kapoor Sahni
— ANI (@ANI) February 21, 2021
(file photo) pic.twitter.com/BhS7YIi8Mn
Congratulations to my dearest #KareenaKapoorKhan and fabulous #SaifAliKhan
— Manish Malhotra (@ManishMalhotra) February 21, 2021
More News:
1st March 2021
1st March 2021
1st March 2021
1st March 2021
1st March 2021
1st March 2021
1st March 2021
28th February 2021
28th February 2021
28th February 2021
Leave A Comment