সদ্যোজাতকে নিয়ে বাড়ি ফিরলেন 'ড্যাডি কুল' সইফ
Share Link:

নিজস্ব প্রতিনিধি: সদ্যোজাতকে নিয়ে বাড়ি ফিরলেন সইফ-করিনা। সম্প্রতি চতুর্থবার বাবা হলেন সইফ আলি খান। নবজাতকের জন্মের পরেই ছোটে নবাব জানিয়েছিলেন ‘মা’করিনা এবং সদ্যজাত দু’জনেই ভাল আছেন। সুস্থ আছেন। আজ মুম্বইয়ের ব্রিচক্যান্ডি হাসপাতাল থেকে মা-সন্তান দু’জনকেই ছেড়ে দেওয়া হয়েছে। নবজাতককে নিয়ে বাড়ি ফিরলেন তাঁরা।
নবজাতককে নিয়ে বাড়ি ফেরার ছবি ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গেছে, ড্রাইভারের পাসে সইফের কোলে বসে আছে দাদা তৈমুর। পেছনে নবজাতককে নিয়ে বসে আছেন মা করিনা।
করিনার দ্বিতীয় পুত্র সন্তানের খবরে খুব খুশি করিশ্মা কাপুর। আরও একবার মাসি হতে পেরে তিনি আপ্লুত। করিনার ছোটবেলার ছবি নিজের ইনস্টাতে পোস্ট করে নিজের খুশি ভাগ করেছেন তিনি। বলিউডেও খুশির হাওয়া। নবাব দম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন মনীশ মালহোত্রা, দিয়া মির্জা, নেহা ধুপিয়া, সুভাষ ঘাই, অমৃতা আরোরা। করিনার বাবা রণধীর কাপুর নতুন করে ‘দাদু’ হতে পেরে খুবই খুশি। তিনি সম্প্রতি একটি সাক্ষাৎকারে নিজের আনন্দের খবর জানিয়ে বলেছেন “ আমি তো খুশিই, তৈমুরও দাদা হয়ে খুব আনন্দ পেয়েছে। আমি প্রাণ ঢেলে ওদের আর্শীবাদ করছি।”
নবজাতককে নিয়ে বাড়ি ফেরার ছবি ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গেছে, ড্রাইভারের পাসে সইফের কোলে বসে আছে দাদা তৈমুর। পেছনে নবজাতককে নিয়ে বসে আছেন মা করিনা।
করিনার দ্বিতীয় পুত্র সন্তানের খবরে খুব খুশি করিশ্মা কাপুর। আরও একবার মাসি হতে পেরে তিনি আপ্লুত। করিনার ছোটবেলার ছবি নিজের ইনস্টাতে পোস্ট করে নিজের খুশি ভাগ করেছেন তিনি। বলিউডেও খুশির হাওয়া। নবাব দম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন মনীশ মালহোত্রা, দিয়া মির্জা, নেহা ধুপিয়া, সুভাষ ঘাই, অমৃতা আরোরা। করিনার বাবা রণধীর কাপুর নতুন করে ‘দাদু’ হতে পেরে খুবই খুশি। তিনি সম্প্রতি একটি সাক্ষাৎকারে নিজের আনন্দের খবর জানিয়ে বলেছেন “ আমি তো খুশিই, তৈমুরও দাদা হয়ে খুব আনন্দ পেয়েছে। আমি প্রাণ ঢেলে ওদের আর্শীবাদ করছি।”
More News:
2nd March 2021
1st March 2021
1st March 2021
1st March 2021
1st March 2021
1st March 2021
1st March 2021
1st March 2021
28th February 2021
Leave A Comment