করোনা ঠেকাতে মাস্ক পরছেন করিনা, দাম কত জানেন?
Share Link:

নিজস্ব প্রতিনিধি: করোনার দ্বিতীয় ঢেউয়ে কাবু মহারাষ্ট্র। এবার করোনার থাবা বসেছে বলিউডেও। আক্রান্ত হচ্ছেন একের পর এক বলিউড তারকা। আক্রান্তের তালিকায় আছেন রণবীর কাপুর, আলিয়া ভাট, পরেশ রাওয়াল, অক্ষয় কুমারের মতো তারকারাও। তাই এবার মানুষকে করোনা থেকে বাঁচতে সোশ্যাল মিডিয়ায় নিজের ছবি পোস্ট করে করোনাবিধি মেনে চলার পরামর্শ দিলেন তারকা অভিনেত্রী করিনা কাপুর খান।
তবে সেই ছবি দেখেই চোখ কপালে উঠেছে মানুষের। কারণ সাবধানবাণী জানানোর পাশাপাশি তিনি যে মাস্কটি পরে ছবি দিয়েছেন, সেটি কোনও সাধারণ মাস্ক নয়। করোনা থেকে বাঁচতে তিনি ব্যবহার করছেন এক বিদেশি ব্র্যান্ডের মাস্ক, যার বাজারমূল্য 'মাত্র' ৩৫৫ ডলার। যা কিনা ভারতীয় মুদ্রায় দাঁড়ায় ২৫,৯৯৪ টাকায়। ফলে ছোটে নবাবের বেগমের কথামতো করোনা থেকে বাঁচতে এতো টাকা দিয়ে সামগ্রী কেনার কথা ভেবে নাভিশ্বাস উঠেছে আমজনতার।

তবে সেই ছবি দেখেই চোখ কপালে উঠেছে মানুষের। কারণ সাবধানবাণী জানানোর পাশাপাশি তিনি যে মাস্কটি পরে ছবি দিয়েছেন, সেটি কোনও সাধারণ মাস্ক নয়। করোনা থেকে বাঁচতে তিনি ব্যবহার করছেন এক বিদেশি ব্র্যান্ডের মাস্ক, যার বাজারমূল্য 'মাত্র' ৩৫৫ ডলার। যা কিনা ভারতীয় মুদ্রায় দাঁড়ায় ২৫,৯৯৪ টাকায়। ফলে ছোটে নবাবের বেগমের কথামতো করোনা থেকে বাঁচতে এতো টাকা দিয়ে সামগ্রী কেনার কথা ভেবে নাভিশ্বাস উঠেছে আমজনতার।

More News:
15th April 2021
নাগা সন্ন্যাসীদের জমায়েত নিয়ে মন্তব্য, খুনের হুমকি করণ ওয়াহিকে
15th April 2021
15th April 2021
15th April 2021
15th April 2021
14th April 2021
14th April 2021
14th April 2021
Leave A Comment