-273ºc,
Saturday, 3rd June, 2023 3:50 am
নিজস্ব প্রতিনিধি: সেলিব্রিটিদের ঘিরে ট্রোলিংয়ের শেষ নেই। হলি থেকে বলি, টলি থেকে অন্যান্য ইন্ডাস্ট্রির তারকারা সবসময়েই সোশ্যাল মিডিয়ায় ট্রোলড হচ্ছেন। যাঁদের মধ্যে কেউ কেউ ট্রোলারদের বিরুদ্ধে উত্তর দেন, আবার কেউ এড়িয়ে চলেন। প্রখ্যাত আমেরিকান টেলিতারকা কিম কার্দাশিয়ানের বোন খোলো আলেকজান্ড্রা কার্দাশিয়ানও (Khloe Kardashian) জনপ্রিয় আমেরিকান টেলি তারকা। তবে তিনি সোশ্যাল মিডিয়ায় ট্রোলিংয়ের কারণে বেশি চর্চিত। দিদির মতো তিনিও প্রায়শই নির্মম সমালোচনার শিকার হন। সঙ্গে তাঁকে নিয়ে ট্রোলড তো চলতেই থাকে। তবে এবার তিনি ট্রোলারদের উচিত শিক্ষা দিলেন।
কয়েকদিন আগে নিজের একটি ছবি পোস্ট করে খোলো ক্যাপশনে লিখেছিলেন, “শুভ রবিবার।” সেই ছবিতেই কটাক্ষের বান ধেয়ে আসে। একজন বলেন, ‘ছবিতে কি লাগিয়ে রেখেছেন, মুখে ব্যান্ডেজ লাগিয়ে স্টাইল মারা যাবেনা!’ এরপরেই খোলো ওই ট্রোলারের উদ্দেশ্যে লেখেন, “একটি ব্যান্ডেজ। আমার মুখ থেকে একটি টিউমার সরানো হয়েছে কিন্তু আমি পুরোপুরি ঠিক আছি। জিজ্ঞাসা করার জন্য আপনাকে ধন্যবাদ।” খোলো কার্দাশিয়ান আরও বলেন, “হ্যাঁ আমি আপনাদের জন্যে একটি লাইভ করেছি। এই ছবিটিতে কোনোরকম ফটোশপ করা নেই। আর তা প্রমাণ করতেই আমি একটি লাইভ ভিডিও শেয়ার করলাম।”
তিনি শরীরের সমস্যাগুলির সঙ্গে সংগ্রাম প্রসঙ্গে লিখেছেন, “আমার শরীর, আমার চিত্র এবং আমি কীভাবে দেখতে পছন্দ করি এবং আমি যা শেয়ার করতে চাই তা হল আমার পছন্দ।” টেলিভিশন রিয়েলিটি সিরিজ ‘কিপিং আপ উইথ দ্য কারদাশিয়ানস’-এ খোলোর অভিনয় বেশ প্রশংসিত। শোটি প্রথম ২০০৭ সালের অক্টোবরে প্রিমিয়ার হয়েছিল। এই শোটি কিম, তাঁর বোন কর্টনি এবং খোলো কার্দাশিয়ানের পাশাপাশি কেন্ডাল (এখন একজন সুপারমডেল) এবং কাইলি জেনারকেও বিশ্বব্যাপী তারকা বানিয়েছিল। কিপিং আপ উইথ দ্য কারদাশিয়ানস শেষ হওয়ার পর, কারদাশিয়ান-জেনার গোষ্ঠী তাদের জীবনের উপর ভিত্তি করে দ্য কার্দাশিয়ান শিরোনামের আরেকটি রিয়েলিটি টিভি সিরিজে প্রদর্শিত হয়েছিল।