এই মুহূর্তে




কানের মেট গালা ইভেন্টে দুর্দান্ত সাজে কিয়ারা, মুগ্ধ বিশ্ববাসী

নিজস্ব প্রতিনিধি: ১৪ মে থেকে শুরু হয়েছে বিশ্বের সবচেয়ে বড় চলচ্চিত্র উৎসব ‘কান ফিল্মোৎসব ২০২৪’। প্রতি বার ফ্রান্সের কানে অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠান। যাতে উপস্থিত থাকেন বিশ্বের সব মান্য গন্য তারকারা এবং কানে ফিল্ম ফেস্টিভ্যালে প্রিমিয়ার হয় বিশ্বের একাধিক বাছাই করা ছবি। এ বছরেও ভারত থেকে প্রায় ৭ টি ছবি কানে প্রিমিয়ার হবে। উৎসবের শুভ উদ্বোধন হয়েছে কিংবদন্তি অভিনেত্রী মেরিল স্ট্রিপের হাত ধরে। যাই হোক, এবারেও ভারতের অনেক তারকারা কান উৎসবের আমন্ত্রণ পেয়েছেন। যাঁদের মধ্যে রয়েছেন, ঐশ্বর্য রাই বচ্চন, কিয়ারা আদভানি, শোভিতা ধুলিপালা, ঊর্বশী রাউতেলা, রাজপাল যাদব প্রমুখ।এমনকি কানে লাইভ গান গাওয়ার সুযোগ পেয়েছেন জনপ্রিয় প্লেব্যাক গায়ক শানের ছেলে মাহি। যাই হোক, ঐশ্বর্য রাই বচ্চন কানের দ্বিতীয় দিনেই সেখানে পৌঁছে গিয়ে ছিলেন মেয়ের সঙ্গে।

তবে সেখানে যাওয়ার আগেই তাঁর হাত ভেঙে যায়। কিন্তু হাত ভাঙা অবস্থাতেই তিনি কানের রেড কার্পেটে হেঁটে অবাক করেছেন গোটা বিশ্ববাসীকে। আর প্রতি মুহূর্তে মাকে আগলে রেখেছিলেন আরাধ্যা। কানের রেড কার্পেটে দুদিন হেঁটেছেন তিনি। এবং গতকালই ফিরে এসেছেন। এদিকে কান উৎসবে নিজের দুর্ধর্ষ চেহারা দিয়ে একের পর এক বোমা ফাটাচ্ছেন কিয়ারা আদভানি। এ বছরেই তিনি কানে ডেবিউ করলেন। তিনি কান উৎসবের জন্যে ফ্রান্সে উড়ে গিয়েছেন উৎসবের তৃতীয় দিনে। প্রথম দিন কানে হাতির দাঁতে একটি অত্যাশ্চর্য পোশাকে অভিষেক করার পর, এবার কিয়ারা সম্মানজনক ইভেন্টে তাঁর দ্বিতীয় দিনের চেহারা দিয়ে ভক্তদের বাকরুদ্ধ করেছেন। কিয়ারা রেড সি ফিল্ম ফাউন্ডেশনের উইমেন ইন সিনেমা গালা ডিনারে একটি অফ-শোল্ডার সিল্ক গোলাপী এবং কালো গাউনে অংশ নিয়েছিলেন।

ইভেন্টের বেশ কয়েকটি এই মূহুর্তে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। কিয়ারা গর্বিতভাবে বিশ্বব্যাপী প্ল্যাটফর্মে ভারতকে প্রতিনিধিত্ব করছেন। প্রতিবছরেই কানে ভ্যানিটি ফেয়ার আয়োজিত রেড সি ফিল্ম ফাউন্ডেশনের উইমেন ইন সিনেমা গালা ডিনারে দেশের প্রতিনিধিত্ব করেন সকল অভিনেতারা। এই ইভেন্টটি বিভিন্ন দেশের বিনোদন শিল্পে নারীদের কৃতিত্বকে সম্মানিত করে। অনুষ্ঠানে, ‘কবীর সিং’ অভিনেতা গোলাপী এবং কালো রঙের একটি অফ-শোল্ডার সিল্ক গাউন পরেছিলেন, যার পিছনে একটি বড় গোলাপী ধনুক ছিল। তিনি একটি উচ্চ বান এবং একটি নেকলেস এবং কালো জরি গ্লাভস দিয়ে তাঁর চেহারাটি সম্পূর্ণ করেন। ইভেন্টের একটি ভাইরাল ভিডিওতে, কিয়ারাকে তাঁর কেরিয়ার এবং কানে অভিষেক সম্পর্কে কথা বলতে দেখা যায়। তিনি বলেন, “এটা খুবই নম্র। এটা খুব খুব বিনীত। আমার ক্যারিয়ার এখন এক দশক হতে চলেছে। তাই আমি মনে করি এটি একটি বিশেষ মুহূর্ত আমার কাছে। আমি সত্যিই খুব নম্র বোধ করছি কানে প্রথমবারের মতো এখানে এসে এবং রেড সি ফাউন্ডেশন ফর উইমেন ইন সিনেমা দ্বারা সম্মানিত। এটা ঠিক এমন একটি নম্র অভিজ্ঞতা।”

এদিন গালায়, আসিল ওমরান, আধওয়া ফাহাদ, রামাতা-তুলায়ে সাই, সরোচা চাঙ্কিমহা এবং সালমা আবু দেফের সঙ্গে কিযারাকে সম্মানিত করা হয়েছে। রেড সি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে ইভেন্টের বেশ কিছু ছবি শেয়ার করা হয়েছে। এ পর্যন্ত, কিয়ারা ফ্রেঞ্চ রিভেরায় আসার পর থেকে দুটি চেহারায় দেখা গিয়েছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

‘ব্যক্তিগত বিষয় কেন প্রকাশ্যে আনো?’ পুত্রের জন্মের সুখবর দিতেই ক্যাটরিনাকে ধমকালেন সলমন, ভাইরাল স্ক্রিনশট

দেশীয় আনারকলিতে ‘মিস ইউনিভার্স’ মঞ্চের শোভা বাড়ালেন ভারতীয় প্রতিযোগী মণিকা বিশ্বকর্মা

‘হক’-এর অভিনব প্রচার, ভক্তদের চমকে দিয়ে মুখ ঢেকে লোকাল ট্রেনে সফর ইমরান-ইয়ামির

সোশ্যাল মিডিয়ায় বিকৃত ছবি ছড়িয়ে মানহানি, ২০ বছরের তরুণীর বিরুদ্ধে FIR দায়ের অনুপমার

২৪ ঘণ্টায় ১১৬.২ মিলিয়ন ভিউজ, মুক্তির আগেই মাইকেল জ্যাকসন বায়োপিক ট্রেলারের বিশ্ব রেকর্ড

‘ধুরন্ধর’-এর লঞ্চে ২,০০০ ভক্তকে আমন্ত্রণ জানালেন রণবীর সিংহ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ