এই মুহূর্তে




Durga pujo 2024: ‘উৎসবও হোক আবার প্রতিবাদও চলুক’: দেব




নিজস্ব প্রতিনিধি: পুজো মানেই খাওয়া-দাওয়া, পুজো মানেই রাত জেগে বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়া, পুজো মানেই সারা বছরের সমস্ত ক্লান্তি দূরে রেখে আনন্দে মেতে ওঠা, চারটে দিন সমস্ত দুঃখ-কষ্ট ভুলে পরিবার ও কাছের মানুষের সঙ্গে মেতে ওঠা। যদিও আরজি কর-কাণ্ডের প্রতিবাদের মাঝে পুজো পুজো গন্ধটা একটু দেরি করেই পেল বাঙালি। যাই হোক, আন্দোলন চলুক, উৎসবও আসুক। এখন এমনটাই চায় সকলে। চায় তারকারাও। হ্যাঁ, তারকা সাংসদ দেবও তাই চায়। প্রতি বছর পুজোয় কলকাতাতেই থাকার চেষ্টা করেন সুপারস্টার। এ সময় শুটিং বন্ধ, রাজনৈতিক কাজেরও তেমন চাপ থাকে না। আবার মায়ের লাডলা বলে কথা দেব, তাই পরিবারকেই গোটা সময়টা দেন অভিনেতা। তবে পুজোতে একটা না একটা ছবি রিলিজও করে নায়কের। এবারেও তার অন্যথা হচ্ছে না।

পুজোতে রিলিজ করছে সৃজিত মুখোপাধ্যায়ের ছবি ‘টেক্কা’, বহু বছর পর সৃজিতের সঙ্গে জুটি বাঁধছেন অভিনেতা। তাই একদিকে পুজোর খুশি, অন্যদিকে নিজের এলাকা ঘাটালের এমন বন্যা পরিস্থিতিতে কিভাবে আনন্দ করবেন অভিনেতা? আরজি কর-কাণ্ড নিয়েও তিনি কি বলছেন? পুজোতে তাঁর ছবি মুক্তি পাচ্ছে, তা নিয়ে কতটা আশা রাখছেন অভিনেতা? সবটাই জানালেন অভিনেতা একটি সংবাদমাধ্যমকে। আসলে একদিকে পুজো রিলিজ নিয়ে এপ্রান্ত থেকে ওপ্রান্ত ছুটছেন অভিনেতা। তাই ‘টেক্কা’ মুক্তির প্রাক্কালে বেজায় ব্যস্ত তিনি প্রচারে। তবে এসব নিয়ে তেমন কোনও কথা না বললেও এই উত্তাল সময়ে মা দুর্গার কাছে কী চাইবেন, তা অভিনেতা জানিয়েছেন! অভিনেতার কথায়, চলতি বছর পুজোয় মা দুর্গার কাছে শান্তি, স্বাধীনতা, সম্মান, ন্যায় চান তিনি। 

এরপর সিনেমার বিষয়ে অভিনেতা বলেন, তবে সিনেমা মানুষের আনন্দের কারণ। সেই জায়গা থেকে সিনেমা প্রতিবাদের ভাষা থেকে আলাদা নয়। তাই প্রতিবাদ করতে না করছেন না তিনি। কারণ অনেক মানুষের কাছে পুজোর মরশুম রোজগারের একটা বড় উপায়। অনেক হকার, ঢাকিরা গ্রাম ছেড়ে শহরে আসেন পরিবার নিয়ে, রোজগারের আশায়। কোথায় থাকবেন, কোন ক্লাব বায়না দেবে কেউ জানে না। দশমীর পর পরিবার কে নতুন জামাকাপড় কিনে দেওয়ার আশায় প্রচুর স্বপ্ন নিয়ে বাড়ি ফেরেন তাঁরা। তাদের রোজগার যেন কোনও ভাটা না পড়ে। তাই অভিনেতার কথায়, “উৎসবেও ফিরুন, প্রতিবাদও রাখুন।” এদিকে পুজোয় রিলিজ নিয়ে অভিনেতা বলেন, পুজোর ছবি নিয়ে খুব আশাবাদী। তিনি চান ‘টেক্কা’ দেখতে প্রেক্ষাগৃহে মানুষ আসুক। সব শ্রেণীর মানুষের এই ছবি ভাল লাগবে বলে অভিজ্ঞতা বিশ্বাস।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

নদিয়া জেলার কোন কোন পুজো পেল বিশ্ববাংলা শারদ সম্মান?

‘মঞ্জুলিকা’ হতে যুদ্ধ বিদ্যা-মাধুরীর, ‘ভুল ভুলাইয়া ৩’-এর ট্রেলারে চমকে পূর্ণ

দুর্গার এই মন্ত্র জপুন, কেটে যাবে সব বিপদ-বাধা

আগামী বছর এগিয়ে আসছে দুর্গাপুজো, কবে শুরু জেনে নিন…

‘পশু নিয়ে মজা’, ‘বিগ বস ১৮’-এর ঘরে গাধাকে সরানোর নির্দেশ, নির্মাতাদের চিঠি পাঠাল PETA

বেলগাছকে দুর্গা রূপে পুজো, আজও বলির নিয়ম চলে আসছে শীল বাড়িতে

Advertisement

এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর