নিজস্ব প্রতিনিধি: ফের শোকাহত বলিউড, হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন রিয়েলিটি টিভি স্টার জগনূর অনেজা। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৪০ বছর। মিশরে ঘুরতে গিয়ে ঘটে এই ঘটনা।
উল্লেখ্য, কিছুদিন আগেই মিশরে ছুটি কাটাতে গিয়েছিলেন তিনি। সেখান থেকে নিজের সোশ্যাল মিডিয়ায় ছবিও পোস্ট করেছিলেন তিনি। ইয়োহানির ভাইরাল গান ‘মানিগে মাগে হিথে’র সুরে একটি রিল ভিডিও পোস্ট করেছিলেন প্রয়াত রিয়েলেটি টিভি তারকা। সেখানে তিনি লেখেন নিজের স্বপ্নপূরণের কথা। জুগনূর লিখেছিলেন, ‘গির্জার পিরামিড দেখতে পাওয়া আমার কাছে স্বপ্ন সত্যি হওয়ার মতো। আমার বাকেট লিস্ট থেকে আরও একটা স্থান কমে গেল।’
তবে তাঁর মৃ্ত্যুর খবর চাউর হতেই রীতিমত শোকাহত নেটিজেনরা। ‘এমটিভি লভ স্কুল’ অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন জগনূর। শিল্পা শেট্টি, রণবিজয় সিংহের মতো তারকার সঙ্গে ঘনিষ্ঠতা ছিল তাঁর।