মধুর ভান্ডারকরের বাস্তব নিয়ে নতুন ছবি 'ইন্ডিয়া লকডাউন'
Share Link:

নিজস্ব প্রতিনিধি: পরিচালক মধুর ভান্ডারকর বাস্তবকেই হাতিয়ার করেছেন বরাবর। এবারও তার অন্যথা হয়নি। লকডাউনকে কেন্দ্র করেই এবার তাঁর পরবর্তী ছবি। ছবির নামও 'ইন্ডিয়া লকডাউন'।
লকডাউন শুধু ভারত কেন, ২০২০ সাল তামাম বিশ্ববাসীর কাছেই চরম এক বাস্তবের। আবারও সেই বাস্তবকেই হাতিয়ার করলেন পরিচালক মধুর ভান্ডারকর। এই কঠিন বাস্তবকে অবলম্বন করেই তৈরি হবে মধুর ভান্ডারকরের-এর নতুন ছবি 'ইন্ডিয়া লকডাউন'। নতুন বছরে, জানুয়ারি থেকেই শুরু হয়ে যাবে ছবির কাজ। এখন চলছে অভিনেতা বাছাইয়ের কাজ। ছবির প্রযোজনায় ভান্ডরকর এন্টারটেইনমেন্ট এবং পি জে মোশন পিকচার। সোশ্যাল মিডিয়ায় এই খবর প্রকাশ করেছেন চিত্র সমালোচক এবং বাণিজ্য বিশ্লেষক তরণ আদর্শ।
খুব সম্প্রতি করণ জোহরের বিরুদ্ধে ওয়েব শোয়ের নাম চুরির অভিযোগ এনেছিলেন মধুর ভান্ডরকর। নেটফ্লিক্স শুরু হয়েছে করণ জোহরের 'ফ্যাবিউলাস লাইভস অফ বলিউড ওয়াইভস'-শো। এই শোয়ের নাম নিয়েই আপত্তি জানিয়েছিলেন ভান্ডরকর। কিছুদিন আগে টুইটে মধুরভান্ডরকর লিখেছিলেন এ বিষয়ে।
এর আগে ফ্যাশন, পেজ থ্রি, হিরোইন-এর মত বাস্তবধর্মী ছবি তৈরি করে বেশ সফল সফল হয়েছেন পরিচালক। নতুন ছবি 'ইন্ডিয়া লকডাউন'-ও তেমনই সাড়া ফেলবে বলে আশা।
লকডাউন শুধু ভারত কেন, ২০২০ সাল তামাম বিশ্ববাসীর কাছেই চরম এক বাস্তবের। আবারও সেই বাস্তবকেই হাতিয়ার করলেন পরিচালক মধুর ভান্ডারকর। এই কঠিন বাস্তবকে অবলম্বন করেই তৈরি হবে মধুর ভান্ডারকরের-এর নতুন ছবি 'ইন্ডিয়া লকডাউন'। নতুন বছরে, জানুয়ারি থেকেই শুরু হয়ে যাবে ছবির কাজ। এখন চলছে অভিনেতা বাছাইয়ের কাজ। ছবির প্রযোজনায় ভান্ডরকর এন্টারটেইনমেন্ট এবং পি জে মোশন পিকচার। সোশ্যাল মিডিয়ায় এই খবর প্রকাশ করেছেন চিত্র সমালোচক এবং বাণিজ্য বিশ্লেষক তরণ আদর্শ।
খুব সম্প্রতি করণ জোহরের বিরুদ্ধে ওয়েব শোয়ের নাম চুরির অভিযোগ এনেছিলেন মধুর ভান্ডরকর। নেটফ্লিক্স শুরু হয়েছে করণ জোহরের 'ফ্যাবিউলাস লাইভস অফ বলিউড ওয়াইভস'-শো। এই শোয়ের নাম নিয়েই আপত্তি জানিয়েছিলেন ভান্ডরকর। কিছুদিন আগে টুইটে মধুরভান্ডরকর লিখেছিলেন এ বিষয়ে।
এর আগে ফ্যাশন, পেজ থ্রি, হিরোইন-এর মত বাস্তবধর্মী ছবি তৈরি করে বেশ সফল সফল হয়েছেন পরিচালক। নতুন ছবি 'ইন্ডিয়া লকডাউন'-ও তেমনই সাড়া ফেলবে বলে আশা।
More News:
23rd January 2021
23rd January 2021
23rd January 2021
22nd January 2021
21st January 2021
21st January 2021
21st January 2021
উত্তরপ্রদেশের ভাবমূর্তি নষ্টের অভিযোগে সুপ্রিম নোটিশ 'মির্জাপুর'কে
21st January 2021
20th January 2021
19th January 2021
সায়নীর পর দেবলীনা , গোমাংস বিতর্কে এফআইআর দায়ের অভিনেত্রীর বিরুদ্ধে
Leave A Comment