নিজস্ব প্রতিনিধি: বলিউডের ডান্সিং ডিভা মাধুরী দীক্ষিত নেনে। ইন্ডাস্ট্রির নব্বই দশকের প্রথম সারির অন্যতম জনপ্রিয় অভিনেত্রী তিনি। বলিউডে ৬০ ছুঁই ছুঁই এই অভিনেত্রীর দাপট আজও বহাল। যদিও বর্তমানে তাঁকে বেশি বড়পর্দা নয়, রিয়েলিটি শোয়ে বিচারকের আসনে দেখা যাচ্ছে। নব্বই দশকের একাধিক হিট ছবির নায়িকা ছিলেন তিনি। তাঁর ঝুলিতেও রয়েছে একাধিক পুরস্কার।১৯৮৪ সালে বাঙালি অভিনেতা তাপস পলের বিপরীতে অবোধের মাধ্যমে অভিনয়ে ডেবিউ করেন মাধুরী। এর পরে, তিনি দিল (১৯৯০), বেটা (১৯৯২), হাম আপকে হ্যায় কৌন-এর মতো একাধিক ব্লকবাস্টার চলচ্চিত্রে প্রধান ভূমিকায় অভিনয় করে নিজেকে প্রতিষ্ঠা করেন।
তাঁর অন্যতম হিট ছবি ছিল, শাহরুখের সঙ্গে দিল তো পাগল হ্যায় (১৯৯৭)। চলচ্চিত্র মহলে এত সাফল্যের জন্যে অভিনেত্রীকে এদিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (IFFI) এ বিশেষ স্বীকৃতি দিয়ে সম্মানিত করা হল এবং কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী অনুরাগ ঠাকুর দীক্ষিতকে তাঁর “অতুলনীয় প্রতিভার” জন্য প্রশংসা করেছেন। মাধুরী দীক্ষিত ভারতীয় সিনেমা পুরস্কারে অবদানের জন্য বিশেষ স্বীকৃতি পেয়েছেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রী, অনুরাগ ঠাকুর, সোমবার তাঁর X (পূর্বে টুইটার নামে পরিচিত)-এ লিখেছেন, “যুগের পর যুগ জুড়ে তিনি একজন আইকন, @মাধুরী দীক্ষিত চারটি অবিশ্বাস্য দশক ধরে আমাদের পর্দাকে অতুলনীয় প্রতিভা দিয়ে আকৃষ্ট করেছেন। প্রফুল্ল নিশা থেকে চিত্তাকর্ষক পর্যন্ত চন্দ্রমুখী, রাজকীয় বেগম পাড়া থেকে অদম্য রাজজো, তাঁর বহুমুখী প্রতিভার কোন সীমা নেই। আজ, আমরা ভারতের ৫৪ তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রতিভাবান, ক্যারিশম্যাটিক অভিনেত্রীকে ‘ভারতীয় সিনেমায় অবদানের জন্য বিশেষ স্বীকৃতি’ প্রদান করছি। এটাই তাঁর অসাধারণ যাত্রার, একটি চিরন্তন উত্তরাধিকারের প্রতি আমাদের শ্রদ্ধা!”
ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া (IFFI) এর ৫৪ তম সংস্করণ গোয়ায় অনুষ্ঠিত হচ্ছে। ৯ দিনের এই গালা ইভেন্টটি ২০ নভেম্বর শ্যামা প্রসাদ মুখার্জি ইনডোর স্টেডিয়ামে তারকাখচিত অনুষ্ঠানের মাধ্যমে শুরু হয়েছে।ইভেন্টের অতিথিদের তালিকায় ছিলেন, বিজয় সেতুপতি, সারা আলি খান, পঙ্কজ ত্রিপাঠি, সানি দেওল, করণ জোহর, শান্তনু মৈত্র, শ্রেয়া ঘোষাল এবং সুখবিন্দর সিং।