নিজস্ব প্রতিনিধিঃ ছোট্ট ইউভানের প্রতিটা মুহূর্ত ক্যামেরাবন্দি করেন রাজ ও শুভশ্রী। মঙ্গলবারেও তার অন্যথা হল না। সদ্য মা বাবার সঙ্গে পুরীসফর সেরেছে ইউভান। সমুদ্রতটে টলমল পায়ে তাকে দেখা গিয়েছিল বিস্ময় বালকের মত হাঁটতে। একরত্তি ছেলের সমস্ত কর্মকাণ্ডেই দোসর মা বাবা। অর্থাৎ রাজ শুভশ্রী। সোশাল মিডিয়ায় ছেলের বিভিন্ন মুহূর্তের ছবি শেয়ার করেন তাঁরা । ফলে তাঁদের জনপ্রিয়তার মতই ইউভানের জনপ্রিয়তা ও ফ্যান ফলোয়ার্সের সংখ্যাও কম নয়। এবার মা বাবার সঙ্গে বিদেশ ভ্রমণে গেল ইউভান। মঙ্গলবার বিমানে ওঠার আগে বিমানবন্দরের মুহূর্তে খোলা চত্বরে ইউভানের দাপিয়ে বেড়ানোর ছবি এল প্রকাশ্যে। এক কথায় বলা যায় সংসার, সন্তান ও কর্মক্ষেত্র সমান তালে সামলাচ্ছেন শুভশ্রী। এখানেও তার অন্যথা হয়নি। ছেলে দৌড়ে বেরাচ্ছে আর তার সঙ্গে ছুটছেন মা শুভশ্রীও। আর সেই মুহূর্তি ক্যামেরাবন্দি না করে পারলেন না বাবা ও পরিচালক রাজ চক্রবর্তী। এদিন শুভশ্রী ও তাঁর ছেলে ইউভানের পরনে ছিল ম্যাচিং পোশাক। নিজের পোশাকের সঙ্গেই মিলিয়ে কালো রঙের জগার্স, সাদা জুতো পড়িয়েছেন ছেলে ইউভানকে।
ইন্সটাগ্রামে এই ভিডিও শেয়ার করে রাজ জানিয়েছেন আপাতত তাঁরা ছুটির মেজাজে রয়েছেন। ছেলের এক বছরের জন্মদিনের আগেই তিনজন ঘুরে এসেছেন পুরী। জানা গিয়েছিল ছেলের এক বছর জন্মদিনের আগে বিশেষ পুজো দিতে গিয়েছিলেন তাঁরা। কিন্তু এবার তাঁদের গন্তব্য কোথায়? এবার তাঁরা যাচ্ছেন মলদ্বীপ। বলিউডের তারাদের কাছে মলদ্বীপ সবসময়ই পছন্দের জায়গা এবার সেখানে একে একে বেড়াতে যাচ্ছেন টলিউডের তারারাও। দেব-রুক্মিণী, অঙ্কুশ-ঐন্দ্রিলা সদ্য ছুটি কাটিয়ে এসেছেন। এবার সেই গন্তব্যেই ছুটি কাটাতে উড়ে গেলেন ‘রাজশ্রী’ জুটি ও তাঁদের ছেলে ইউভান।