-273ºc,
Friday, 2nd June, 2023 9:41 pm
নিজস্ব প্রতিনিধি: ঠাকুরদা মস্ত বড় অভিনেতা। বাবাও সুপারস্টার। শুধু বাংলার নয়, গোটা দেশের চোখে তিনি সুপারস্টার। মাও টলিউডের দাপুটে অভিনেত্রী। অন্যদিকে তাঁর পিসিও সমান দাপুটে অভিনেত্রী। সুতরাং গোটা পরিবারের সঙ্গেই বিনোদন মহলের ওতপ্রোত যোগসূত্র। এবার পরিবারের ট্রেন্ড বজায় রেখেই অভিনয়ে হাতেখড়ি দিতে চলেছেন প্রসেনজিৎ পুত্র তৃষাণজিত।
যদিও মিশুকের প্রথম পছন্দ ফুটবল। তাই তিনি বরাবরই অভিনয়কে দ্বিতীয় অপশনে রেখেছেন। কিন্তু অভিনয় যে তাঁর রক্তে বইছে। পড়াশোনার জন্যে এতদিন বিদেশে ছিলেন তিনি। বিদেশ থেকে ফিরেই তামিলনাড়ুতে একটি কলেজে ভর্তি হয়েছেন অর্পিতা-প্রসেনজিৎ পুত্র মিশুক। মাঝে মধ্যেই বন্ধুদের সঙ্গে রিল বানান তৃষাণজিত। কলকাতায় এলে বাবার সঙ্গেও রিল ভিডিও বানাতে দেখা যায়। ভক্তরাও বাবা-ছেলের জুটিকে বেশ পছন্দও করেন।
এবার সরাসরি অভিনয়ে পা রাখছেন তিনি। লিড রোলে আত্মপ্রকাশ করতে চলেছেন তৃষাণজিৎ। তবে রুপোলি পর্দায় নয়, মঞ্চে। এই মুহূর্তে তামিলনাড়ুর এক কলেজে পড়াশোনা করছে প্রসেনজিতের বিলেত ফেরত পুত্র। আসলে কলেজের একটি নাটকে অংশ নিতে চলেছে তৃষাণজিত। ‘লর্ড অফ দ্য ফ্লাইস’ (Lord of the flies)-এ মুখ্য চরিত্রে অভিনয় করবে সে। সেই নাটকের পোস্টারই এদিন বাবা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় নিজের ইনস্টাগ্রামে শেয়ার করে নিলেন। সেখানে দেখা গেল একটা ভেঙে পড়া প্লেনের সামনে দাঁড়িয়ে রয়েছে একদল পড়ুয়া। নীল রঙা ব্লেজার আর ফর্ম্যাল প্যান্টে হ্যান্ডসাম লুকে দেখা গেল মিশুককে। ছেলেকে অভিনন্দন জানিয়ে প্রসেনজিত লিখলেন, ‘প্রথম সবকিছুই খুব স্পেশ্যাল… তৃষাণজিৎ তোমাকে অনেক শুভেচ্ছা প্রথম মঞ্চাভিনয়ের জন্য, লর্ড অফ দ্য ফ্লাইসের টিমের জন্যও রইল অভিনন্দন’।
কোদাইকানাল ইন্টারন্যাশন্যাল স্কুলের ছাত্ররা শুক্রবার (আজ) ও শনিবার (১লা এপ্রিল) এই নাটকে অংশগ্রহণ করবেন। বাবা নয়, শাহরুখ খানের অন্ধ ভক্ত ১৮ বয়সী মিশুক। গত ডিসেম্বরে কলকাতা চলচ্চিত্র উৎসবে শাহরুখ খানের সঙ্গে দেখা করে তারা ছবি পোস্ট করে ফেসবুকে মিশুক সাফ লিখেছিলেন, ‘আমার অনুপ্রেরণা, আমার প্রেরণা, রোল মডেল… গ্লোবাল স্টার… একমাত্র শাহরুখ খান’। এদিকে প্রথম হিন্দু ওয়েবসিরিজ জুবিলির প্রচারে এখন ব্যস্ত প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।