পুলিসি অনুমতি না মেলাই বাতিল মিঠুনের রোডশো
Share Link:

নিজস্ব প্রতিনিধি: শেষমেশ তীরে এসে তরি ডোবার অপেক্ষা। হাই ভোল্টেজ বেহালা কেন্দ্রে শেষ মুহুর্তের প্রচারে পুলিসি অনুমতি না মেলায় বেজায় চটলেন বেহালা পশ্চিমের তারকা প্রার্থী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। ইচ্ছে ছিল মহাগুরুকে পাশে নিয়ে প্রচারে নামবেন তিনি। কিন্তু সেগুরে বালি। অগত্যা একাই নামতে হল ময়দানে।
হাতে আর মাত্র একদিন সময়। তাঁর আগেই বৃহস্পতিবার সকালে মিঠুন চক্রবর্তীকে নিয়ে প্রচারে ঝড় তোলার পরিকল্পনা করেছিল গেরুয়া শিবিরের। বেহালার পর্ণশ্রী থেকে নতুন পল্লি পর্যন্ত রোডশো করার কথা ছিল বিজেপির। কিন্তু পুলিশি অনুমতি না পাওয়ায় বাতিল হল বৃহস্পতিবারের সেই কর্মসূচি।
রোডশো বাতিল ঘিরে শুরু হয়েছে উত্তেজনা। বেহালা পশ্চিমের প্রার্থী শ্রাবন্তী চ্যাটার্জির নেতৃত্বে পর্ণশ্রী থানা এলাকায় জমায়েত করেছেন বিজেপি কর্মীরা। এরপরই শুরু হয়েছে রাস্তা আটকে অবরোধ। তবে কেন রোডশোয়ের অনুমতি মিলল না, তা এখনও স্পষ্ট নয় বলে দাবি বিজেপির।
অন্যদিকে, বেহালা পশ্চিমের প্রার্থী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের দাবি, “ভয় পেয়ে বাতিল করা হয়েছে আমাদের রোড শো। এত ভয় কিসের? আমার দলের কর্মীদের সঙ্গে কথা বলে উপযুক্ত ব্যবস্থা নেব।” পুলিসের দাবি, মিঠুন চক্রবর্তী এলে প্রচুর জমায়েত হত। নিরাপত্তা দেওয়া কঠিন। যানজটও হত। তাই রোড শোয়ের অনুমতি দেওয়া হয়নি বলে পুলিস সূত্রে খবর। ।
হাতে আর মাত্র একদিন সময়। তাঁর আগেই বৃহস্পতিবার সকালে মিঠুন চক্রবর্তীকে নিয়ে প্রচারে ঝড় তোলার পরিকল্পনা করেছিল গেরুয়া শিবিরের। বেহালার পর্ণশ্রী থেকে নতুন পল্লি পর্যন্ত রোডশো করার কথা ছিল বিজেপির। কিন্তু পুলিশি অনুমতি না পাওয়ায় বাতিল হল বৃহস্পতিবারের সেই কর্মসূচি।
রোডশো বাতিল ঘিরে শুরু হয়েছে উত্তেজনা। বেহালা পশ্চিমের প্রার্থী শ্রাবন্তী চ্যাটার্জির নেতৃত্বে পর্ণশ্রী থানা এলাকায় জমায়েত করেছেন বিজেপি কর্মীরা। এরপরই শুরু হয়েছে রাস্তা আটকে অবরোধ। তবে কেন রোডশোয়ের অনুমতি মিলল না, তা এখনও স্পষ্ট নয় বলে দাবি বিজেপির।
অন্যদিকে, বেহালা পশ্চিমের প্রার্থী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের দাবি, “ভয় পেয়ে বাতিল করা হয়েছে আমাদের রোড শো। এত ভয় কিসের? আমার দলের কর্মীদের সঙ্গে কথা বলে উপযুক্ত ব্যবস্থা নেব।” পুলিসের দাবি, মিঠুন চক্রবর্তী এলে প্রচুর জমায়েত হত। নিরাপত্তা দেওয়া কঠিন। যানজটও হত। তাই রোড শোয়ের অনুমতি দেওয়া হয়নি বলে পুলিস সূত্রে খবর। ।
More News:
20th April 2021
20th April 2021
20th April 2021
20th April 2021
19th April 2021
19th April 2021
19th April 2021
Leave A Comment