'বিজেপি এলে দাঙ্গা, সন্ত্রাস হবে না', রোডশো-তে বললেন 'মহাগুরু'
Share Link:

নিজস্ব প্রতিনিধি: বেহালার প্রচার বাতিল হতেই টালিগঞ্জে বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয়র প্রচারে হাজির 'মহাগুরু'। মহানায়ক উত্তমকুমারের মূর্তিতে মাথা ঠেকিয়ে প্রচার শুরু করলেন তাঁরা। টালিগঞ্জ তাঁর আবেগের জায়গা, বাবুল অত্যন্ত কাছের, সেই জন্যই এই রোড শোতে পা মেলালেন মহাগুরু। তাঁর মতে, 'বাবুল সুপ্রিয় আমার কাছে শুধু প্রার্থী নন, বাবুল আমার পাড়ার ছেলে, ও আমার কাছে আবেগ। হারা জেতার পালা নিয়ে এখনও প্রশ্ন উঠছে কেন ? তিন দফার ভোট হয়ে গিয়েছে, বোঝাই যাচ্ছে সব। বাবুল ইতিমধ্যেই প্রমাণ করে দিয়েছে মানুষের জন্য তিনি কতটা কাজ করতে পারেন। টালিগঞ্জে ও জিতলেও যে কাজ করব সে বিষয়ে আমি নিশ্চিত, কোনও প্রশ্নচিহ্ন নেই। টালিগঞ্জ শুধু নয় টলিউডের কথাও বলছি।'
অন্যদিকে, আজ বিজেপি প্রার্থী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের সমর্থনে বেহালা রোডশো করার কথা ছিল মিঠুন চক্রবর্তী। কিন্তু পুলিসি অনুমতি না মেলায় রোডশো বাতিল হয়ে যায়। এই ঘটনার জেরে দলীয় কর্মী-সমর্থকদের নিয়ে পর্ণশ্রী থানা ঘেরাও করেছেন বেহালা পশ্চিম বিধানসভা কেন্দ্রের তারকা প্রার্থী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। শুধু তাই নয়, থানার মধ্যে ঢুকে পুলিশের সঙ্গে ব্যাপক বচসাতেও জড়ালেন অভিনেত্রী প্রার্থী। বিস্ফোরক অভিযোগও করে বসলেন তিনি। শ্রাবন্তীর মন্তব্য, “পুলিশ ইচ্ছে করেই রোডশো বাতিল করেছে। মিঠুনদা নিজে আমাকে ফোন করে বলেছেন, তুই জানবি কেন মিছিল বাতিল করা হল!”
অন্যদিকে, আজ বিজেপি প্রার্থী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের সমর্থনে বেহালা রোডশো করার কথা ছিল মিঠুন চক্রবর্তী। কিন্তু পুলিসি অনুমতি না মেলায় রোডশো বাতিল হয়ে যায়। এই ঘটনার জেরে দলীয় কর্মী-সমর্থকদের নিয়ে পর্ণশ্রী থানা ঘেরাও করেছেন বেহালা পশ্চিম বিধানসভা কেন্দ্রের তারকা প্রার্থী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। শুধু তাই নয়, থানার মধ্যে ঢুকে পুলিশের সঙ্গে ব্যাপক বচসাতেও জড়ালেন অভিনেত্রী প্রার্থী। বিস্ফোরক অভিযোগও করে বসলেন তিনি। শ্রাবন্তীর মন্তব্য, “পুলিশ ইচ্ছে করেই রোডশো বাতিল করেছে। মিঠুনদা নিজে আমাকে ফোন করে বলেছেন, তুই জানবি কেন মিছিল বাতিল করা হল!”
Leave A Comment