এই মুহূর্তে




বিয়ের সব ছবি ইনস্টাগ্রাম থেকে মুছলেন রণবীর, বাবা হওয়ার আগেই কিসের ইঙ্গিত?




নিজস্ব প্রতিনিধি: চলতি মাসের শুরুর দিকেই মা হওয়ার খবর দিয়েছেন বলিউডের সুপারস্টার অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। মোটামুটি সব শুটিংয়ের কাজ শেষ করেই মা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন অভিনেত্রী। যাই হোক, অন্তঃসত্ত্বা হওয়ার ঘোষণার পর দীপিকা পাড়ুকোনকে তেমন লাইমলাইটে দেখা যায়নি। যদিও অভিনেত্রীকে সিংহম আগেইন-এর শুটিংয়ে বেবি বাম্প অবস্থায় দেখা গিয়েছিল। সেই ছবিও সোশ্যাল মিডিয়ায় ঝড়ের বেগে ভাইরাল হয়েছিল। যাই হোক, স্ত্রীর এই অবস্থায় তাঁকে সবসময় সঙ্গ দেওয়ার জন্যে রণবীর সিং-ও বেশ লম্বা ছুটি নিয়েছেন। এদিকে গর্ভবতী হওয়ার জন্যে দীপিকা এবার মেট গালাতেও অংশ নিতে পারেননি। কিন্তু যে সকল ভারতীয়রা মেট গালাতে অংশ নিয়েছেন তাঁদের অভিনন্দন জানাতে ভোলেন নি নায়িকা।

এদিকে, ভক্তরা অনুমান করছেন যে, দীপিকা সম্প্রতি বেবিমুনে দিয়েছেন স্বামী রণবীর সিংয়ের সঙ্গে। কারণ এই দম্পতির ভাইরাল ছুটির ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ছবিতে দীপিকাকে  বাদামী ঢিলেঢালা পোশাকে দেখা গিয়েছে। আর তাঁর পোশাকের ফাঁকে বেবি বাম্প স্পষ্ট। ভক্তরা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে দম্পতিকে আশীর্বাদ জানিয়েছেন। একজন অনুরাগী লিখেছেন, “ছোট বাম্প— ঈশ্বর তাদের ছোট্টটিকে আশীর্বাদ করুন।” এর আগে, দীপিকা তাঁর পিঠে ট্যান রেখা প্রকাশ করে একটি ছবি পোস্ট করেছিলেন। তখনই ভক্তরা অনুমান করেছীইলেন যে, সেপ্টেম্বরে তাদের সন্তানের জন্মের আগে রণবীর সিংয়ের সঙ্গে ছুটি কাটাচ্ছেন। আগামী সেপ্টেম্বরেই মা-বাবা হতে চলেছেন রণবীর-দীপিকা।তার মধ্যেই রণবীরের আচমকা ইনস্টাগ্রাম থেকে ছবি মুছে ফেলা অবাক করেছে সবাইকে। তবে দীপিকার সঙ্গে আরও একাধিক ছবি রয়েছে অভিনেতার। বর্তমানে রনবীরের ইনস্টাগ্রামে মোট ১৩৩ টি পোস্ট রয়েছে। দীপিকা তার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে রণবীরের সঙ্গে তার বিয়ের সমস্ত ছবি সংরক্ষণাগারভুক্ত করেছিলেন।  রণবীর এবং দীপিকা ২০১৮ সালের নভেম্বরে ইতালির লেক কোমোর ভিলা দেল বাল্বিয়ানেলোতে একটি মনোরম স্থানে গাঁটছড়া বাঁধেন। তাঁদের আইনী বিয়ে হয়ে গিয়েছিল আরও ৩ বছর আগে। এখন রণবীরের প্রোফাইল থেকে আচমকা তাঁর বিয়ের ছবি ডিলিট হওয়া নিয়ে অনেকেই ভাবছেন, হতে পারে নায়কের ইনস্টাগ্রাম হ্যাক হয়ে গিয়েছে নাকি তাঁদের সংসার ভাঙতে চলেছে। দীপিকা ২০১৭ সালে মেট গালায় তার আত্মপ্রকাশ করেছিল। পরের বছর, ২০১৮ সালে, তিনি একটি চমকপ্রদ ক্রিমসন গাউনে আবারও ইভেন্টে অংশ নেন। তারপরে, ২০১৯ সালে, তিনি একটি স্ট্র্যাপলেস প্যাস্টেল গোলাপী গাউন দিয়ে সবাইকে মোহিত করেছিলেন। কিন্তু এর মধ্যেই আচমকা রণবীর সিং বিয়ের সমস্ত ছবি ইনস্টাগ্রাম থেকে মুছে ফেলে ভক্তদের অবাক করলেন।

এদিকে মেট গালা ২০২৪-এ, আলিয়া ভাট এবং ঈশা আম্বানি বিশ্ব মঞ্চে ভারতের প্রতিনিধিত্ব করেছেন। আলিয়া নিজেকে চমৎকার রত্ন দিয়ে সজ্জিত একটি অত্যাশ্চর্য সব্যসাচী শাড়িতে সজ্জিত করেছেন এবং ঈশা আম্বানি রাহুল মিশ্রের ডিজাইন করা শাড়ির গাউনে নিজেকে সজ্জিত করেছেন। তাঁর গাউনটি সুসজ্জিত করতে প্রায় ১০ হাজার ঘন্টা সময় লেগেছে। এদিকে হলিউডের একজন নায়িকাকে ঐশ্বর্যর কান চলচ্চিত্র উৎসবের পরা একটি পোশাককে নকল করতে দেখা গিয়েছে। পপতারকা শাকিরা এ বছর মেট গালায় ডেবিউ করেছেন। এদিকে পপতারকা ডোজা ক্যাট তাওয়াল পরেই অনুষ্ঠানে চলে আসেন, যা দেখে তাঁকে রীতিমতো ট্রোলিং করা হচ্ছে। এছাড়াও একজন হলিউড নায়িকাকে বরফের তৈরি পার্স নিয়ে দেখা গিয়েছে। এছাড়াও নাতাশা পুনাওযালাও অনুষ্ঠানে চমৎকার পোশাকে ধরা দেন।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

‘তেল মশলা যুক্ত ভারতীয় খাবার জঘন্য’, অস্ট্রেলিয়ান ইউটিউবারের পোস্ট ঘিরে বিতর্ক তুঙ্গে

বাগদানের ৬ মাস পর বিয়ে ভাঙলেন ‘বামন’ গায়ক আব্দু রোজিক, কারণ কী?

পুত্র ও কন্যাকে নিয়ে ‘ডিভোর্স অ্যানিভার্সারি’ উদযাপন পরীমণির

শিখ অনুভূতিতে আঘাত, কঙ্গনার ‘ইমার্জেন্সি’ ফের সমস্যায়, নোটিশ পাঠাল চণ্ডীগড় আদালত

দীর্ঘদিনের প্রেমিকাকে বিয়ে করলেন গ্র্যামি-জয়ী আমেরিকান গায়ক চার্লি পাথ

‘আমার শোয়ের টিকিট কেনা মধ্যবিত্তের সাধ্যের বাইরে’, বিতর্কে মুখ খুললেন দিলজিৎ দোসঞ্জ

Advertisement

এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর