নিজস্ব প্রতিনিধি: গতকাল থেকেই একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঝড়ের বেগে ভাইরাল হচ্ছে। যেখানে দেখা যাচ্ছে, বলিউডের প্রবীণ জনপ্রিয় অভিনেতা নানা পাটেকরের সঙ্গে একজন সেলফি তুলতে এলে তাঁকে মাথায় মেরে সেখান থেকে তাড়িয়ে দেন অভিনেতা। এই নিয়েই রীতিমতো তুলকালাম পড়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। প্রবীণ অভিনেতাকে কটূ কথা শোনাতে ছাড়েননি কেউ। তাঁর দম্ভ, অহংকারকে নিন্দা করেছেন অনেকেই। এর আগেও একাধিকবার নানারকম হেনস্থামূলক কাণ্ডে বিতর্কে জড়িয়েছিলেন নানা পাটেকর। কিন্তু এবার যে ঘটনাটি তিনি ঘটালেন, সেটা কী আদেউ ঠিক, কতটা সত্যি? এদিন একটি ভিডিওর মাধ্যমে সঠিক ঘটনাটি জানালেন নানা পাটেকর। অভিনেতার ভাইরাল ভিডিওটি ANI দ্বারা পোস্ট করা হয়েছিল।
এদিন অভিনেতা সকলের কাছে ক্ষমা চেয়ে ভিডাওতে বলেছেন, “নমস্কার। একটি ভিডিও খুব ভাইরাল হচ্ছে যেখানে আমি একটি ছেলেকে আঘাত করেছি। কিন্তু এরকমই ফিল্মের একটা সিকুয়েন্স আছে যেখানে একটা ছেলে পেছন থেকে এসে বলছে ‘অ্যা বুধাউ, টপি বেচনি হ্যায় (হে বুড়ো, তুমি কি তোমার টুপি বিক্রি করতে চাও)?’ এবং আমি তাকে ধরি, মারধর করি এবং তাকে সঠিক আচরণ করতে বলি এবং সে পালিয়ে যায়।”
তিনি আরও ব্যাখ্যা করে বলেন, “তবে এই সিকোয়েন্সটি আমাদের ছবির একটি অংশ ছিল, তখন আমরা রিহার্সাল করছিলাম। পরিচালক আমাকে শুরু করতে বলেন। আমরা শুরু করতে যাচ্ছিলাম তখনই ভিডিওর ছেলেটি এলো। আমি জানতাম না সে কে, আমি ভেবেছিলাম সে আমাদের ক্রুদের একজন তাই আমি তাঁকে চড় মারলাম এবং সেখান থেকে চলে যেতে বললাম। পরে, আমি জানতে পারি যে সে ক্রুদের একজন ছিল না। তাই, আমি তাকে ফোন করতে যাচ্ছিলাম কিন্তু সে পালিয়ে গিয়েছে তখন। হয়তো তার বন্ধু ভিডিওটি শুট করেছে। আমি কখনোই কাউকে আমার সঙ্গে ছবির তুলতে না বলিনা। ভুলবশত এমনটা হয়েছে। যদি সেখানে কিছু ভুল বোঝাবুঝি, দয়া করে আমাকে ক্ষমা করবেন।”
তিনি ছেলেটির কাছে ক্ষমা চাইতে গিয়েছিল, কিন্তু ততক্ষণে সেখান থেকে ছেলেটি পালিয়ে যায়। এদিকে এই ভিডিও ভাইরাল হওয়ার কয়েক ঘন্টা পরে, পরিচালক অনিল শর্মা PTI-কে জানিয়েছেন, “তিনি (নানা পাটেকর) কাউকে চড় মারেননি, এটি আমাদের চলচ্চিত্রের একটি শট। আমরা বর্তমানে বেনারসে জার্নি ছবির শুটিং করছি। ছবিতে নানা পাটেকরের চরিত্রে স্মৃতিভ্রংশ রয়েছে। তার মন খারাপ হয় এবং একটি লোক তাঁর সঙ্গে ছবি ক্লিক করতে আসে। আমাদের চারপাশে এমন অনেক মানুষ আছে, যারা এখানে শুটিং দেখতে এসেছে। আমি মনে করি কেউ এই নির্দিষ্ট অংশে ক্লিক করেছে, যা আসলে ছবির একটি দৃশ্য।”