এই মুহূর্তে




প্রমোদতরণীতে মাদকচক্র, বেকায়দায় শাহরুখ-পুত্র




নিজস্ব প্রতিনিধি, মুম্বই: বিলাসবহুল জাহাজে বড়ো ধরনের মাদকচক্রের হদিশ পেল নারকোটিকস কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। ঘটনার সঙ্গে জড়িয়ে গিয়েছেন শাহরুখ-পুত্র আরিয়ানও। এনসিবির আধিকারিকরা তাঁকে দফায়-দফায় জেরা করেছে। বাজেয়াপ্ত করেছে তাঁর মোবাইল ফোন। চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ব্যুরো আটজনকে গ্রেফতার করেছে। ধৃতদের মধ্যে কয়েকজন তিন তরুণী রয়েছেন। এরা দিল্লি থেকে এসেছিল।  এনসিবি তাদেরও জেরা করেছে। অভিযানে উদ্ধার হয়েছে মাদক সেবনের কাগজ (রোলিং পেপার)। 

একটি সর্বভারতীয় বৈদ্যুতিন চ্যানেলের খবর অনুযায়ী, জেরায় শাহরুখ-পুত্র জানিয়েছেন, তিনি একজন আমন্ত্রিত অতিথি হিসেবে ওই বিলাসবহুল জাহাজে আয়োজিত অনুষ্ঠানে গিয়েছিলেন। কিন্তু ওই জাহাজে অনুষ্ঠানের নাম করে মাদকচক্র চলত, তা তিনি জানতেন না। 

অভিযান চলে শনিবার রাতে। অভিযানের নেতৃত্ব দেন এনসিবির মুম্বইয়ের জোনাল ডিরেক্টর সমীর ওয়াংখেড়ের নেতৃত্বে নারকোটিকস কন্ট্রোল ব্যুরোর একটি দল অভিযান চালায়। সমীর ওয়াংখেড়ে জানান, বিশেষ সূত্রে তাদের কাছে খবর আসে, ওই বিলাসবহুল জাহাজে একটি মাদকচক্র রয়েছে। নির্ভরযোগ্য় সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে শনিবার রাতে অভিযান চালান হয়। 

নিঃশব্দে হয়েছে এই অপারেশন। জানা গিয়েছে, নারকোটিকস কন্ট্রোল ব্যুরোর মুম্বইয়ের জোনাল ডিরেক্টর সমীর ওয়াংখেড়ে বেশ কয়েকজন দুঁদে অফিসার ।যাত্রী সেজে  ওই বিলাসবহুল জাহাজে ওঠেন। মাঝসমুদ্রে যাওয়ার পর শুরু হয় পার্টি। ওয়াংখেড়ে ও তার সঙ্গে থাকা অফিসারেরা স্বমূর্তি ধারণ করেন। জাহাজের যাত্রীরা সকলে হকচকিয়ে যান। প্রমোদ তরণীকে বন্দরে ফিরিয়ে আনতে বলা হয়। সেখানেই শাহরুখ-সহ বাকিদের  গ্রেফতার করে এনসিবি। এই ঘটনায় মুম্বইয়ে রীতিমতো চাঞ্চল্য তৈরি হয়েছে। মাদক-চক্রের সঙ্গে আর কারা জড়িত তা খতিয়ে দেখছে এনসিবি।  

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

৩৭ বছরের ছোট জসলিনের সঙ্গে প্রেমের গুজব, অবশেষে মুখ খুললেন ভজন সম্রাট

২১ জুলাইয়ের মঞ্চে টলিউডের নতুন তারকাদের থাকার সম্ভাবনা

‘কী করছ এটা’, বাড়ির বাইরে ক্যামেরা দেখেই মেজাজ হারালেন বিগ বি, জোর ধমক পাপারাজ্জিদের

বলিউডে শোকের ছায়া, প্রয়াত অমিতাভ বচ্চনের ‘ডন’ ছবির পরিচালক চন্দ্র বারোট

‘সন্তানদের মানুষ করতে পারছিনা’, চরম দারিদ্র্যে ইন্দর কুমারের প্রাক্তন স্ত্রী, হাত পাতলেন সলমানের কাছে

টাকার অভাবে হল না কিডনি প্রতিস্থাপন, অকালেই চলে গেলেন জনপ্রিয় অভিনেতা ভেঙ্কট রাজ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ