এই মুহূর্তে




‘জুমলা পার্টির নোংরা কৌশল’! ‘সর্দারজি 3’ বিতর্কে এবার দিলজিতের পাশে নাসিরুদ্দিন শাহ




নিজস্ব প্রতিনিধি: জাভেদ আখতারের পর এবার দিলজিতের পাশে নাসিরুদ্দিন শাহ! পাকিস্তানি নায়িকা হানিয়া আমিরের সঙ্গে ‘সর্দারজি 3’ ছবিতে অভিনয় করে ভারী বিতর্কে জড়িয়েছেন পঞ্জাব গায়ক দিলজিৎ দোসাঞ্জ। ছবির টিজার প্রকাশ্যে আসা মাত্রই দেশজুড়ে রণক্ষেত্র তৈরি হয়েছে। কয়েকটি শিল্প সংগঠন প্রধানমন্ত্রীর কাছে চিঠি পাঠিয়ে দিলজিৎকে বয়কটের ডাক দিয়েছেন এবং তাঁর ভারতীয় নাগরিকত্ব বাতিলের দাবি জানিয়েছেন। যদিও ছবির নির্মাতারা বারবার জানিয়েছেন, এই ছবির শুটিং ২২ এপ্রিল কাশ্মীরের পহেলগাঁও সন্ত্রাসী হামলার অনেক আগেই হয়ে গিয়েছিল। যে হামলায় ২৬ জন ভারতীয় নাগরিক মারা গিয়েছেন, এর বদলা নিতেই পাকিস্তানের সঙ্গে সমস্ত সম্পর্ক চুকিয়েছে ভারত। সঙ্গে পাকিস্তানি শিল্পীদেরও ভারত থেকে নিষিদ্ধ করা হয়েছে। এমনকী ভারতের ‘অপারেশন সিঁদুর’ অভিযানের তীব্র নিন্দা করেছিলেন হানিয়া আমির। আর তাঁকে নিয়ে ছবি করছেন দিলজিৎ, সর্দার জি 3 ট্রেলার প্রকাশ্যে আসতেই তীব্র সমালোচনার মুখে পড়েন দিলজিৎ।

তবে অভিনেতার পাশে দাঁড়িয়েছেন জাভেদ আখতার, নাসিরুদ্দিন শাহ-র মতো বলিউডের একাধিক বড় নাম। প্রখ্যাত গীতিকার-চিত্রনাট্যকর জাভেদ আখতার এর পর এবার দিলজিৎ-এর সমর্থনে বেরিয়ে এলেন প্রবীণ অভিনেতা নাসিরুদ্দিন শাহ। সোমবার (৩০ জুন) অভিনেতা তার ফেসবুক হ্যান্ডেলে লিখেছেন, “আমি দিলজিতের সঙ্গে দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছি। জুমলা পার্টির নোংরা কৌশল বিভাগ তাঁকে আক্রমণ করার সুযোগের অপেক্ষায় ছিল। তারা মনে করে তারা এটি করতে পেরেছে। তাঁকে কেন বয়কটের ডাক দেওয়া হচ্ছে? ছবির কাস্টিংয়ের জন্য তিনি দায়ী ছিলেন না।দিলজিত বিশ্বজুড়ে পরিচিত, এবং তাঁর মন বিষাক্ত নয়। এই গুন্ডারা যা চায় তা হল ভারত ও পাকিস্তানের জনগণের মধ্যে ব্যক্তিগত মিথস্ক্রিয়া বন্ধ করা। আমার ঘনিষ্ঠ আত্মীয় এবং কিছু প্রিয় বন্ধুবান্ধব আছে পাকিস্তানে। কিন্তু কেউ আমাকে তাদের সঙ্গে দেখা করতে বা যখনই ইচ্ছা তাদের ভালোবাসা পাঠাতে বাধা দিতে পারে না। যারা বলবে, ‘পাকিস্তানে যাও’, তাদের প্রতি আমার প্রতিক্রিয়া হল ‘কৈলাসে যাও’।”

দোসাঞ্জের সর্বশেষ ছবি, সরদার জি ৩, ভারতে মুক্তি না পেলেও, এটি পাকিস্তানে সর্বোচ্চ আয়কারী ভারতীয় ছবি হিসেবে আত্মপ্রকাশ করেছে। সরদার জি ৩ প্রথম দিনেই পাকিস্তানে ৩ কোটি টাকা আয় করেছে, যা পাকিস্তানে ভারতীয় ছবির জন্য সবচেয়ে বড় ওপেনিং সিনেমা। এটি সলমান খানের ২০১৬ সালের ছবি, সুলতানের রেকর্ড ভেঙে দিয়েছে। নাসিরুদ্দিনকে এরপরে ইমতিয়াজ আলীর শিরোনামহীন ছবিতে দিলজিতের সঙ্গে জুটি বাঁধতে দেখার যাবে, যেখানে আরও অভিনয় করেছেন বেদাঙ্গ রায়না এবং শর্বরী।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

পুরুষদের পেছনে ফেলে শীর্ষে স্কারলেট, নতুন রেকর্ড গড়লেন অভিনেত্রী

৩৮ লক্ষ টাকা প্রতারণা মামলায় যুক্ত মহেশ বাবু, ফের আইনি বিপাকে সুপারস্টার

গর্ভবতী কিয়ারা বাদ, ‘ডন 3’-তে রণবীরের নায়িকা হচ্ছেন কৃতি স্যানন

‘রাম নন, দশরথ এবার অরুণ গোভিল’, হতবাক পর্দার ‘সীতা’, রামায়ণের কাস্টিং নিয়ে বিতর্ক

‘সুশান্তের মতোই টার্গেটে আছেন কার্তিক’, অমল মালিকের ভিডিওটি মুছে ফেলার হুমকি

‘ভয়টা রয়েই গেছে’, লিভার কেটে বাদ দিলেও ফের ক্যান্সারে আক্রান্ত হতে পারেন দীপিকা

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ