এই মুহূর্তে




বাবার মৃত্যুর ২ বছর পর মা-কেও হারালেন অভিনেতা পঙ্কজ ত্রিপাঠী

নিজস্ব প্রতিনিধি: বাবার পর মাকেও হারালেন বলিউডের প্রখ্যাত অভিনেতা পঙ্কজ ত্রিপাঠী। বছর দুয়েক আগেই বাবাকে হারিয়েছেন অভিনেতা। এবার মাকেও হারালেন অভিনেতা। কর্মসূত্রে মুম্বই থাকলেও পঙ্কজ ত্রিপাঠী আদতে বিহারের বাসিন্দা। তাই তার মা-বাবা সেখানেই থাকতেন। জানা গিয়েছে, গত ৩১ অক্টোবর পঙ্কজ ত্রিপাঠীর মা হেমবন্তী দেবী বিহারের বেলসান্দেতে অবস্থিত নিজ বাসভবনেই মারা গিয়েছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৯ বছর। স্বামীর মৃত্যুর দুই বছর পর তিনি মারা গেলেন। অর্থাৎ মাকে হারিয়ে শোকে ভেঙে পড়েছেন অভিনেতা। তিনি অনাথ হয়ে গেলেন। অভিনেতার পরিবারের পক্ষ থেকে জারি করা একটি বিবৃতি অনুসারে, অভিনেতা বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন। ৩১ অক্টোবর রাতে ঘুমের মধ্যেই শান্তিপূর্ণ ভাবে তিনি প্রয়াত হয়েছেন। প্রতিবেদন অনুসারে, পঙ্কজ ত্রিপাঠী, মায়ের শেষ মুহূর্তে তাঁর পাশে ছিলেন।

একটি সরকারি বিবৃতিতে, ত্রিপাঠী পরিবার বলেছে, “ত্রিপাঠী পরিবার এই অপূরণীয় ক্ষতির জন্য শোক প্রকাশ করছে এবং সকলকে বিনীতভাবে অনুরোধ করছে যে তারা শ্রীমতি হেমবন্তী দেবীকে তাদের চিন্তাভাবনা এবং প্রার্থনায় রাখবেন।” ১ নভেম্বর বেলসান্দে তার শেষকৃত্য অনুষ্ঠিত হয়েছে, যেখানে কেবল তাঁর পরিবারের ঘনিষ্ঠ সদস্য, আত্মীয়স্বজন এবং বন্ধুবান্ধব উপস্থিত ছিলেন। পরিবার এই আবেগঘন সময়ে গোপনীয়তা বজায় রাখতে অনুরোধ করছে। জানা গিয়েছে, হেমবন্তী দেবী তার শেষ দিনগুলিতে ক্রমাগত যত্ন নিচ্ছিলেন। দীর্ঘ অসুস্থতার মধ্যে প্রিয়জনদের দ্বারা বেষ্টিত ছিলেন।পরিবারটি ব্যক্তিগতভাবে শোক প্রকাশ করেছে। তবে এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও পাবলিক স্মারক বা শোকসভার ঘোষণা দেয়নি।

২০২৩ সালের অগস্টে, পঙ্কজ ত্রিপাঠীর বাবা পণ্ডিত বনরস তিওয়ারি ৯৯ বছর বয়সে মারা গিয়েছেন। দৃঢ় স্বভাব এবং শিকড়ের সঙ্গে গভীর সংযোগের জন্য পরিচিত পঙ্কজ ত্রিপাঠী প্রায়শই তার বাবা-মা এবং তার জীবনে তাদের প্রভাব সম্পর্কে কথা বলেন। এদিকে, কাজের ক্ষেত্রে, তাকে শেষবার অনুরাগ বসুর ছবি, মেট্রো… ইন ডিনোতে দেখা গিয়েছিল, যেখানে সারা আলি খান, নীনা গুপ্তা, কঙ্কনা সেনশর্মা, আদিত্য রায় কাপুর, আলী ফজল, ফাতিমা সানা শেখ এবং অনুপম খের প্রমুখ অভিনীত ছিলেন। ছবিটি ছিল অনুরাগের ২০০৭ সালের ছবি লাইফ ইন আ… মেট্রোর একটি সিক্যুয়েল। অভিনেতা এখনও তার নতুন প্রকল্প ঘোষণা করেননি।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

‘২০২৬-এ স্বাস্থ্য নিয়ে বড় সমস্যায় পড়বেন সলমন’, দুই খানকে নিয়ে জ্যোতিষীর ভবিষ্যদ্বাণী

বিপাকে পরিচালক এসএস রাজামৌলি, ধর্মীয় ভাবাবেগে আঘাতে অভিযোগে দায়ের এফআইআর

অ্যানিমালের বাবা! ধুরন্ধরের ট্রেলারে মুগ্ধ নেটিজেনরা

মুম্বইয়ে তারকাখচিত অনুষ্ঠানে বাবা-মায়ের ৬১তম বিবাহবার্ষিকী উদযাপন ভাইজানের

ধনুশের ম্যানেজারের বিরুদ্ধে কাস্টিং কাউচের অভিযোগ আনলেন তামিল অভিনেত্রী মান্যা আনন্দ

”এই জন্ম থেকে…”, জুবিনের জন্মদিনে আবেগঘন পোস্ট স্ত্রী গরিমার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ